প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৮, ০৯:৪৯ পিএমআপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১১:২৩ পিএম
সাকিব-তামিম
বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে শুক্রবার অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব। আঙুলে অস্ত্রোপচার লাগবে কিনা এখনও নিশ্চিত নয় বিসিবি। গ্রেগ হোয়েরের পরামর্শে সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে রিহ্যাব শুরু করেছেন তামিম। ইংলিশ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত জিম করছেন। আগামি তিন সপ্তাহ তাকে পর্যবেক্ষণে রাখবে ফিজিও-চিকিৎসকেরা। এরপর আরও একবার তামিমের হাতের স্ক্যান করা হবে।
তিনি ফাইটার শেষ পর্যন্ত লড়াই করেন হাল ছাড়েন না কিছুতেই এসবের প্রমাণ এশিয়া কাপে ভাঙা হাতে ব্যাট করে দিয়েছেন। এবার বিসিবি একাডেমিতেও দেখা মিললো তার লড়াকু মানসিকতা। বসে থাকলে ফিটনেস হারাতে পারেন তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে শুরু করেছেন জিম।
এক হাত ঝুলিয়ে আপাতত হালকা ব্যায়াম করছেন। আরও তিন সপ্তাহ চলছে পুনর্বাসন। তিন সপ্তাহ পর ব্যাট ধরতে পারবেন।
সাকিবকে নিয়ে অবশ্য দুশ্চিন্তা কাটছে না। আঙুলের ইনফেকশনের চিকিৎসা চলছে আপাতত। চিড় ধরা আঙুলে অস্ত্রোপচার লাগবে কি না এখনও দ্বিধায় বিসিবি। দ্রুতই অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হবে। তার পরামর্শ মেনেই সিদ্ধান্ত নেবে বোর্ড।
তামিম-সাকিব ছাড়াও মাশরাফী-মুশফিকের ইনজুরি নিয়েও ভাবতে হচ্ছে বোর্ডকে। পাঁজরের ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরতে আরও সপ্তাহ দুয়েক সময় লাগবে মুশফিকের। মাশরাফীরও লাগবে একই সময়।
মিচেল মার্শ, প্যাট কামিন্স, জস হ্যাজলউড ও মার্কাস স্টয়নিস- ছিটকে যাওয়া খেলোয়াড়ের সংখ্যা আগেই ছিল ৪। এবার সে সংখ্যাটা বাড়িয়ে ৫-এ নিয়ে গেছেন মিচেল স্টার্ক। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে ব্যক্তিগত...
তবে প্লে-অফের প্রথম লেগেরে স্কোরলাইন ম্যাচের পুরো গল্পটা ঠিকঠাক তুলে ধরতে পারছে না। বল দখলে কিঞ্চিৎ এগিয়ে ছিল সিটি। তবে ম্যাচে ছড়ি ঘুরিয়েছে মূলত রেয়াল মাদ্রিদই। ম্যাচে ২০টি শট নিয়েছিলেন...
কদিন আগেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান হাসান তিলকারত্নে। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়, স্থানীয় কাউকেই নিগার সুলতানা জ্যোতিদের কোচ করতে যাচ্ছে বিসিবি।
চ্যাম্পিয়নস ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ভারত। ইতিমধ্যে দুটি ওয়ানডে খেলেছেন রোহিত শর্মারা। যার দুটিতেই একতরফাভাবে জিতেছে ভারত। তবে ভারতীয় বোলারদের তোপে দুই ম্যাচে...
অন্তর্বর্তী সরকার আইনি দলিল দিয়ে সমর্থিত ও বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা গঠিত বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ...
সিএনজিচালিত অটোরিকশা চালকেরা মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে মামলা করার অনুরোধ করে এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। গত ১০...
অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব, পুনর্বাসন শুরু তামিমের
তিনি ফাইটার শেষ পর্যন্ত লড়াই করেন হাল ছাড়েন না কিছুতেই এসবের প্রমাণ এশিয়া কাপে ভাঙা হাতে ব্যাট করে দিয়েছেন। এবার বিসিবি একাডেমিতেও দেখা মিললো তার লড়াকু মানসিকতা। বসে থাকলে ফিটনেস হারাতে পারেন তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে শুরু করেছেন জিম।
এক হাত ঝুলিয়ে আপাতত হালকা ব্যায়াম করছেন। আরও তিন সপ্তাহ চলছে পুনর্বাসন। তিন সপ্তাহ পর ব্যাট ধরতে পারবেন।
সাকিবকে নিয়ে অবশ্য দুশ্চিন্তা কাটছে না। আঙুলের ইনফেকশনের চিকিৎসা চলছে আপাতত। চিড় ধরা আঙুলে অস্ত্রোপচার লাগবে কি না এখনও দ্বিধায় বিসিবি। দ্রুতই অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হবে। তার পরামর্শ মেনেই সিদ্ধান্ত নেবে বোর্ড।
তামিম-সাকিব ছাড়াও মাশরাফী-মুশফিকের ইনজুরি নিয়েও ভাবতে হচ্ছে বোর্ডকে। পাঁজরের ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরতে আরও সপ্তাহ দুয়েক সময় লাগবে মুশফিকের। মাশরাফীরও লাগবে একই সময়।
/এমবি/