প্রকাশ : ১২ জুন ২০১৯, ০১:০৬ এএমআপডেট : ১২ জুন ২০১৯, ০১:০৮ এএম
বিশ্বকাপে এখন আলোচনার কেন্দ্রে বৃষ্টি
সাকিব-রোহিত-আর্চারদের পারফর্মেন্স নয়, বিশ্বকাপে এখন আলোচনার কেন্দ্রে বৃষ্টি। বৈরী আবহাওয়ায় ইংল্যান্ডে মঙ্গলবার পর্যন্ত পরিত্যক্ত হয়েছে তিনটি ম্যাচ। সেমির সমীকরণ নির্ধারনে বড় প্রভাবক হয়ে উঠছে বৃষ্টি। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের সেমির স্বপ্ন এখন কঠিন হয়ে পড়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা যদি বৃষ্টিতে ভেসে যেতো। ওইদিন রয়-বাটলারদের ব্যাটিং তান্ডবের সময় এমন ভাবনা নিশ্চয় এসেছিলো টাইগার ভক্তদের মনে। অনেকেই হয়তো প্রার্থনাও করেছিলেন, কিন্তু বেরসিক বৃষ্টি সেদিন নামেনি নামলো এমন দিনে যেদিন ফেভারিট বাংলাদেশ। নিউজিল্যান্ড-ইংল্যান্ডের কাছে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে জয় খুব দরকার ছিলো, কিন্তু পরিত্যক্ত হওয়ায় টাইগারদের সেমির স্বপ্নতে একটা ছোটখাটো ধাক্কা লেগেছে।
বিশ্বকাপে যে কয়টা দলকে বাংলাদেশ র্টাগেট করেছে, তার মধ্যে উইন্ডিজও আছে। তাদের সঙ্গেই পরের ম্যাচ টনটনে, ১৭ জুন ওইদিনও আছে বৃষ্টি শঙ্কা। যদি পূর্বাভাস সত্যি হয় তাহলে বাংলাদেশের জন্য বড় বিপদ। কারণ তখন অস্ট্রেলিয়া, ভারতের মতো প্রতিপক্ষকে হারাতেই হবে। কাজটা অসম্ভব নয়, কিন্তু বাস্তবতা বিবচেনায় অনেক কঠিন।
বৃষ্টি নিয়ে দুশ্চিন্তায় শুধু বাংলাদেশ নয়, সবাই আছে। তবে কারও কারও জন্য এই বৃষ্টি আবার আশীর্বাদ। এই যেমন শ্রীলঙ্কা। দুই ম্যাচ বৃষ্টিতে ভাসে যাওয়া পুরো দুই পয়েন্ট পেয়েছে তারা, অর্থাৎ এক জয়ের সমান। সেমির স্বপ্ন তাদেরও টিকে রয়েছে। বিশ্বকাপে আরও বেশ কয়েকটি ম্যাচে আছে বৃষ্টির সম্ভাবনা। আগামী দশদিন ইংল্যান্ডের মাঠে ক্রিকেটারেরা নয়, রাজত্ব করবে বৃষ্টি, আবহাওয়া পূর্বাভাস এমনই বলছে।
টানা তিন ম্যাচ জিতে টেবিল টপার নিউজিল্যান্ডকে অবশ্য আবহাওয়া নিয়ে খুব বেশি ভাবতে হচ্ছে না। ইংল্যান্ড-ইন্ডিয়া-অস্ট্রেলিয়া তারও অনেকটা নির্ভার। তবে সেমিতে প্রতিপক্ষ নির্ধারণে এসব হট ফেবারিটদেরও বৃষ্টি নিয়ে হিসেব নিকেশ করতে হবে।
প্রথম সেমিতে পয়েন্ট টেবিলে এক নম্বর থাকা দলে লড়বে চার নম্বরের সঙ্গে, আরেকটিতে লড়বে দুই ও তিন নম্বর দল। এই চার জায়গা নির্ধারণে যে বৃষ্টি হবে বড় নিয়ামক তা চোখ বন্ধ করেই বলা যায়। দলগুলোকে তাই এখন অঙ্ক মেলানোর সময় মাথায় রাখতে হচ্ছে বৃষ্টির কথাও।
বাছাইপর্বে নিজেদের প্রথম তিন ম্যাচ জেতা বাংলাদেশ সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বসেছে। এতে ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন জ্যোতিরা। বাংলাদেশ নিজেদের শেষ...
