প্রকাশ : ০৪ মার্চ ২০১৮, ০৬:২১ এএমআপডেট : ০৪ মার্চ ২০১৮, ০৬:৪০ এএম
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
ঢাকা প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডে আজ রয়েছে তিনটি খেলা। মিরপুরে নবাগত শাইনপুকুরের প্রতিপক্ষ লেজেন্ডস অফ রূপগঞ্জ। বিকেএসপিতে অগ্রনী ব্যাংক খেলবে কলাবাগানের বিপক্ষে। আর ফতুল্লায় ব্রাদার্সের লড়াই খেলাঘরের সাথে। সব গুলো ম্যাচ শুরু সকাল ৯টায়।
ছয় রাউন্ড শেষে চার জয়ে টেবিলের তিনে রূপগঞ্জ। রাউন্ড সিক্সে মোহাম্মদ শরিফের হ্যাটট্রিকসহ ৬ উইকেটে বড় জয় ছিলো গাজীর বিপক্ষে। শাইনপুকুরকে হারালে টেবিলের দুইয়ে ওঠার সুযোগ রূপগঞ্জের। অপরদিকে টেবিলের ছয়ে আছে নবাগত শাইনপুকুর।
টেবিলের তলানীর দল কলাবাগান মাত্র একটি জয় তাদের। আশরাফুল, মুক্তার আলিরা দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ। একই অবস্থা অগ্রনী ব্যাংকের টেবিলের ১০ নম্বরে থাকা দলটির ভরসা শাহরিয়ার নাফিস-আব্দুর রাজ্জাক।
মেসি-রোনালদোর মধ্যে তুলনায় রোনালদোকেই এগিয়ে রাখেন, তবে তাঁর চোখে, রোনালদো এখনো পর্তুগাল দল থেকে সরে না গিয়ে নিজের লিগ্যাসি নষ্ট করছেন। হ্যাসেলব্যাঙ্কের ধারণা, গত দেড় দশক ফুটবল মাতিয়ে রাখা দ্বৈরথে...
শুধু নেইমারই নন, প্রাথমিক দলে থাকা গোলকিপার এদেরসন ও রাইটব্যাক দানিলোকেও আগেই চোটের কাছে হারায় ব্রাজিল। তবু আজ ভিনিসিয়ুস, রাফিনিয়াদের ঔজ্জ্বল্যে কলম্বিয়াকে হারিয়ে ব্রাজিল স্বস্তির নিশ্বাস ফেলার কথা...
ঘুরে দাঁড়ানোর জন্য এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচই বেছে নিলেন নেওয়াজ। অকল্যান্ডে চার-ছক্কার বন্যা বইয়ে মাত্র ৪৪ বলে তুলে নিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর প্রথম সেঞ্চুরি, যা পাকিস্তানেরই ইতিহাসে...
বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ৯ টায় কে এম ওবায়দুর রহমানের নগরকান্দার বাসভবন সংলগ্ন তাঁর...
মাজেদা বেগমের মেয়ের জামাতা মো. আশরাফ আলী জানান, মাজেদা বেগমের ছেলে সন্তান না থাকায় বাসায় একাই বসবাস করতেন। আজ বিকাল সাড়ে ৪টার দিকে ভালুকার মাস্টারবাড়ি এলাকার কর্মস্থল থেকে স্ত্রী ফারিয়া সুলতানা...
মধ্যপ্রাচ্যে ইরানের কোনও প্রক্সি বাহিনীর প্রয়োজন নেই বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ শুক্রবার তিনি বলেন, ‘ইয়েমেনের হুতিরা নিজেদের আইন এবং সিদ্ধান্ত অনুযায়ী কাজ...
আজ মুখোমুখি রূপগঞ্জ-শাইনপুকুর, ব্রাদার্স-খেলাঘর, অগ্রনী-কলাবাগান
ছয় রাউন্ড শেষে চার জয়ে টেবিলের তিনে রূপগঞ্জ। রাউন্ড সিক্সে মোহাম্মদ শরিফের হ্যাটট্রিকসহ ৬ উইকেটে বড় জয় ছিলো গাজীর বিপক্ষে। শাইনপুকুরকে হারালে টেবিলের দুইয়ে ওঠার সুযোগ রূপগঞ্জের। অপরদিকে টেবিলের ছয়ে আছে নবাগত শাইনপুকুর।
টেবিলের তলানীর দল কলাবাগান মাত্র একটি জয় তাদের। আশরাফুল, মুক্তার আলিরা দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ। একই অবস্থা অগ্রনী ব্যাংকের টেবিলের ১০ নম্বরে থাকা দলটির ভরসা শাহরিয়ার নাফিস-আব্দুর রাজ্জাক।