বিশ্বকাপ ক্রিকেট: সেমি নির্ধারণে বড় প্রভাবক হতে পারে বৃষ্টি
প্রকাশ : ১২ জুন ২০১৯, ১০:০৬ পিএমআপডেট : ১২ জুন ২০১৯, ১০:০৮ পিএম
বৈরী আবহাওয়া
সাকিব-রোহিত-আর্চারদের পারফর্মেন্স নয়, বিশ্বকাপে এখন আলোচনার কেন্দ্রে বৃষ্টি। বৈরী আবহাওয়ায় ইংল্যান্ডে মঙ্গলবার পর্যন্ত পরিত্যক্ত হয়েছে তিনটি ম্যাচ। সেমির সমীকরণ নির্ধারনে বড় প্রভাবক হয়ে উঠছে বৃষ্টি। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের সেমির স্বপ্ন এখন কঠিন হয়ে পড়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা যদি বৃষ্টিতে ভেসে যেতো? ওইদিন রয়-বাটলারদের ব্যাটিং তান্ডবের সময় এমন ভাবনা নিশ্চয় এসেছিলো টাইগার ভক্তদের মনে। অনেকেই হয়তো প্রার্থনাও করেছিলেন, কিন্তু বেরসিক বৃষ্টি সেদিন নামেনি, নামলো এমন দিনে যেদিন ফেভারিট বাংলাদেশ। নিউজিল্যান্ড-ইংল্যান্ডের কাছে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে জয় খুব দরকার ছিলো, কিন্তু পরিত্যক্ত হওয়ায় টাইগারদের সেমির স্বপ্নতে একটা ছোটখাটো ধাক্কা লেগেছে।
বিশ্বকাপে যে কয়টা দলকে বাংলাদেশ র্টাগেট করেছে, তার মধ্যে উইন্ডিজও আছে। তাদের সঙ্গেই পরের ম্যাচ টনটনে, ১৭ জুন ওইদিনও আছে বৃষ্টি শঙ্কা। যদি পূর্বাভাস সত্যি হয় তাহলে বাংলাদেশের জন্য বড় বিপদ। কারণ তখন অস্ট্রেলিয়া, ভারতের মতো প্রতিপক্ষকে হারাতেই হবে। কাজটা অসম্ভব নয়, কিন্তু বাস্তবতা বিবচেনায় অনেক কঠিন।
বৃষ্টি নিয়ে দুশ্চিন্তায় শুধু বাংলাদেশ নয়, সবাই আছে। তবে কারও কারও জন্য এই বৃষ্টি আবার আশীর্বাদ। এই যেমন শ্রীলঙ্কা। দুই ম্যাচ বৃষ্টিতে ভাসে যাওয়া পুরো দুই পয়েন্ট পেয়েছে তারা, অর্থাৎ এক জয়ের সমান। সেমির স্বপ্ন তাদেরও টিকে রয়েছে। বিশ্বকাপে আরও বেশ কয়েকটি ম্যাচে আছে বৃষ্টির সম্ভাবনা। আগামী দশদিন ইংল্যান্ডের মাঠে ক্রিকেটারেরা নয়, রাজত্ব করবে বৃষ্টি, আবহাওয়া পূর্বাভাস এমনই বলছে।
টানা তিন ম্যাচ জিতে টেবিল টপার নিউজিল্যান্ডকে অবশ্য আবহাওয়া নিয়ে খুব বেশি ভাবতে হচ্ছে না। ইংল্যান্ড-ইন্ডিয়া-অস্ট্রেলিয়া তারও অনেকটা নির্ভার। তবে সেমিতে প্রতিপক্ষ নির্ধারণে এসব হট ফেবারিটদেরও বৃষ্টি নিয়ে হিসেব নিকেশ করতে হবে।
প্রথম সেমিতে পয়েন্ট টেবিলে এক নম্বর থাকা দলে লড়বে চার নম্বরের সঙ্গে, আরেকটিতে লড়বে দুই ও তিন নম্বর দল। এই চার জায়গা নির্ধারণে যে বৃষ্টি হবে বড় নিয়ামক তা চোখ বন্ধ করেই বলা যায়। দলগুলোকে তাই এখন অঙ্ক মেলানোর সময় মাথায় রাখতে হচ্ছে বৃষ্টির কথাও।
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
সিরিজের প্রথম টেস্টের জন্য সিলেটে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন নাজমুল হোসেন শান্তরা। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজের প্রথম টেস্টে কেমন উইকেট হতে পারে, তা নিয়ে চলছে আলোচনা। আলোচনা...