দুদলই এখন পর্যন্ত ৬টি করে ম্যাচ খেলে ৪টিতে জিতেছে। দুদলের পয়েন্ট সমান ৮ হলেও রানরেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলেও পাঞ্জাবের (চতুর্থ) ওপরে আছে বেঙ্গালুরু (তৃতীয়। আজ যারা জিতবে, পয়েন্ট টেবিলের দ্বিতীয়...
আগামী ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাওয়া সেই ম্যাচের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...
সালাহ তো জানুয়ারির পর থেকেই ক্ষণে ক্ষণে তাঁর লিভারপুল ছাড়ার সম্ভাবনার কথা জানিয়ে আসছিলেন, ফন ডাইকও গত মার্চেই বলেছিলেন, তিনি মৌসুম শেষে লিভারপুলে থাকবেন কি না – এ ব্যাপারে তাঁর ‘কোনো ধারণাই নেই!’...
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. নুরুল হক নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আড়াই টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট মেরুং...
জানা গেছে, গত ১ এপ্রিল রাত পৌনে ২টার দিকে পূর্বশত্রুতার জেরে জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার মো. রাশেদুজ্জামান রাজুর বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আলিনুর পাভেলসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন।...
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া উত্তর বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের কোটি টাকার ক্ষতি হয়েছে।
সেমি নির্ধারণে বড় প্রভাবক হতে পারে বৃষ্টি
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা যদি বৃষ্টিতে ভেসে যেতো। ওইদিন রয়-বাটলারদের ব্যাটিং তান্ডবের সময় এমন ভাবনা নিশ্চয় এসেছিলো টাইগার ভক্তদের মনে। অনেকেই হয়তো প্রার্থনাও করেছিলেন, কিন্তু বেরসিক বৃষ্টি সেদিন নামেনি নামলো এমন দিনে যেদিন ফেভারিট বাংলাদেশ। নিউজিল্যান্ড-ইংল্যান্ডের কাছে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে জয় খুব দরকার ছিলো, কিন্তু পরিত্যক্ত হওয়ায় টাইগারদের সেমির স্বপ্নতে একটা ছোটখাটো ধাক্কা লেগেছে।
বিশ্বকাপে যে কয়টা দলকে বাংলাদেশ র্টাগেট করেছে, তার মধ্যে উইন্ডিজও আছে। তাদের সঙ্গেই পরের ম্যাচ টনটনে, ১৭ জুন ওইদিনও আছে বৃষ্টি শঙ্কা। যদি পূর্বাভাস সত্যি হয় তাহলে বাংলাদেশের জন্য বড় বিপদ। কারণ তখন অস্ট্রেলিয়া, ভারতের মতো প্রতিপক্ষকে হারাতেই হবে। কাজটা অসম্ভব নয়, কিন্তু বাস্তবতা বিবচেনায় অনেক কঠিন।
বৃষ্টি নিয়ে দুশ্চিন্তায় শুধু বাংলাদেশ নয়, সবাই আছে। তবে কারও কারও জন্য এই বৃষ্টি আবার আশীর্বাদ। এই যেমন শ্রীলঙ্কা। দুই ম্যাচ বৃষ্টিতে ভাসে যাওয়া পুরো দুই পয়েন্ট পেয়েছে তারা, অর্থাৎ এক জয়ের সমান। সেমির স্বপ্ন তাদেরও টিকে রয়েছে। বিশ্বকাপে আরও বেশ কয়েকটি ম্যাচে আছে বৃষ্টির সম্ভাবনা। আগামী দশদিন ইংল্যান্ডের মাঠে ক্রিকেটারেরা নয়, রাজত্ব করবে বৃষ্টি, আবহাওয়া পূর্বাভাস এমনই বলছে।
টানা তিন ম্যাচ জিতে টেবিল টপার নিউজিল্যান্ডকে অবশ্য আবহাওয়া নিয়ে খুব বেশি ভাবতে হচ্ছে না। ইংল্যান্ড-ইন্ডিয়া-অস্ট্রেলিয়া তারও অনেকটা নির্ভার। তবে সেমিতে প্রতিপক্ষ নির্ধারণে এসব হট ফেবারিটদেরও বৃষ্টি নিয়ে হিসেব নিকেশ করতে হবে।
প্রথম সেমিতে পয়েন্ট টেবিলে এক নম্বর থাকা দলে লড়বে চার নম্বরের সঙ্গে, আরেকটিতে লড়বে দুই ও তিন নম্বর দল। এই চার জায়গা নির্ধারণে যে বৃষ্টি হবে বড় নিয়ামক তা চোখ বন্ধ করেই বলা যায়। দলগুলোকে তাই এখন অঙ্ক মেলানোর সময় মাথায় রাখতে হচ্ছে বৃষ্টির কথাও।
/এম-আই/