প্রকাশ : ০৫ মার্চ ২০১৮, ১০:৩৭ এএমআপডেট : ০৫ মার্চ ২০১৮, ১০:৩৭ এএম
লিওনেল মেসি
আরও একটা মাইলফলকে পৌঁছে গেলেন লিওনেল মেসি ক্যারিয়ারের ৬০০তম গোল পেয়ে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসির গোলে আতলেতিকো মাদ্রিদ চ্যালেঞ্জ টপকে গেছে বার্সেলোনা।
সেই সঙ্গে শিরোপা লড়াইয়ে এগিয়েছে ব্লু গ্রানা। দুইয়ে থাকা আতলেতিকোর সঙ্গে ব্যবধান এখন ৮ পয়েন্টের। ন্যু ক্যাম্পে চাপে থেকেই নেমেছিল বার্সেলোনা। প্রথমার্ধে আধিপত্য স্বাগতিকদের। গোলের সুযোগ তৈরী করেন মেসি, ২৫ মিনিটে ডি বক্সের বাইরে ফ্রি কিক আদায় কোরে নেন। দৃষ্টিনন্দন শটে লক্ষ্যভেদ করেন এলএম টেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেস্টা চালিয়েছে আতলেতিকো। তবে সমতায় ফিরতে পারেনি সিমিওনির দল। ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতি তিনে থাকা রিয়ালের থেকে এগিয়ে ৭ পয়েন্টে।
আইপিএলের নিলামে প্রথমে দল না পাওয়া বশকে পিএসএল ড্রাফট থেকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের লিজার্ড উইলিয়ামস চোটে পড়ার পর মুম্বাই বশকে দলে টানতে চেয়েছে। বশও জালমির...
গোপনে একটি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনা করছে সৌদি আরব। সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে জানা গেছে, এক বছর ধরে এই লিগ সৃষ্টির কাজ চলছে এবং এই লিগের মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ...
দুই দফা এগিয়ে গিয়েও ড্রয়ের ম্যাচে দুটো অনাকাঙ্ক্ষিত রেকর্ডে যুক্ত হয়েছে গার্দিওলার নাম। দীর্ঘ ১৭ বছরের কোচিং ক্যারিয়ারে এই প্রথম লিগে এক মৌসুমে ৪০ গোল হজম করল তাঁর দল। সেখানেই শেষ নয়, তাঁর অধীনে...
ওমেনস প্রিমিয়ার লিগ বা মেয়েদের আইপিএল মাত্রই শেষ হলো। তৃতীয় সংস্করণে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস। শিরোপা জয়ে যেমন পরিচিত দলকে দেখা যাচ্ছে, পারফরম্যান্সেও মুখদেরই খোঁজ মিলছে।...
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে কুষ্টিয়ার আড়াই শ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি...
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ডাক্তারি পরীক্ষা সম্পন্নের জন্য ওই নারীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জাতিসংঘ মহাসচিব সংস্কারে সহযোগিতার আশ্বাস দিলেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, সংস্কার হবে বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়ায়। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে শফিকুল আলম এ কথা বলেন। প্রেস উইং থেকে আরো...
মেসির ৬০০তম গোলে বার্সার জয়
সেই সঙ্গে শিরোপা লড়াইয়ে এগিয়েছে ব্লু গ্রানা। দুইয়ে থাকা আতলেতিকোর সঙ্গে ব্যবধান এখন ৮ পয়েন্টের। ন্যু ক্যাম্পে চাপে থেকেই নেমেছিল বার্সেলোনা। প্রথমার্ধে আধিপত্য স্বাগতিকদের। গোলের সুযোগ তৈরী করেন মেসি, ২৫ মিনিটে ডি বক্সের বাইরে ফ্রি কিক আদায় কোরে নেন। দৃষ্টিনন্দন শটে লক্ষ্যভেদ করেন এলএম টেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেস্টা চালিয়েছে আতলেতিকো। তবে সমতায় ফিরতে পারেনি সিমিওনির দল। ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতি তিনে থাকা রিয়ালের থেকে এগিয়ে ৭ পয়েন্টে।