বঙ্গবন্ধু গোল্ডকাপে লাওসকে ১-০ গোলে হারাল বাংলাদেশ
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৮, ১১:২৬ পিএমআপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১২:০৬ এএম
বাংলাদেশের জয়
সুফিল-জীবনদের গোল মিসের দিনে বাংলাদেশকে স্বস্তি দিয়েছেন বিপলু আহমেদ। লোকাল বয়ের গোলে সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপের শুরুটা দারুন হয়েছে বেঙ্গল টাইগার্সের। লাওসকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে স্বাগতিকেরা। এক ঘন্টার মাথায় জয়সূচক গোলটি করেন বিপলু।
পঞ্চম বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের দায়িত্ব পায় কে' স্পোর্টস। জমকালো আয়োজনে করেছে থিম সং, লোগো উন্মোচন। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে ছিলো দায়সারাভাব। সাদামাটাভাবে উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সাফের হতাশা ঝেড়ে নতুন উদ্যমে বেঙ্গল টাইগার্স। কিন্তু পুরনো সমস্যা থেকে গেছে। একের পর এক আক্রমণ, নিখুঁত ফিনিশিংয়ের অভাবে নষ্ট হয়েছে।
ম্যাচের ১১ মিনিটে নাবীব নেওয়াজ জীবনের শট অল্পের জন্য গোলপোস্ট মিস করলে হতাশা বাড়ে। কখনো রবিউল জায়গা মতো বল ফেলতে পারেননি। আবার সুফিলের দুর্বল শট স্কোরলাইনে পরিবর্তন আনতে ব্যর্থ।
৩৬ মিনিটে আশরাফুল রানার দৃঢ়তায় অল্পের জন্য রক্ষা পায় বেঙ্গল টাইগাররা। গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ করে জামাল ভুইঁয়ারা।
নিজেদের দখলে বল রেখে দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক বাংলাদেশ। আরো একবার সুফিলের মিস।
ফিনিশিংয়ের দুর্বলতায় মিসের তালিকা দীর্ঘ হচ্ছিলো। তখনই জটলা থেকে গোলজট খুলেন বিপুল আহমেদ।
লাওসের বিপক্ষে অ্যাটাকিং ফুটবলের পরিকল্পনা ছিলো জেমি ডের। খেলোয়াড় অদলবদল করেও স্কোরিং দুর্বলতায় ১-০ গোলে সন্তুষ্ট থাকতে হয়েছে কোচকে।
বিপিএল ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংস ও দলের সঞ্চালক ইয়াশা সাগরের মধ্যকার দ্বন্দ্ব থামার কোনো লক্ষণ নেই। একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এখন আইনি নোটিশ পর্যন্ত গড়িয়েছে। কানাডিয়ান মডেল নিজের...
বিভিন্ন ক্লাব ও জাতীয় দলের হয়ে যোগ করা সময়ে ১০ গোল করে দলকে জিতিয়েছেন রোনালদো। এর মধ্যে পেনাল্টি ছাড়া গোল ছয়টি। ওদিকে মেসিও দুই দশকে যোগ করা সময়ে দলকে জেতানো গোল করেছেন আটটি। তবে তাঁরও নন-পেনাল্টি...
চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য শান্তদের
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়ার আগে আজ মিরপুরে অফিসিয়াল ফটোসেশন ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। মিরপুরে আইসিসির এই টুর্নামেন্টের আগে নিজেদের লক্ষ্য ও প্রস্তুতি নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সিটিকে শেষ পর্যন্ত রেয়াল মাদ্রিদ তো ৩-২ গোলে হারিয়ে দিয়েছে। এরপর থেকে সিটি আর মাদ্রিদের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত হওয়ার সম্ভাবনা নিয়ে যত আলোচনা কিংবা গতকালের ম্যাচ নিয়ে যত বিশ্লেষণ হয়েছে, তার চেয়ে...
ফিলিস্তিনের গাজায় ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনের পর গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির পরও ভূখণ্ডটিতে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। তুর্কি বার্তা সংস্থা...
দাবি মানার আশ্বাসে সচিবালয়ের সামনের সড়ক ছেড়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বিকেলে সচিবালয়ে ৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক শেষে এ কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের...
২০২৪ সালে বিশ্বের রেকর্ডসংখ্যক সাংবাদিক হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। বুধবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপে লাওসকে ১-০ গোলে হারাল বাংলাদেশ
পঞ্চম বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের দায়িত্ব পায় কে' স্পোর্টস। জমকালো আয়োজনে করেছে থিম সং, লোগো উন্মোচন। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে ছিলো দায়সারাভাব। সাদামাটাভাবে উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সাফের হতাশা ঝেড়ে নতুন উদ্যমে বেঙ্গল টাইগার্স। কিন্তু পুরনো সমস্যা থেকে গেছে। একের পর এক আক্রমণ, নিখুঁত ফিনিশিংয়ের অভাবে নষ্ট হয়েছে।
ম্যাচের ১১ মিনিটে নাবীব নেওয়াজ জীবনের শট অল্পের জন্য গোলপোস্ট মিস করলে হতাশা বাড়ে। কখনো রবিউল জায়গা মতো বল ফেলতে পারেননি। আবার সুফিলের দুর্বল শট স্কোরলাইনে পরিবর্তন আনতে ব্যর্থ।
৩৬ মিনিটে আশরাফুল রানার দৃঢ়তায় অল্পের জন্য রক্ষা পায় বেঙ্গল টাইগাররা। গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ করে জামাল ভুইঁয়ারা।
নিজেদের দখলে বল রেখে দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক বাংলাদেশ। আরো একবার সুফিলের মিস।
ফিনিশিংয়ের দুর্বলতায় মিসের তালিকা দীর্ঘ হচ্ছিলো। তখনই জটলা থেকে গোলজট খুলেন বিপুল আহমেদ।
লাওসের বিপক্ষে অ্যাটাকিং ফুটবলের পরিকল্পনা ছিলো জেমি ডের। খেলোয়াড় অদলবদল করেও স্কোরিং দুর্বলতায় ১-০ গোলে সন্তুষ্ট থাকতে হয়েছে কোচকে।
/এ এইচ/