প্রকাশ : ২০ অক্টোবর ২০১৮, ০৬:৩১ পিএমআপডেট : ২০ অক্টোবর ২০১৮, ০৬:৩১ পিএম
বাংলাদেশ-জিম্বাবুয়ে
জয়টা স্বাভাবিক, তবে হারা চলবে না এমন মানসিকতায় কাল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ। সাম্প্রতিক পারফর্মেন্স আর শক্তিমত্তায় জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে টাইগাররা। তবে, সাকিব-তামিম না থাকায়, বাড়তি দায়িত্ব থাকবে তরুনদের। অন্যদিকে, বাংলাদেশকে সমীহ করলেও নিজেদের ফেভারিট বলছে জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর আড়াইটায়।
নেটে ব্যাট করছেন নতুন মুখ ফজলে রাব্বি, কড়া চোখে নজর রাখছেন ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি আর কোচ স্টিভ রোডস। টাইগারদের অনুশীলন তখন প্রায় শেষ, তবুও রাব্বির যেনো শেষ নেই। রোববার, তার নতুন শুরুর ইঙ্গিত হয়তো দিয়ে রেখেছে ম্যানেজম্যান্ট।
প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও, বাংলাদেশের জন্য এই সিরিজের গুরুত্ব অন্যরকম। ২০১৯ বিশ্বকাপের প্রস্ততি কিংবা র্যাংকিং, সব বিচারে জিম্বাবুয়ে সিরিজে হারতে চাইবে না টাইগাররা। আর সাকিব-তামিমের অবর্তমানে তরুনদের বাজিয়ে দেখার সুযোগ খুঁজছেন ক্যাপ্টেন মাশরাফী।
সাম্প্রতিক পারফর্মেন্স আর শক্তির বিচারে জিম্বাবুয়ে ঢের পিছিয়ে। তবুও পঁচা শামুকে পাঁ কাটার রেকর্ডও রয়েছে বাংলাদেশের। সিরিজ শুরুর আগে সর্তক ম্যাশ।
বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি ওডিআই খেলার রেকর্ড জিম্বাবুয়ের। কন্ডিশন, ক্রিকেটার সবই পরিচিত। সেই আত্মবিশ্বাসেই, সিরিজে নিজেদের ফেবারিট দাবি করেছেন মাসাকাদজা।
জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা বলেন, কোনো সন্দেহ নেই, বাংলাদেশ এখন অনেক ভালো ক্রিকেট খেলছে। তাদের সাথে শেষ কয়েকটি সিরিজ হেরেছি। তবে, ক্রিকেটে অনেক কিছুই হয়। আমারতো মনে হয়, সিরিজে আমরাই ফেবারিট।
এখন পর্যন্ত দুদল মুখোমুখি হয়েছে ৬৯ বার। যেখানে টাইগারদের জয় ৪১। ২০১৩ এর পর জিম্বাবুয়ের বিপক্ষে দশ ম্যাচের সবকটিতে জিতেছে টাইগাররা।
স্কোরলাইনই বোঝাচ্ছে, ব্রাজিলের ওপর কতটা দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। ঘরের মাঠ ভর্তি দর্শকদের সামনে ব্রাজিলকে স্রেফ নাচিয়ে ছেড়েছে স্কালোনির দল। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে ৪ গোল...
চোটে পড়া আলিসন আর গেরসনের পরিবর্তে একাদশে থাকবেন বেন্তো ও আন্দ্রে। মাগালিয়াইস ও গিমারায়িসের পরিবর্তে আর্জেন্টিনার বিপক্ষে শুরু থেকে দেখা যাবে মুরিলো ও জোয়েলিন্তনকে। এছাড়া কৌশলগত কারণে জায়গা হারাবেন...
প্রথমার্ধে একের পর এক সুযোগ পেয়েও গোল পায়নি বাংলাদেশ। ভারীয় গোলকিপার ভিশাল কাইথের নার্ভাসনেসের কারণে বারবার দারুণ সব জায়গায় বল পাচ্ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে পালটা উপহার দিতে চাইলেন বাংলাদেশের...
ইংরেজিতে বলে উইচ, বাংলায় ডাইনি। আরও নানা ভাষাতেও নিশ্চিতভাবেই এই শব্দটির উপযুক্ত পারিভাষিক শব্দ আছে। থাকতেই হবে। কারণ সব ভাষাতেই এই শব্দটিকে ভয়ঙ্কর রূপ দেওয়ার বা ভীতি উৎপাদনকারী বানানোর উদ্দেশ্য...
ঢাকা-ভৈরব রেলপথে ‘নরসিংদী কমিউটার’ নামের নতুন ট্রেন চালু হয়েছে। আজ বুধবার সকালে কমলাপুরে এ ট্রেন দুইটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মির্জা ফখরুল বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। এটার কোনো রোডম্যাপ ঘোষণা হয়নি। বিএনপি বারবার বলেছে, নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য। না হলে দেশের সংকট...
কাল টাইগারদের বিপক্ষে মাঠে নামছে জিম্বাবুয়ে
নেটে ব্যাট করছেন নতুন মুখ ফজলে রাব্বি, কড়া চোখে নজর রাখছেন ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি আর কোচ স্টিভ রোডস। টাইগারদের অনুশীলন তখন প্রায় শেষ, তবুও রাব্বির যেনো শেষ নেই। রোববার, তার নতুন শুরুর ইঙ্গিত হয়তো দিয়ে রেখেছে ম্যানেজম্যান্ট।
প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও, বাংলাদেশের জন্য এই সিরিজের গুরুত্ব অন্যরকম। ২০১৯ বিশ্বকাপের প্রস্ততি কিংবা র্যাংকিং, সব বিচারে জিম্বাবুয়ে সিরিজে হারতে চাইবে না টাইগাররা। আর সাকিব-তামিমের অবর্তমানে তরুনদের বাজিয়ে দেখার সুযোগ খুঁজছেন ক্যাপ্টেন মাশরাফী।
সাম্প্রতিক পারফর্মেন্স আর শক্তির বিচারে জিম্বাবুয়ে ঢের পিছিয়ে। তবুও পঁচা শামুকে পাঁ কাটার রেকর্ডও রয়েছে বাংলাদেশের। সিরিজ শুরুর আগে সর্তক ম্যাশ।
বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি ওডিআই খেলার রেকর্ড জিম্বাবুয়ের। কন্ডিশন, ক্রিকেটার সবই পরিচিত। সেই আত্মবিশ্বাসেই, সিরিজে নিজেদের ফেবারিট দাবি করেছেন মাসাকাদজা।
জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা বলেন, কোনো সন্দেহ নেই, বাংলাদেশ এখন অনেক ভালো ক্রিকেট খেলছে। তাদের সাথে শেষ কয়েকটি সিরিজ হেরেছি। তবে, ক্রিকেটে অনেক কিছুই হয়। আমারতো মনে হয়, সিরিজে আমরাই ফেবারিট।
এখন পর্যন্ত দুদল মুখোমুখি হয়েছে ৬৯ বার। যেখানে টাইগারদের জয় ৪১। ২০১৩ এর পর জিম্বাবুয়ের বিপক্ষে দশ ম্যাচের সবকটিতে জিতেছে টাইগাররা।
/এন-এইচ/