ইংল্যান্ডের কন্ডিশনে সাফল্যের ব্যাপারে আশাবাদী সাকিব
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৮, ১১:৪১ পিএমআপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১১:৪৩ পিএম
সাকিব আল হাসান
২০১৯ বিশ্বকাপ ট্রফিতে চোখ টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। ইংল্যান্ডের কন্ডিশনে সাফল্যের ব্যাপারে আশাবাদী তিনি। জিম্বাবুয়ে সিরিজে সিনিয়রদের অনুপস্থিতিতে বাকিরা সঠিকভাবে দায়িত্ব পালন করায় খুশি সাকিব। বলছেন, ঠিক পথেই আছে দল, প্রয়োজন খুটিঁনাটিঁ বিষয়ে উন্নতি।
অভিজ্ঞতার হিসেবে ২০১৯ বিশ্বকাপে টাইগাররা বেশ এগিয়ে। মাশরাফী-সাকিব-তামিম-মুশফিক-রিয়াদদের এটি চতুর্থ আসর। বড় মঞ্চের চাপ সম্পর্কে অভিজ্ঞতা আছে, পছন্দের ফরম্যাট ওডিআই বিশ্বকাপে কেমন করবে টাইগাররা? ভক্তদের বিশ্বাস শিরোপা জয়ের সামর্থ্য আছে মাশরাফীর দলের। বিশ্বাস ছড়িয়েছে টাইগারদের মাঝেও।
এখনও কোন মেজর ট্রফিরই স্বাদ পায়নি দলটি। এশিয়া কাপসহ বেশ কয়েকটি টুর্নামেন্টের ফাইনাল খেললেও অধরা রয়ে গেছে শিরোপা। কিন্তু বিশ্বকাপে নিজেদের নিয়ে আশাবাদী সাকিব। বলছেন সামর্থ্যের শতভাগ দিতে পারলে অসম্ভব নয় কোনও কিছুই।
দুশ্চিন্তা থাকছে কন্ডিশন নিয়ে। ইংল্যান্ডের আবহাওয়ায় অভ্যস্ত নয় দলটি। তবে, সাকিব বিশ্বাস করেন, সঠিক পথেই আছে দল। মনোযোগ দিতে হবে খুঁটিনাটি বিষয়ে। জিম্বাবুয়ে সিরিজের মত, বাকি সিরিজগুলোতে সাফল্যে ধরে রাখতে পারলে আত্মবিশ্বাস আরও বাড়বে।
উইন্ডিজ সিরিজে সাকিব-তামিমকে পেতে আশাবাদি ম্যানেজম্যান্ট। আরম-আমিরাতে খেলার অনাপত্তিপত্রও পেয়েছেন সাকিব। তবে, খেলা-না খেলা পুরোটাই সাকিবের কাধেঁই চাপিয়েছে বিসিবি।
বিপিএল ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংস ও দলের সঞ্চালক ইয়াশা সাগরের মধ্যকার দ্বন্দ্ব থামার কোনো লক্ষণ নেই। একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এখন আইনি নোটিশ পর্যন্ত গড়িয়েছে। কানাডিয়ান মডেল নিজের...
বিভিন্ন ক্লাব ও জাতীয় দলের হয়ে যোগ করা সময়ে ১০ গোল করে দলকে জিতিয়েছেন রোনালদো। এর মধ্যে পেনাল্টি ছাড়া গোল ছয়টি। ওদিকে মেসিও দুই দশকে যোগ করা সময়ে দলকে জেতানো গোল করেছেন আটটি। তবে তাঁরও নন-পেনাল্টি...
চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য শান্তদের
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়ার আগে আজ মিরপুরে অফিসিয়াল ফটোসেশন ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। মিরপুরে আইসিসির এই টুর্নামেন্টের আগে নিজেদের লক্ষ্য ও প্রস্তুতি নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সিটিকে শেষ পর্যন্ত রেয়াল মাদ্রিদ তো ৩-২ গোলে হারিয়ে দিয়েছে। এরপর থেকে সিটি আর মাদ্রিদের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত হওয়ার সম্ভাবনা নিয়ে যত আলোচনা কিংবা গতকালের ম্যাচ নিয়ে যত বিশ্লেষণ হয়েছে, তার চেয়ে...
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। বুধবার স্থানীয় সরকার...
ইংল্যান্ডের কন্ডিশনে সাফল্যের ব্যাপারে আশাবাদী সাকিব
অভিজ্ঞতার হিসেবে ২০১৯ বিশ্বকাপে টাইগাররা বেশ এগিয়ে। মাশরাফী-সাকিব-তামিম-মুশফিক-রিয়াদদের এটি চতুর্থ আসর। বড় মঞ্চের চাপ সম্পর্কে অভিজ্ঞতা আছে, পছন্দের ফরম্যাট ওডিআই বিশ্বকাপে কেমন করবে টাইগাররা? ভক্তদের বিশ্বাস শিরোপা জয়ের সামর্থ্য আছে মাশরাফীর দলের। বিশ্বাস ছড়িয়েছে টাইগারদের মাঝেও।
এখনও কোন মেজর ট্রফিরই স্বাদ পায়নি দলটি। এশিয়া কাপসহ বেশ কয়েকটি টুর্নামেন্টের ফাইনাল খেললেও অধরা রয়ে গেছে শিরোপা। কিন্তু বিশ্বকাপে নিজেদের নিয়ে আশাবাদী সাকিব। বলছেন সামর্থ্যের শতভাগ দিতে পারলে অসম্ভব নয় কোনও কিছুই।
দুশ্চিন্তা থাকছে কন্ডিশন নিয়ে। ইংল্যান্ডের আবহাওয়ায় অভ্যস্ত নয় দলটি। তবে, সাকিব বিশ্বাস করেন, সঠিক পথেই আছে দল। মনোযোগ দিতে হবে খুঁটিনাটি বিষয়ে। জিম্বাবুয়ে সিরিজের মত, বাকি সিরিজগুলোতে সাফল্যে ধরে রাখতে পারলে আত্মবিশ্বাস আরও বাড়বে।
উইন্ডিজ সিরিজে সাকিব-তামিমকে পেতে আশাবাদি ম্যানেজম্যান্ট। আরম-আমিরাতে খেলার অনাপত্তিপত্রও পেয়েছেন সাকিব। তবে, খেলা-না খেলা পুরোটাই সাকিবের কাধেঁই চাপিয়েছে বিসিবি।
সাকিব-তামিমের অনুপস্থিতি টেরে পেতে দেয়ানি বাকিরা। সৌম্য-লিটনদের দৃড়তায় মুগ্ধ বিশ্বসেরা অলরাউন্ডার। ইয়াং স্টারদের এমন পারফরমেন্স অব্যহত থাকলে বিশ্বকাপে কাজটা সহজ হবে, বলছেন সাকিব আল হাসান।
/এমবি/