দুটো কোপা আমেরিকা (২০২১ ও ২০২৪) জেতার মাঝে জিতেছেন বিশ্বকাপও। এ টুর্নামেন্টগুলোতে আর্জেন্টিনার ম্যাচ যতবার টাইব্রেকারে গড়িয়েছে, প্রতিবার প্রথম শটটাই নিয়েছেন মেসি। যার মধ্যে আছে কাতার বিশ্বকাপ...
বাছাইপর্বে নিজেদের প্রথম তিন ম্যাচ জেতা বাংলাদেশ সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বসেছে। এতে ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন জ্যোতিরা। বাংলাদেশ নিজেদের শেষ...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা।
চট্টগ্রামের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা ও ছয় মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে গেছে। শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় মাকে...
বিশ্বকাপ ক্রিকেট: সেমি নির্ধারণে বড় প্রভাবক হতে পারে বৃষ্টি
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা যদি বৃষ্টিতে ভেসে যেতো? ওইদিন রয়-বাটলারদের ব্যাটিং তান্ডবের সময় এমন ভাবনা নিশ্চয় এসেছিলো টাইগার ভক্তদের মনে। অনেকেই হয়তো প্রার্থনাও করেছিলেন, কিন্তু বেরসিক বৃষ্টি সেদিন নামেনি, নামলো এমন দিনে যেদিন ফেভারিট বাংলাদেশ। নিউজিল্যান্ড-ইংল্যান্ডের কাছে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে জয় খুব দরকার ছিলো, কিন্তু পরিত্যক্ত হওয়ায় টাইগারদের সেমির স্বপ্নতে একটা ছোটখাটো ধাক্কা লেগেছে।
বিশ্বকাপে যে কয়টা দলকে বাংলাদেশ র্টাগেট করেছে, তার মধ্যে উইন্ডিজও আছে। তাদের সঙ্গেই পরের ম্যাচ টনটনে, ১৭ জুন ওইদিনও আছে বৃষ্টি শঙ্কা। যদি পূর্বাভাস সত্যি হয় তাহলে বাংলাদেশের জন্য বড় বিপদ। কারণ তখন অস্ট্রেলিয়া, ভারতের মতো প্রতিপক্ষকে হারাতেই হবে। কাজটা অসম্ভব নয়, কিন্তু বাস্তবতা বিবচেনায় অনেক কঠিন।
বৃষ্টি নিয়ে দুশ্চিন্তায় শুধু বাংলাদেশ নয়, সবাই আছে। তবে কারও কারও জন্য এই বৃষ্টি আবার আশীর্বাদ। এই যেমন শ্রীলঙ্কা। দুই ম্যাচ বৃষ্টিতে ভাসে যাওয়া পুরো দুই পয়েন্ট পেয়েছে তারা, অর্থাৎ এক জয়ের সমান। সেমির স্বপ্ন তাদেরও টিকে রয়েছে। বিশ্বকাপে আরও বেশ কয়েকটি ম্যাচে আছে বৃষ্টির সম্ভাবনা। আগামী দশদিন ইংল্যান্ডের মাঠে ক্রিকেটারেরা নয়, রাজত্ব করবে বৃষ্টি, আবহাওয়া পূর্বাভাস এমনই বলছে।
টানা তিন ম্যাচ জিতে টেবিল টপার নিউজিল্যান্ডকে অবশ্য আবহাওয়া নিয়ে খুব বেশি ভাবতে হচ্ছে না। ইংল্যান্ড-ইন্ডিয়া-অস্ট্রেলিয়া তারও অনেকটা নির্ভার। তবে সেমিতে প্রতিপক্ষ নির্ধারণে এসব হট ফেবারিটদেরও বৃষ্টি নিয়ে হিসেব নিকেশ করতে হবে।
প্রথম সেমিতে পয়েন্ট টেবিলে এক নম্বর থাকা দলে লড়বে চার নম্বরের সঙ্গে, আরেকটিতে লড়বে দুই ও তিন নম্বর দল। এই চার জায়গা নির্ধারণে যে বৃষ্টি হবে বড় নিয়ামক তা চোখ বন্ধ করেই বলা যায়। দলগুলোকে তাই এখন অঙ্ক মেলানোর সময় মাথায় রাখতে হচ্ছে বৃষ্টির কথাও।
/এন-এইচ/