সেকশন

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

নতুন উচ্চতায় সাকিব

আপডেট : ০৩ জুন ২০১৯, ০১:১৫ পিএম
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই তোলপাড় রেকর্ড কর্নারে। অনন্য উচ্চতায় সাকিব আল হাসান। গড়েছেন দ্রুততম আড়াইশো উইকেট ও পাঁচ হাজার রানের কীর্তি। পেছনে ফেলেছেন রাজ্জাক-আফ্রিদি-ক্যালিসদের মত কিংবদন্তীদের। মুশফিকের সাথে গড়েছেন বিশ্বকাপে টাইগারদের সর্বোচ্চ ১৪২ রানের পার্টনারশিপ। তিন ফরম্যাট মিলিয়ে এখন ১১ হাজার আন্তর্জাতিক রানের মালিক টাইগার অলরাউন্ডার।

তাঁকে বলা হয় বাংলাদেশের প্রাণ, তাঁর হাত ধরে টাইগার ক্রিকেট পেয়েছে একের পর এক সাফল্য, তিনি সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার যেদিন জ্বলে ওঠে সেদিন প্রতিপক্ষের রক্ষা নেই। তামিম একটা কথা আড্ডাতে প্রায়ই বলেন "সাকিব চাইলেই নাকি পারেন বাংলাদেশকে জেতাতে"! কথাটা মিথ্যা নয় প্রমাণ হলো আরও একবার, এবার সাকিবের ইচ্ছেতেই যেন কপাল পুড়েছে প্রোটিয়াদের।

এদিন শুধু দলকেই জেতাননি সাকিব, গড়েছেন এমন এক কীর্তি, যা এর আগে করতে পেরেছিলেন শুধু চারজন ক্রিকেটার। ওডিআইতে আড়াইশো উইকেট ও পাঁচ হাজার রানের মালিকদের ছোট তালিকায় এখন সবার ওপরে সব্যসাচী অলরাউন্ডার।

পাঁচ হাজার রান আগেই করেছেন, আড়াইশো উইকেটের মাইলফলক ছুঁতে দরকার ছিলো আরও একটি উইকেট। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেটাই করে নিলেন সাকিব। দারুণ আর্ম বলে মার্করামকে বোল্ড করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এই কীর্তি গড়তে সাকিবের লেগেছে মাত্র ১৯৯ ম্যাচ। তালিকার দুইয়ে থাকা পাকিস্তান অলরাউন্ডার আব্দুর রাজ্জাকের লেগেছিলো ২৩৪ ম্যাচ। আফ্রিদি, ক্যালিস ও জয়সুরিয়ার লেগেছিলো আরও বেশি।

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, আমাদের বিশ্বাস ছিলো আমরা পারবো। এখানে কাউন্টিতে দুই বছর খেলেছি আমি, অভিজ্ঞতাটা কাজে লেগেছে। রেকর্ড নিয়ে খুব বেশি ভাবিনা চেষ্টা ছিলো, মুশফিকও সমর্থন করেছে। লম্বা পথ যেতে চাই আমরা, ধরে রাখতে চাই ধারাবাহিকতা।

নিজের চতুর্থ বিশ্বকাপ, কিন্তু এর আগে একবারও ম্যাচ সেরার পুরষ্কার উঠেনি মেগা ইভেন্টে। এবারে সেই আক্ষেপ দূর করেছেন। এছাড়াও এইদিন আরও একটি মাইলস্টোন পার করেছেন সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে এখনও দ্বিতীয় টাই্গার হিসেবে এগারো হাজার রান তার।

/এম-আই/
বাছাইপর্বে নিজেদের প্রথম তিন ম্যাচ জেতা বাংলাদেশ সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বসেছে। এতে ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন জ্যোতিরা। বাংলাদেশ নিজেদের শেষ...
দুদলই এখন পর্যন্ত ৬টি করে ম্যাচ খেলে ৪টিতে জিতেছে। দুদলের পয়েন্ট সমান ৮ হলেও রানরেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলেও পাঞ্জাবের (চতুর্থ) ওপরে আছে বেঙ্গালুরু (তৃতীয়। আজ যারা জিতবে, পয়েন্ট টেবিলের দ্বিতীয়...
আগামী ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাওয়া সেই ম্যাচের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...
সালাহ তো জানুয়ারির পর থেকেই ক্ষণে ক্ষণে তাঁর লিভারপুল ছাড়ার সম্ভাবনার কথা জানিয়ে আসছিলেন, ফন ডাইকও গত মার্চেই বলেছিলেন, তিনি মৌসুম শেষে লিভারপুলে থাকবেন কি না – এ ব্যাপারে তাঁর ‘কোনো ধারণাই নেই!’...
তিন বছর আগে রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া বহুচর্চিত ‘টিপ–কাণ্ড’ নতুন মোড় নিয়েছে। এবার সেই ঘটনার জেরে ড. লতা সমাদ্দার ছাড়াও শোবিজ অঙ্গনের ১৬ জন তারকাসহ ১৮ জনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.