প্রকাশ : ০১ নভেম্বর ২০১৮, ১০:২৭ পিএমআপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১০:৩০ পিএম
ক্রিকেট দলের কোচ স্টিভ রোডস
অভিজ্ঞতার হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের এগিয়ে রাখছেন টাইগার হেড কোচ স্টিভ রোডস। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে দুশ্চিন্তা আছে, তবে অনুশীলনে তরুণদের ভালোভাবেই ঝালিয়ে নিচ্ছে কোচিং স্টাফ। সিলেটে টার্নিং উইকেটের প্রত্যাশা রোডসের।
বাংলাদেশের সবশেষ টেস্ট সিরিজের কথা মনে আছে? এন্টিগাতে ৪৩ রানের লজ্জায় পড়তে হয়েছিলো। যদিও ফরম্যাটের বদলের সঙ্গে বদলে গিয়েছিলো পারফরমেন্স। ওয়েস্ট ইন্ডিজ, এশিয়া কাপের পর জিম্বাবুয়ের বিপক্ষেও সাফল্য এসেছে। তবুও আবার যখন সাদা পোশাক গায়ে লাগাবে মুশফিক-রিয়াদরা ওই স্মৃতি তো মনে পড়বেই।
ঘরের মাটিতে অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষ হলেও তাই রিল্যাক্সের সুযোগ নেই। ওডিআইয়ের মতো টেস্টেও ডোমিনেট করে সিরিজ জিততে চান কোচ, পরিকল্পনা সাজাচ্ছেন সেই মতো।
বাংলাদেশের কোচ স্টিভ রোডস বলেন, মিডিয়া, সমর্থক সবাই ভেবে রেখেছে ম্যাচটা আমরাই জিতবো। র্যাংকিং হিসেব করলে ওটাই হওয়া উচিৎ। তবে যতোটা সহজ মনে হচ্ছে কাজট কিন্তু ততোটাই চ্যালেঞ্জিং। আমাদের ধারবাহিকতা ধরে রাখতে হবে, সপ্তাহ খানেক ধরে পরিশ্রম করেছি। এবার এগুলো মাঠে কাজে লাগাতে হবে।
ব্যাটিং ডিপার্টমেন্ট ভরসা যুগাচ্ছে, দুশ্চিন্তা বোলিং নিয়ে। সাকিববিহীন স্পিন ডিপার্টেমেন্টের দায়িত্ব তাইজুল-মেহেদিদের ঘাড়ে। ফিজ-রাহী-খালেদদের অভিজ্ঞতা খুব বেশি নয়। তবুও কোচের বিশ্বাস তারুণ্য নির্ভর বোলিং ডিপার্টমেন্টে মন্দ করবে না সিলেটের উইকেটে।
স্টিভ রোডস বলেন, জানি না উইকেট কেমন হবে, তবে আশা করছি ভালো একটা উইকেট পাবো আমরা এখানে। টার্ন থাকবে, পেইসাররাও সহায়তা পাবে। আমাদের মুমিনুল, রিয়াদদের মতো ক্রিকেটার আছে। অভিজ্ঞতার হিসেবে আমরা অনেক এগিয়ে। আশা করি মিরাজ-মুস্তাফিজরা প্রত্যাশা পূরণ করতে পারবে।
তিনদিনের প্রস্তুতি ম্যাচ শেষে সিলেট পৌঁছে গেছে জিম্বাবুয়ে। এরমধ্যেই মাঠে পৌঁছে গেছে বেল, এই বেল বাজিয়ে লর্ডসের মতো সিলেটেও শুরু হবে টেস্ট ম্যাচ।
২০১৭ সালে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে। এরপর ৮ বছর কেটে গেলেও থ্রি লায়ন্স জার্সিতে খেলেননি। তবে এবার ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের দলে ডাক পেয়েছেন লিয়াম ডসন। লর্ডস টেস্টের...
