প্রকাশ : ০২ আগস্ট ২০২০, ০৫:১৮ পিএমআপডেট : ০২ আগস্ট ২০২০, ০৫:২৪ পিএম
তাপস বৈশ্য
বাংলাদেশের হয়ে একাধিক ওয়ানডে জয়ের নায়ক তাপস বৈশ্য এখন প্রবাসী। অবসরেও গেছেন পাঁচ বছর হতে চলেছে। পরিবার নিয়ে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। তবে ক্রিকেটের মায়া এখনো ছাড়তে পারেননি পুরোপুরি। বাংলাদেশ দলের সদস্য ছিলেন বলেই পাচ্ছেন আলাদা সম্মান। যুক্তরাস্ট্রে ক্রিকেটার তৈরিতে কাজ করছেন। বর্তমান প্রজন্মের বোলারদের মধ্যে প্রতিভার অভাব না দেখলেও, অভাব দেখতে পান আগ্রাসি ভাবের।
বাঁইশ গজের মায়া কাটান ২০১৬-তে। শীর্ষ পর্যায়ে ক্রিকেট খেললেও নিরাপদ জীবনের আশায় এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তারপরেও ক্রিকেটটা ছাড়তে পারলেন কই। ফুটবল- বেসবলের দেশে ক্রিকেটের বীজবোপনের কাজ করছেন তাপস বৈশ্য। এ'যেন মরুর বুকে ফুল ফোটানো।
স্ত্রী ও তিন সন্তান নিয়ে ভালই দিন কেটে যাচ্ছে। ক্রিকেট একাডেমিতে দীক্ষা দেয়া শুরু করেছেন। চেষ্টা করছেন সেখানে ক্রিকেট সংস্কৃতিতে কিছুটা পরিবর্তন আনতে।
গতি নয়; বোলিংয়ের শক্তির জায়গা ছিল সুইং আর টাইট লাইন লেন্থ। ক্যারিয়ারের পড়ন্ত বেলাতেও বিপিএল মঞ্চে এই একটা বল বলে দেয়, কেমন মায়াবি বোলার ছিলেন।
২০০২ থেকে ২০০৫, ৪ বছরের টেস্ট ক্যারিয়ারে তাপস যে অটোমেটিক ছিলেন তার প্রমান ২১ টেস্ট খেলা। সেখানে উইকেট ৩৬টি। ওয়ানডে খেলার সুযোগ পান ২ বছর বেশী। সাদা বলে ৫৬ ম্যাচে ৫৯ উইকেটের মালিক এরপর ইনজুরিতে পড়ে ব্যাকফুটে চলে যান। জাতীয় দলে যতদিন ছিলেন কাটিয়েছেন দাপুটে সময়।
একজন আদর্শ পেইসারের বড়গুণ আগ্রাসি মেজাজ। বর্তমান পেসারদের মধ্যে সম্ভাবনা দেখলেও অভাবটা অনুভব করেন সেই আগ্রাসিভাবে। প্রতি ম্যাচে উইকেট নেয়ার জেদ ধরে রাখতে বলছেন, তাসকিন-মুস্তাফিজদের।
মিচেল মার্শ, প্যাট কামিন্স, জস হ্যাজলউড ও মার্কাস স্টয়নিস- ছিটকে যাওয়া খেলোয়াড়ের সংখ্যা আগেই ছিল ৪। এবার সে সংখ্যাটা বাড়িয়ে ৫-এ নিয়ে গেছেন মিচেল স্টার্ক। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে ব্যক্তিগত...
তবে প্লে-অফের প্রথম লেগেরে স্কোরলাইন ম্যাচের পুরো গল্পটা ঠিকঠাক তুলে ধরতে পারছে না। বল দখলে কিঞ্চিৎ এগিয়ে ছিল সিটি। তবে ম্যাচে ছড়ি ঘুরিয়েছে মূলত রেয়াল মাদ্রিদই। ম্যাচে ২০টি শট নিয়েছিলেন...
কদিন আগেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান হাসান তিলকারত্নে। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়, স্থানীয় কাউকেই নিগার সুলতানা জ্যোতিদের কোচ করতে যাচ্ছে বিসিবি।
চ্যাম্পিয়নস ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ভারত। ইতিমধ্যে দুটি ওয়ানডে খেলেছেন রোহিত শর্মারা। যার দুটিতেই একতরফাভাবে জিতেছে ভারত। তবে ভারতীয় বোলারদের তোপে দুই ম্যাচে...
লিবিয়া উপকূলে নৌকা ডুবে ১৬ পাকিস্তানির মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
জাতিসংঘের প্রতিবেদনের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে গত দেড় বছরে গাজা এতটাই বিধ্বস্ত হয়েছে, এটির প্রাথমিক পুনর্গঠন কাজ করতে প্রথম তিন বছরে ২০০ কোটি ডলার প্রয়োজন হবে। আর...
তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বৃহস্পতিবার দিবাগত...
তাপস বৈশ্যর দিনকাল
বাঁইশ গজের মায়া কাটান ২০১৬-তে। শীর্ষ পর্যায়ে ক্রিকেট খেললেও নিরাপদ জীবনের আশায় এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তারপরেও ক্রিকেটটা ছাড়তে পারলেন কই। ফুটবল- বেসবলের দেশে ক্রিকেটের বীজবোপনের কাজ করছেন তাপস বৈশ্য। এ'যেন মরুর বুকে ফুল ফোটানো।
স্ত্রী ও তিন সন্তান নিয়ে ভালই দিন কেটে যাচ্ছে। ক্রিকেট একাডেমিতে দীক্ষা দেয়া শুরু করেছেন। চেষ্টা করছেন সেখানে ক্রিকেট সংস্কৃতিতে কিছুটা পরিবর্তন আনতে।
গতি নয়; বোলিংয়ের শক্তির জায়গা ছিল সুইং আর টাইট লাইন লেন্থ। ক্যারিয়ারের পড়ন্ত বেলাতেও বিপিএল মঞ্চে এই একটা বল বলে দেয়, কেমন মায়াবি বোলার ছিলেন।
২০০২ থেকে ২০০৫, ৪ বছরের টেস্ট ক্যারিয়ারে তাপস যে অটোমেটিক ছিলেন তার প্রমান ২১ টেস্ট খেলা। সেখানে উইকেট ৩৬টি। ওয়ানডে খেলার সুযোগ পান ২ বছর বেশী। সাদা বলে ৫৬ ম্যাচে ৫৯ উইকেটের মালিক এরপর ইনজুরিতে পড়ে ব্যাকফুটে চলে যান। জাতীয় দলে যতদিন ছিলেন কাটিয়েছেন দাপুটে সময়।
একজন আদর্শ পেইসারের বড়গুণ আগ্রাসি মেজাজ। বর্তমান পেসারদের মধ্যে সম্ভাবনা দেখলেও অভাবটা অনুভব করেন সেই আগ্রাসিভাবে। প্রতি ম্যাচে উইকেট নেয়ার জেদ ধরে রাখতে বলছেন, তাসকিন-মুস্তাফিজদের।
/এইচ.এ/