প্রকাশ : ০৮ জুন ২০১৯, ০৮:৫০ পিএমআপডেট : ০৯ জুন ২০১৯, ১২:৫৪ এএম
বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে ইংল্যান্ড
বিশ্বকাপে ইংল্যান্ডের দেয়া ৩৮৭ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত সংগ্রহ ২ উইকেটে ৬২ রান। রানের চাপ নিতে পারেননি সৌম্য। ফিরেছেন দুই করে। ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন সাকিব ও তামিম।
তবে মার্ক উডের বলে তামিম ফেরেন ১৯ করে। এরআগে, জেসন রয়ের সেঞ্চুরি, বাটলার ও বেয়ারেস্টোর হাফ সেঞ্চুরিতে বড় রানের পুজি পায় স্বাগতিকরা।
কার্ডিফে টস জিতে মাশরাফী বোলিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম পাওয়ার প্লেতে উইকেটের সুবিধা নিতে পারেননি বোলাররা। শত রানের জুটি গড়েছেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। ৫১ রানে বেয়ারস্টোকে সাজঘরে ফিরিয়েছেন মাশরাফী। সেঞ্চুরি করে ১৫৩ রানে ফেরেন রয়, ফিফটি তুলে ৬৪ করে আউট হন বাটলার। অধিনায়ক মরগ্যান করেন ৩৫ রান। শেষ দিকে ক্রিস ওকস, লিয়াম প্ল্যাঙ্কেটের ক্যামিওতে ৩৮৬ রানের সংগ্রহ পায় থ্রি লায়ন্স।
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
সিরিজের প্রথম টেস্টের জন্য সিলেটে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন নাজমুল হোসেন শান্তরা। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজের প্রথম টেস্টে কেমন উইকেট হতে পারে, তা নিয়ে চলছে আলোচনা। আলোচনা...
দুটো কোপা আমেরিকা (২০২১ ও ২০২৪) জেতার মাঝে জিতেছেন বিশ্বকাপও। এ টুর্নামেন্টগুলোতে আর্জেন্টিনার ম্যাচ যতবার টাইব্রেকারে গড়িয়েছে, প্রতিবার প্রথম শটটাই নিয়েছেন মেসি। যার মধ্যে আছে কাতার বিশ্বকাপ...
বাছাইপর্বে নিজেদের প্রথম তিন ম্যাচ জেতা বাংলাদেশ সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বসেছে। এতে ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন জ্যোতিরা। বাংলাদেশ নিজেদের শেষ...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা।
চট্টগ্রামের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা ও ছয় মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে গেছে। শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় মাকে...
৩৮৭ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ
তবে মার্ক উডের বলে তামিম ফেরেন ১৯ করে। এরআগে, জেসন রয়ের সেঞ্চুরি, বাটলার ও বেয়ারেস্টোর হাফ সেঞ্চুরিতে বড় রানের পুজি পায় স্বাগতিকরা।
কার্ডিফে টস জিতে মাশরাফী বোলিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম পাওয়ার প্লেতে উইকেটের সুবিধা নিতে পারেননি বোলাররা। শত রানের জুটি গড়েছেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। ৫১ রানে বেয়ারস্টোকে সাজঘরে ফিরিয়েছেন মাশরাফী। সেঞ্চুরি করে ১৫৩ রানে ফেরেন রয়, ফিফটি তুলে ৬৪ করে আউট হন বাটলার। অধিনায়ক মরগ্যান করেন ৩৫ রান। শেষ দিকে ক্রিস ওকস, লিয়াম প্ল্যাঙ্কেটের ক্যামিওতে ৩৮৬ রানের সংগ্রহ পায় থ্রি লায়ন্স।
দুইটি করে উইকেট নিয়েছেন সাইফদ্দীন, মিরাজ।
/এইচ.এ/