প্রকাশ : ০৩ মার্চ ২০১৮, ০৬:১০ এএমআপডেট : ০৩ মার্চ ২০১৮, ০৬:৫২ এএম
শোভন চৌধুরী
১০ মিটার এয়ার রাইফেল ডিসিপ্লিন বিশেষজ্ঞ তিনি তবে ২০১৮ কমনওয়েলথ গেমসে ৫০ মিটারের কঠিন চ্যালেঞ্জ নিচ্ছেন শোভন চৌধুরী। সবশেষ এসএ গেমসে শেষমুহুর্তের স্নায়ুচাপ সামলাতে পারেননি। এবার ব্রিসবেন মিশনে টেম্পারমেন্ট ধরে রাখার চ্যালেঞ্জ তরুণ শ্যুটারের।
জন্মগতভাবে বাঁহাতি। তবে বাঁহাতিদের জন্য নির্দিষ্ট রাইফেলের অভাবে, ডানহাতি বনে গিয়েছিলেন শোভন চৌধুরী। ২০১৮ কমনওয়েলথ গেমসেও দুঃসাহসী শোভন বেছে নিয়েছেন নতুন চ্যালেঞ্জ। প্রিয় ১০ মিটার ডিসিপ্লিনে ছেড়ে হাঁটবেন ৫০ মিটারের অনিশ্চিত পথে।
প্রস্তুতির জন্য ফিফটি মিটার ইলেকট্রনিক টার্গেট পেয়েছেন সাত দিন আগে। দিল্লীতে এর আগে কমনওয়েলথ ব্রোঞ্জ জিতেছিলেন এবার প্রাথমিক লক্ষ্য সেরা আটে জায়গা করে নেয়া। ব্রিসবেনে গুরুত্বপূর্ণ মানছেন কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া।
বাংলাদেশের শ্যুটিং কোচ ক্লাভস ক্রিস্টেনসেন জানান, ৫০ মিটার ডিসিপ্লিনে আমাদের ভালো সম্ভাবনা ছিল। তবে উপযুক্ত ব্যারেল আর অ্যামিউনেশনের অভাবে প্রস্তুতি যথার্থ হয়নি। ভালো ফলের জন্য শুধু শ্যুটারদের সামর্থ্যই নয়, সঠিক উপকরণও প্রয়োজন।
সীমাবদ্ধতা সত্ত্বেও অসম্ভব নয় চ্যালেঞ্জ জেতা। ৯৭ আসরে স্বর্ণ জিতে প্রমাণ করেছেন সাবরিনা সুলতানা। মিশন ব্রিসবেনে শোভনদের পরামর্শ দিচ্ছেন টেম্পারমেন্ট ধরে রাখার।
কমনওয়েলথ গেমসে অংশ নিতে ২৪ মার্চ অস্ট্রেলিয়া যাবে ১৩ সদস্যের শ্যুটিং দল, অংশ নেবে ৮টি ইভেন্টে।
শুধু নেইমারই নন, প্রাথমিক দলে থাকা গোলকিপার এদেরসন ও রাইটব্যাক দানিলোকেও আগেই চোটের কাছে হারায় ব্রাজিল। তবু আজ ভিনিসিয়ুস, রাফিনিয়াদের ঔজ্জ্বল্যে কলম্বিয়াকে হারিয়ে ব্রাজিল স্বস্তির নিশ্বাস ফেলার কথা...
এর আগে ১৯৮৬ সালের ফেব্রুয়ারিতে শেষবার ইতালিকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছিল জার্মানি। আজ্জুরিদের ঘরের মাঠে পরের পাঁচ বারের দেখায় জয়হীনই থাকতে হয়েছে জার্মানিকে। অবশেষে ৩৯ বছর পর উয়েফা নেশনস লিগের...