এ টেস্টের চার ইনিংসে দুদলের ৪০ উইকেটের মধ্যে বোল্ড আউট ছিল ১৫টি। চলতি শতাব্দীতে যা এক টেস্টে সর্বোচ্চ বোল্ড আউটের ঘটনা। আগের রেকর্ডটি ছিল ১৩টি বোল্ডের, যা এ শতাব্দীতে এর আগে ৪ বার দেখা গেছে।
মিচেল স্টার্কের রেকর্ডগড়া বোলিং, স্কট বোল্যান্ডের হ্যাটট্রিকে দুঃস্বপ্ন দেখা উইন্ডিজের রান টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। শুধু তা-ই নয়, এ টেস্টেই দেখা মিলেছে আরও অনেকগুলো রেকর্ডের। এক...
গতকাল সোমবার দুপুরে জলন্ধর-পাঠানকোট মহাসড়কে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ফৌজা সিং। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফৌজা। মৃত্যুর...
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড...
ফেনীর ফুলগাজীর আমজাদহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামি পালিয়েছে। পলাতক আসামি কবির আহম্মদ চৌধুরী প্রকাশ একটি নারী নির্যাতন মামলার আসামি। তিনি আমজাদহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির...
স্পেনের দক্ষিণ-পূর্বের শহর মার্সিয়ার টোরে পাচেকোতে অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী গোষ্ঠী এবং উত্তর আফ্রিকান অভিবাসীদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এছাড়া সংঘর্ষ...
উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা (ইসি) কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট...
অভিজ্ঞতার বিচারে নিজেদের এগিয়ে রাখছেন রোডস
বাংলাদেশের সবশেষ টেস্ট সিরিজের কথা মনে আছে? এন্টিগাতে ৪৩ রানের লজ্জায় পড়তে হয়েছিলো। যদিও ফরম্যাটের বদলের সঙ্গে বদলে গিয়েছিলো পারফরমেন্স। ওয়েস্ট ইন্ডিজ, এশিয়া কাপের পর জিম্বাবুয়ের বিপক্ষেও সাফল্য এসেছে। তবুও আবার যখন সাদা পোশাক গায়ে লাগাবে মুশফিক-রিয়াদরা ওই স্মৃতি তো মনে পড়বেই।
ঘরের মাটিতে অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষ হলেও তাই রিল্যাক্সের সুযোগ নেই। ওডিআইয়ের মতো টেস্টেও ডোমিনেট করে সিরিজ জিততে চান কোচ, পরিকল্পনা সাজাচ্ছেন সেই মতো।
বাংলাদেশের কোচ স্টিভ রোডস বলেন, মিডিয়া, সমর্থক সবাই ভেবে রেখেছে ম্যাচটা আমরাই জিতবো। র্যাংকিং হিসেব করলে ওটাই হওয়া উচিৎ। তবে যতোটা সহজ মনে হচ্ছে কাজট কিন্তু ততোটাই চ্যালেঞ্জিং। আমাদের ধারবাহিকতা ধরে রাখতে হবে, সপ্তাহ খানেক ধরে পরিশ্রম করেছি। এবার এগুলো মাঠে কাজে লাগাতে হবে।
ব্যাটিং ডিপার্টমেন্ট ভরসা যুগাচ্ছে, দুশ্চিন্তা বোলিং নিয়ে। সাকিববিহীন স্পিন ডিপার্টেমেন্টের দায়িত্ব তাইজুল-মেহেদিদের ঘাড়ে। ফিজ-রাহী-খালেদদের অভিজ্ঞতা খুব বেশি নয়। তবুও কোচের বিশ্বাস তারুণ্য নির্ভর বোলিং ডিপার্টমেন্টে মন্দ করবে না সিলেটের উইকেটে।
স্টিভ রোডস বলেন, জানি না উইকেট কেমন হবে, তবে আশা করছি ভালো একটা উইকেট পাবো আমরা এখানে। টার্ন থাকবে, পেইসাররাও সহায়তা পাবে। আমাদের মুমিনুল, রিয়াদদের মতো ক্রিকেটার আছে। অভিজ্ঞতার হিসেবে আমরা অনেক এগিয়ে। আশা করি মিরাজ-মুস্তাফিজরা প্রত্যাশা পূরণ করতে পারবে।
তিনদিনের প্রস্তুতি ম্যাচ শেষে সিলেট পৌঁছে গেছে জিম্বাবুয়ে। এরমধ্যেই মাঠে পৌঁছে গেছে বেল, এই বেল বাজিয়ে লর্ডসের মতো সিলেটেও শুরু হবে টেস্ট ম্যাচ।
/এইচ.এ/