রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মার্কিন শিক্ষিকার
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৮, ০৬:৫৬ পিএমআপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ০৬:৫৯ পিএম
ক্রিস্টিয়ানো রোনালদো
সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। মাঠের দুর্বল পারফরম্যান্স, মাঠের বাইরেও পুরোনো বিতর্কে নতুন কোরে সমালোচিত হয়েছেন সিআর সেভেন। চ্যাম্পিয়নস লিগে লাল কার্ড পাওয়ার হতাশা ভোলার আগেই তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের নেভাদার এক শিক্ষিকা। রোনালদোকে নিয়ে বিতর্কে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার নতুন দল ইয়ুভেন্তাস, কমেছে ক্লাবটির শেয়ারের দাম।
রিয়াল মাদ্রিদের সাথে এক দশকের সম্পর্ক ছিন্ন করে, কিছুদিন আগেই ইতালিতে পাড়ি জমিয়েছেন রোনালদো। নতুন ক্লাবে নতুনভাবে শুরুর আগেই অবশ্য নানা ঝামেলায় জড়িয়ে গেছেন এই ৫ বারের ব্যালন ডি'অর জয়ী। ইয়ুভেন্তাসের হয়ে খেলা চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই বিতর্কিত লাল কার্ডের শিকার হওয়ার পর তার বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ।
ক্যাথরিন মায়োরগা নামে যুক্তরাষ্ট্রের নেভাদার এক শিক্ষিকা এই অভিযোগ তুলে বলছেন, ২০০৯ সালে লাস ভেগাসের একটি নাইট ক্লাবে রোনালদোর সাথে তার পরিচয় হয়। এর অল্প কিছুদিন পর সেখানকার একটি রিসোর্টে তাকে নির্যাতন করেন রোনালদো। অবশ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন রোনালদো।
দলের সেরা তারকাকে নিয়ে বিতর্কের ছাপ পড়েছে শেয়ার বাজারে ইয়ুভেন্তাসের অবস্থানেও। এরই মধ্যে শেয়ারের দাম কমেছে প্রায় ১০ শতাংশ। তবে, দু:সময়ে রোনালদোর পাশেই দাঁড়াচ্ছে ইয়ুভেন্তাস। রোনালদোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ নিয়ে তারা চিন্তিত নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রকাশ করা জার্মান ম্যাগাজিন স্পিগলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন সিআর-সেভেনের আইনজীবী।
বুমরা সর্বশেষ চোট পেয়েছিলেন বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের পঞ্চম ও শেষ সিডনি টেস্টে। এরপর থেকেই মাঠের বাইরে ৩১ বছর বয়সী ডানহাতি পেসার। খেলতে পারেননি সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে। আসন্ন আইপিএলেও...
পিসিবির এক মুখপাত্রের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ঘরোয়া ক্রিকেট খেলোয়াড়দের ম্যাচ ফি কমানোর বিষয়টি মহসিন নাকভির নজরে এসেছে। এরপর ঘরোয়া ক্রিকেটের পরিচালক আবদুল্লাহ খুররম নিয়াজিকে ম্যাচ ফি...
আইপিএলে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ডিরেক্টর অব ক্রিকেট মো বোবাত ও ইংল্যান্ডের মেয়েদের দলের সাবেক ক্রিকেটার ইশা গুহর সঙ্গে আলাপে দীনেশ কার্তিক বলেন, ‘ভারত চাইলে একই দিনে টেস্ট,...
বাড়ছে ভোক্তা অধিকারে অভিযোগের পরিমাণ। প্রতিদিন গড়ে জমা হচ্ছে দেড়শ অভিযোগ। তবে আইন সংস্কার না হলে ই-কমার্স, ব্যাংক, টেলিকম ও স্বাস্থ্যখাতে ব্যবস্থা নিতে পারছে না সংস্থাটি। এতে প্রতিকার পাচ্ছেন না...
বিশ্বের ৪৩টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মৃত্যুতে আগামীকাল রোববার বিশ্ববিদ্যালয়ে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেওয়াজ অনুযায়ী তাঁর প্রতি...
বগুড়ার কাহালুতে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুর ইসলাম নামে এক দিনমজুরের বিরুদ্ধে মামলা হয়েছে। কাহালু উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মার্কিন শিক্ষিকার
রিয়াল মাদ্রিদের সাথে এক দশকের সম্পর্ক ছিন্ন করে, কিছুদিন আগেই ইতালিতে পাড়ি জমিয়েছেন রোনালদো। নতুন ক্লাবে নতুনভাবে শুরুর আগেই অবশ্য নানা ঝামেলায় জড়িয়ে গেছেন এই ৫ বারের ব্যালন ডি'অর জয়ী। ইয়ুভেন্তাসের হয়ে খেলা চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই বিতর্কিত লাল কার্ডের শিকার হওয়ার পর তার বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ।
ক্যাথরিন মায়োরগা নামে যুক্তরাষ্ট্রের নেভাদার এক শিক্ষিকা এই অভিযোগ তুলে বলছেন, ২০০৯ সালে লাস ভেগাসের একটি নাইট ক্লাবে রোনালদোর সাথে তার পরিচয় হয়। এর অল্প কিছুদিন পর সেখানকার একটি রিসোর্টে তাকে নির্যাতন করেন রোনালদো। অবশ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন রোনালদো।
দলের সেরা তারকাকে নিয়ে বিতর্কের ছাপ পড়েছে শেয়ার বাজারে ইয়ুভেন্তাসের অবস্থানেও। এরই মধ্যে শেয়ারের দাম কমেছে প্রায় ১০ শতাংশ। তবে, দু:সময়ে রোনালদোর পাশেই দাঁড়াচ্ছে ইয়ুভেন্তাস। রোনালদোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ নিয়ে তারা চিন্তিত নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রকাশ করা জার্মান ম্যাগাজিন স্পিগলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন সিআর-সেভেনের আইনজীবী।
/এমআর/