ধূলোময় ওল্যান্ড গ্যাগোসে কতটা শক্তিশালী নাদাল, তার প্রমাণ মিললো। তীব্র বাতাস বয়েছে পুরো ম্যাচ জুড়ে। এই কন্ডিশনে অনায়াসে জয় তুলে নেন নাদাল। ফেডেরারকে হারিয়েছেন ৬-৩, ৬-৪, ৬-২ গেমে। সরাসরি সেটে জিতে রেকর্ড ১২ তম ফ্রেঞ্চ ওপেন জয়ের দ্বারপ্রান্তে এই স্প্যানিস।
নোভাক জোকোভিচ ও ডমিনিক থিয়েমের মধ্যকার অন্য সেমিফাইনালটি বৃষ্টির কারণে স্থগিত হয়েছে। ম্যাচের বাকি অংশ আজ কোর্টে গড়াবে। বৃষ্টির আগে, প্রথম সেট জিতে নেন থিয়েম। পরের সেটে এগিয়ে যান জোকোভিচ। তৃতীয় সেটে হানা দেয় বৃষ্টি। রোববার ফাইনালে নাদালের চ্যালেঞ্জ নিবে জোকার অথবা থিয়েম।
২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এরপর দুই বছরে একে একে ৬টি টেস্ট খেলেছে নাজমুল হোসেন শান্তর দল। একটিতেও জয়ের দেখা তো দূরে থাক নূন্যতম ড্রয়ের মুখও...
পেহেলগামে সন্ত্রাসী হামলার ধাক্কা এখনো কাটেনি। ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এমনিতেই প্রায় শূন্যের কোটায় নেমে গিয়েছিল। নতুন করে এই সন্ত্রাসী হামলা দুই দেশের মধ্যে আবার যুদ্ধের আমেজ...
চলতি মাসের ২৯ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার। গতবছরের একই সময়ের চেয়ে ৩৬ দশমিক ৬ ভাগ বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ও জম্মু-কাশ্মীর সীমান্তে বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে ভারত। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে হটলাইনে আলাপের সময় ভারতের পক্ষ...
ফেডেরারকে হারিয়ে ফাইনালে নাদাল
ধূলোময় ওল্যান্ড গ্যাগোসে কতটা শক্তিশালী নাদাল, তার প্রমাণ মিললো। তীব্র বাতাস বয়েছে পুরো ম্যাচ জুড়ে। এই কন্ডিশনে অনায়াসে জয় তুলে নেন নাদাল। ফেডেরারকে হারিয়েছেন ৬-৩, ৬-৪, ৬-২ গেমে। সরাসরি সেটে জিতে রেকর্ড ১২ তম ফ্রেঞ্চ ওপেন জয়ের দ্বারপ্রান্তে এই স্প্যানিস।
নোভাক জোকোভিচ ও ডমিনিক থিয়েমের মধ্যকার অন্য সেমিফাইনালটি বৃষ্টির কারণে স্থগিত হয়েছে। ম্যাচের বাকি অংশ আজ কোর্টে গড়াবে। বৃষ্টির আগে, প্রথম সেট জিতে নেন থিয়েম। পরের সেটে এগিয়ে যান জোকোভিচ। তৃতীয় সেটে হানা দেয় বৃষ্টি। রোববার ফাইনালে নাদালের চ্যালেঞ্জ নিবে জোকার অথবা থিয়েম।
//আরএইচ//