ছয় মাস পর এবার ফিরলেও গতকাল প্রত্যাবর্তনের ম্যাচটা রাঙাতে পারেননি ২৬ বছর বয়সী এ ফরোয়ার্ড। এমবাপ্পের ছায়া হয়ে থাকার দিনে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ক্রোয়েশিয়ার কাছে ২-০ ব্যবধানে...
গতকাল বহুকাঙ্ক্ষিত গোলের পর রোনালদোর সামনেই তাঁর বিখ্যাত ‘সিউউউ’ উদযাপন করেন হয়লুন। অবশ্য এ নিয়ে ম্যাচ শেষে কথাও বলেছেন ডেনিস তারকা। হয়লুন জানিয়েছেন, পর্তুগিজ কিংবদন্তিকে উপহাস করার জন্য এমন উদযাপন...
২০২২ সালে রাশিয়া যখন ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা শুরু করে তখন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও উদ্বিগ্ন কণ্ঠে বলেছিলেন, ‘আজ ইউক্রেন আক্রান্ত হয়েছে, আগামীকাল পূর্ব এশিয়া আক্রান্ত হতে...
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মধ্য টিয়াখালী গ্রামে সুদের টাকা পরিশোধ করতে না পেরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ৪০ বছরের যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই মেয়ের ফুফু জোর করে এই বিয়ে দিয়েছে বলে...
কক্সবাজারে সাম্প্রদায়িক কোনো নৈরাজ্য, কোনো ভুল বোঝাবুঝি নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী...
কমনওয়েলথ গেমসে কঠিন চ্যালেঞ্জ নিচ্ছেন শোভন
জন্মগতভাবে বাঁহাতি। তবে বাঁহাতিদের জন্য নির্দিষ্ট রাইফেলের অভাবে, ডানহাতি বনে গিয়েছিলেন শোভন চৌধুরী। ২০১৮ কমনওয়েলথ গেমসেও দুঃসাহসী শোভন বেছে নিয়েছেন নতুন চ্যালেঞ্জ। প্রিয় ১০ মিটার ডিসিপ্লিনে ছেড়ে হাঁটবেন ৫০ মিটারের অনিশ্চিত পথে।
প্রস্তুতির জন্য ফিফটি মিটার ইলেকট্রনিক টার্গেট পেয়েছেন সাত দিন আগে। দিল্লীতে এর আগে কমনওয়েলথ ব্রোঞ্জ জিতেছিলেন এবার প্রাথমিক লক্ষ্য সেরা আটে জায়গা করে নেয়া। ব্রিসবেনে গুরুত্বপূর্ণ মানছেন কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া।
শোভনের সামর্থ্যে আস্থা আছে, কোচ ক্লাভস ক্রিস্টেনসেনের ভাবনাতেও ব্রিসবেনের কন্ডিশন। উদ্বেগ বাড়াচ্ছে প্রস্তুতিতে ঘাটতি।
বাংলাদেশের শ্যুটিং কোচ ক্লাভস ক্রিস্টেনসেন জানান, ৫০ মিটার ডিসিপ্লিনে আমাদের ভালো সম্ভাবনা ছিল। তবে উপযুক্ত ব্যারেল আর অ্যামিউনেশনের অভাবে প্রস্তুতি যথার্থ হয়নি। ভালো ফলের জন্য শুধু শ্যুটারদের সামর্থ্যই নয়, সঠিক উপকরণও প্রয়োজন।
সীমাবদ্ধতা সত্ত্বেও অসম্ভব নয় চ্যালেঞ্জ জেতা। ৯৭ আসরে স্বর্ণ জিতে প্রমাণ করেছেন সাবরিনা সুলতানা। মিশন ব্রিসবেনে শোভনদের পরামর্শ দিচ্ছেন টেম্পারমেন্ট ধরে রাখার।
কমনওয়েলথ গেমসে অংশ নিতে ২৪ মার্চ অস্ট্রেলিয়া যাবে ১৩ সদস্যের শ্যুটিং দল, অংশ নেবে ৮টি ইভেন্টে।