প্রকাশ : ১৩ জুন ২০১৯, ০১:০৬ এএমআপডেট : ১৩ জুন ২০১৯, ১০:১৭ এএম
অস্ট্রেলিয়া-পাকিস্তান
ক্ষণে ক্ষণে রং বদলানোর ম্যাচে শেষ হাসি অস্ট্রেলিয়ার। টনটনে তারা পাকিস্তানকে হারিয়েছে ৪১ রানে। ৩০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সারফ্রাজের দল থেমেছে ২৬৬ রানে। ১০৭ রান করে ম্যাচ সেরা ডেভিড ওয়ার্নার। দল হারলেও পাঁচ উইকেট নিয়ে আলো কেড়েছেন মোহাম্মদ আমির। অজিদের পক্ষে তিন উইকেট নিয়েছেন কামিন্স, দুইটি করে উইকেট স্টার্ক আর রিচার্ডসনের।
ডেভিড ওয়ার্নারের দল জিতেছে, মোহাম্মদ আমিরের দল হেরেছে। কিন্তু টনটনের মাঠে দুই জনই জিতেছেন, সমালোচনার জবাবও দিয়েছেন। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রত্যাবর্তনের পর এটাই ওয়ার্নারের প্রথম সেঞ্চুরি। আর সপ্তম পাকিস্তানি বোলার হিসেবে বিশ্বকাপে পাঁচ উইকেট আমিরের।
ম্যাচে অস্ট্রেলিয়ার শুরুটা ছিলো দারুন। উদ্বোধনী জুটিতে আসে ১৪৬ রান। ওয়ার্নার সেঞ্চুরি পেলেও ফিঞ্চ আউট হন ৮২ রানে।
শক্ত ভিতটা কাজে লাগাতে পারলেন না স্মিথ-ম্যাক্সওয়েলরা। পাকিস্তানের পেস আক্রমনে দ্রুত ফিরেছেন বাকিরা। ওয়ার্নারও আউট হন ১০৭ রান করে। তখনও ম্যাচের বাকি ১২ ওভার।
ডেথ ওভারে ভয়ংকর হয়ে উঠেন আমির। সাড়ে তিনশো রানের সম্ভাবনা জাগানো অজি লাইন আপকে থামান ৩০৭ রানে। পাঁচ উইকেট নিতে আমিরের খরচ হয়েছে মোটে ৩০ রান।
ধারাবাহিক উইকেটের পতনে ধুঁকতে থাকে পাকিস্তান। মাঝে হাসান আলির ১৫ বলে ৩২ রানের ক্যামিও কাজে আসেনি। দায়িত্ব নিয়ে এক প্রান্ত ধরে রাখেন অধিনায়ক সারফ্রাজ। ওয়াহাব রিয়াজ তাকে শুধু সঙ্গই দেননি, দলের দাবি মিটিয়েছেন। তাদের ৬৪ রানের জুটি ভয় ধরিয়েছে অজিদের মনে।
দারুণ খেলতে থাকা রিয়াজকে রিভিউয়ের সাহায্যে ফেরান স্টার্ক, ৪৫ রান করে তিনি আউট হওয়ার পর শেষ হয়ে যায় পাকিস্তানের আশা।
গল্পে সোনার ডিম পাড়া হাসের পরিণতি সবাই জানে। আইপিএল এদিক থেকে উল্টো দিকে হাঁটছে। সোণার ডিম পাড়া হাঁসকে তারা খাইয়ে-দাইয়ে আরও বড় করার পথে হাঁটছে। ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে তো তেমনই...
চা বিরতি পর্যন্ত দুই সেশন ঘুমিয়ে ঘুমিয়েই যেন কাটিয়েছে বাংলাদেশ। সে সময়ে ক্রিকেটটাও হয়েছে ঘুমপাড়ানি। দুই সেশনে জিম্বাবুয়ে তুলেছে ১৬১ রান, রানরেট ছিল ৩-এর নিচে। আর বাংলাদেশের প্রাপ্তি ছিল শুধু...
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রধান অতিথি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন।
পরকীয়ার অভিযোগে ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ও ইমাম ওমর ফারুককে (৩৫) পিটিয়েছে পরকীয়া প্রেমিকার স্বামী শহিদুল ইসলাম। মারধরের পর তিনি দাবি করেছেন, ‘আমার সাথে ওই নারীর কোন শারীরিক সম্পর্ক নেই।...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মো. শাকিল (২৮) নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় কোপানো হয়েছে তার ছোট ভাইকে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের...
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়
ডেভিড ওয়ার্নারের দল জিতেছে, মোহাম্মদ আমিরের দল হেরেছে। কিন্তু টনটনের মাঠে দুই জনই জিতেছেন, সমালোচনার জবাবও দিয়েছেন। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রত্যাবর্তনের পর এটাই ওয়ার্নারের প্রথম সেঞ্চুরি। আর সপ্তম পাকিস্তানি বোলার হিসেবে বিশ্বকাপে পাঁচ উইকেট আমিরের।
ম্যাচে অস্ট্রেলিয়ার শুরুটা ছিলো দারুন। উদ্বোধনী জুটিতে আসে ১৪৬ রান। ওয়ার্নার সেঞ্চুরি পেলেও ফিঞ্চ আউট হন ৮২ রানে।
শক্ত ভিতটা কাজে লাগাতে পারলেন না স্মিথ-ম্যাক্সওয়েলরা। পাকিস্তানের পেস আক্রমনে দ্রুত ফিরেছেন বাকিরা। ওয়ার্নারও আউট হন ১০৭ রান করে। তখনও ম্যাচের বাকি ১২ ওভার।
ডেথ ওভারে ভয়ংকর হয়ে উঠেন আমির। সাড়ে তিনশো রানের সম্ভাবনা জাগানো অজি লাইন আপকে থামান ৩০৭ রানে। পাঁচ উইকেট নিতে আমিরের খরচ হয়েছে মোটে ৩০ রান।
জবাবে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। রানের খাতা খোলার আগেই ফেরেন ফাখার জামান। বাবর, হাফিজরা সেট হয়ে ইনিংস বড় করতে পারেননি। ওপেনার ইমাম-উল-হকও আউট ৫৩ রান করে।
ধারাবাহিক উইকেটের পতনে ধুঁকতে থাকে পাকিস্তান। মাঝে হাসান আলির ১৫ বলে ৩২ রানের ক্যামিও কাজে আসেনি। দায়িত্ব নিয়ে এক প্রান্ত ধরে রাখেন অধিনায়ক সারফ্রাজ। ওয়াহাব রিয়াজ তাকে শুধু সঙ্গই দেননি, দলের দাবি মিটিয়েছেন। তাদের ৬৪ রানের জুটি ভয় ধরিয়েছে অজিদের মনে।
দারুণ খেলতে থাকা রিয়াজকে রিভিউয়ের সাহায্যে ফেরান স্টার্ক, ৪৫ রান করে তিনি আউট হওয়ার পর শেষ হয়ে যায় পাকিস্তানের আশা।
/এন-এইচ/