প্রকাশ : ২০ অক্টোবর ২০১৮, ০৭:৫৪ এএমআপডেট : ২০ অক্টোবর ২০১৮, ০৮:২৩ এএম
বাংলাদেশ-শ্রীলঙ্কা
লঙ্কান ভার্সনের শুরুটা দুর্দান্ত করেছে টাইগার যুবারা। বিদেশ সফরে ক্যারিয়ারের প্রথম চার দিনের ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। জয় এসেছে ১৩ রানের।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৩০৯ ও শ্রীলঙ্কা করে ২৮৮ রান। দ্বিতীয় ইনিংসে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি যুবারা। মাত্র ১২৫ রানে অল-আউট হয় বাংলাদেশ। ১৩৭ রানের জয়ের লক্ষ্যে লংকানরা শহিন-রাকিবুলের বোলিং তোপে পরে।
তাতে ১২৩ রানে শেষ তাদের ইনিংস। টাইগার যুবাদের জয় ১৩ রানের। তিনটি করে উইকেট নিয়েছেন শাহিন ও রাকিবুল।
মিচেল মার্শ, প্যাট কামিন্স, জস হ্যাজলউড ও মার্কাস স্টয়নিস- ছিটকে যাওয়া খেলোয়াড়ের সংখ্যা আগেই ছিল ৪। এবার সে সংখ্যাটা বাড়িয়ে ৫-এ নিয়ে গেছেন মিচেল স্টার্ক। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে ব্যক্তিগত...
তবে প্লে-অফের প্রথম লেগেরে স্কোরলাইন ম্যাচের পুরো গল্পটা ঠিকঠাক তুলে ধরতে পারছে না। বল দখলে কিঞ্চিৎ এগিয়ে ছিল সিটি। তবে ম্যাচে ছড়ি ঘুরিয়েছে মূলত রেয়াল মাদ্রিদই। ম্যাচে ২০টি শট নিয়েছিলেন...
কদিন আগেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান হাসান তিলকারত্নে। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়, স্থানীয় কাউকেই নিগার সুলতানা জ্যোতিদের কোচ করতে যাচ্ছে বিসিবি।
চ্যাম্পিয়নস ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ভারত। ইতিমধ্যে দুটি ওয়ানডে খেলেছেন রোহিত শর্মারা। যার দুটিতেই একতরফাভাবে জিতেছে ভারত। তবে ভারতীয় বোলারদের তোপে দুই ম্যাচে...
তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বৃহস্পতিবার দিবাগত...
স্থানীয় প্রশাসন জানিয়েছে, চলতি বছরের জানুয়ারির শেষ দিকে বোমাগুলোর অস্তিত্ব সম্পর্কে প্রথম তথ্য পায় উলার প্যারিশ কাউন্সিল। এরপর ফেব্রুয়ারির শুরুতে আনুষ্ঠানিকভাবে খননকাজ শুরু হয়। মাটির নিচে এখনো অনেক...
চার দিনের প্রথম ম্যাচে যুবাদের ১৩ রানের জয়
প্রথম ইনিংসে বাংলাদেশ ৩০৯ ও শ্রীলঙ্কা করে ২৮৮ রান। দ্বিতীয় ইনিংসে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি যুবারা। মাত্র ১২৫ রানে অল-আউট হয় বাংলাদেশ। ১৩৭ রানের জয়ের লক্ষ্যে লংকানরা শহিন-রাকিবুলের বোলিং তোপে পরে।
তাতে ১২৩ রানে শেষ তাদের ইনিংস। টাইগার যুবাদের জয় ১৩ রানের। তিনটি করে উইকেট নিয়েছেন শাহিন ও রাকিবুল।
/এম-আই/