প্রকাশ : ০৭ মার্চ ২০১৮, ১২:০৯ এএমআপডেট : ০৭ মার্চ ২০১৮, ১২:১১ এএম
মাশরাফী বিন মর্তুজা
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চার বলে চার উইকেট মাশরাফীর। অগ্রণী ব্যাংকের বিপক্ষে শেষ ওভারে টানা চার বলে উইকেট নিয়েছেন, ম্যাশের অতিমানবীয় পারফর্মেন্সে আবাহনী ম্যাচ জিতেছে ১১ রানে। লিস্ট এ' ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে মাশরাফীর এই অর্জন। দিনের বাকি দুই ম্যাচে জিতেছে গাজী গ্রুপ ও প্রাইম ব্যাংক।
চার বলে চার উইকেট। ওডিআইতে কেবল মালিঙ্গার আছে এই কীর্তি, লিস্ট-এ'তে ছিল পাঁচজনের। এলিট লিস্টে ঢুকে গেছেন মাশরাফী। টাইগার ক্রিকেটে প্রথম।
অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাশরাফীর এই অর্জন। আবাহনী তারকা শেষ ওভারে, একে একে ফিরিয়েছেন ধীমান ঘোষ, আব্দুর রাজ্জাক, সফিউল ইসলাম আর ফজলে রাব্বিকে। ৪৪ রান খরচায় ৬ উইকেট মাশরাফীর, চলতি মৌসুমে ৮ ম্যাচে শিকার ২৫ উইকেট।
এর আগে, নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে বোর্ডে ২৯০ তোলে আবাহনী। ১৩৩ রানে অপরাজিত থাকেন শান্ত, মোহাম্মদ মিঠুন করেছেন ৪৬ রান। জবাবে শাহরিয়ার নাফিসের সেঞ্চুরি আর রেজা আলি দারের ফিফটিতেও ম্যাচ জিততে পারেনি অগ্রনী ব্যাংক। এক কথায় মাশরাফীর কাছেই হেরেছে ওরা। শেষ পর্যন্ত অল আউট ২৭৯ রানে।
মিরপুরে লো স্কোরিং ম্যাচে লজ্জায় পড়েছে মোহামেডান। কাজি অনিক ও মোহাম্মদ আজিমের দারুন বোলিংয়ে ১৩৭-এ আটকে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। অনিকের শিকার ৪ উইকেট।
ছোট টার্গেটে ১০৮ রানে অল আউট মোহামেডান। দুই অঙ্কে পৌঁছেছেন তিন ব্যাটসম্যান। তিনটি করে উইকেট নেন নাঈম হাসান ও কামরুল আসলাম রাব্বি।
শুধু নেইমারই নন, প্রাথমিক দলে থাকা গোলকিপার এদেরসন ও রাইটব্যাক দানিলোকেও আগেই চোটের কাছে হারায় ব্রাজিল। তবু আজ ভিনিসিয়ুস, রাফিনিয়াদের ঔজ্জ্বল্যে কলম্বিয়াকে হারিয়ে ব্রাজিল স্বস্তির নিশ্বাস ফেলার কথা...
এর আগে ১৯৮৬ সালের ফেব্রুয়ারিতে শেষবার ইতালিকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছিল জার্মানি। আজ্জুরিদের ঘরের মাঠে পরের পাঁচ বারের দেখায় জয়হীনই থাকতে হয়েছে জার্মানিকে। অবশেষে ৩৯ বছর পর উয়েফা নেশনস লিগের...
ছয় মাস পর এবার ফিরলেও গতকাল প্রত্যাবর্তনের ম্যাচটা রাঙাতে পারেননি ২৬ বছর বয়সী এ ফরোয়ার্ড। এমবাপ্পের ছায়া হয়ে থাকার দিনে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ক্রোয়েশিয়ার কাছে ২-০ ব্যবধানে...
গতকাল বহুকাঙ্ক্ষিত গোলের পর রোনালদোর সামনেই তাঁর বিখ্যাত ‘সিউউউ’ উদযাপন করেন হয়লুন। অবশ্য এ নিয়ে ম্যাচ শেষে কথাও বলেছেন ডেনিস তারকা। হয়লুন জানিয়েছেন, পর্তুগিজ কিংবদন্তিকে উপহাস করার জন্য এমন উদযাপন...
‘সত্য ঘটনার অনুপ্রেরণা’–এই বাক্যটি দিয়ে অনেক সিনেমা‑নাটকই তৈরি হয়। আমাদের দেশে যেমন হয়, বিদেশেও হয় হরহামেশা। ওটিটি’র এই দুনিয়ায় এ ধরনের বিনোদনমূলক ভিডিও কনটেন্ট আরও বেশি তৈরি হচ্ছে। কিন্তু সম্প্রতি...
চার বলে চার উইকেট নিয়ে মাশরাফীর কীর্তি
চার বলে চার উইকেট। ওডিআইতে কেবল মালিঙ্গার আছে এই কীর্তি, লিস্ট-এ'তে ছিল পাঁচজনের। এলিট লিস্টে ঢুকে গেছেন মাশরাফী। টাইগার ক্রিকেটে প্রথম।
অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাশরাফীর এই অর্জন। আবাহনী তারকা শেষ ওভারে, একে একে ফিরিয়েছেন ধীমান ঘোষ, আব্দুর রাজ্জাক, সফিউল ইসলাম আর ফজলে রাব্বিকে। ৪৪ রান খরচায় ৬ উইকেট মাশরাফীর, চলতি মৌসুমে ৮ ম্যাচে শিকার ২৫ উইকেট।
এর আগে, নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে বোর্ডে ২৯০ তোলে আবাহনী। ১৩৩ রানে অপরাজিত থাকেন শান্ত, মোহাম্মদ মিঠুন করেছেন ৪৬ রান। জবাবে শাহরিয়ার নাফিসের সেঞ্চুরি আর রেজা আলি দারের ফিফটিতেও ম্যাচ জিততে পারেনি অগ্রনী ব্যাংক। এক কথায় মাশরাফীর কাছেই হেরেছে ওরা। শেষ পর্যন্ত অল আউট ২৭৯ রানে।
মিরপুরে লো স্কোরিং ম্যাচে লজ্জায় পড়েছে মোহামেডান। কাজি অনিক ও মোহাম্মদ আজিমের দারুন বোলিংয়ে ১৩৭-এ আটকে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। অনিকের শিকার ৪ উইকেট।
ছোট টার্গেটে ১০৮ রানে অল আউট মোহামেডান। দুই অঙ্কে পৌঁছেছেন তিন ব্যাটসম্যান। তিনটি করে উইকেট নেন নাঈম হাসান ও কামরুল আসলাম রাব্বি।
/আর-এম/