সেকশন

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১
Independent Television
 

নাটকীয় জয়ে সেমিফাইনালে পিএসজি

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১১:৪১ এএম
নাটকীয় জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পিএসজি। শেষ আটের লড়াইয়ে আটালান্টার বিপক্ষে লা পারিসিয়ানদের জয় ২-১ গোলে। দলের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত পিএসজি ফরোয়ার্ড নেইমার। আর শেষ মুহুর্তের হারে হতাশ, আটালান্টা কোচ পিয়েরো গ্যাসপেরিনি।

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে কপাল পোড়ে, সিঙ্গেল লেগে ভাগ্য খুলবে তো পিএসজির? কঠিন চ্যালেঞ্জে স্টার্টিং লাইন আপে নেই এমবাপে।

ডি বক্সে ওয়ান টু ওয়ানে নেইমার যে সুযোগ মিস করলেন, তাতে সমর্থকদের মন ভারি

ডি মারিয়া, ভেরাত্তির শূন্যতা মিডফিল্ডে ভুগিয়েছে। নাভাসকে ব্যস্ত রাখে প্রতিপক্ষ।

অগোছালো লা পারিসিয়ান ডেরায় ধাক্কা ম্যাচের ২৬ মিনিটে। আটালান্টাকে এগিয়ে নেন পাসালিচ। গোলটা মনে রাখার মতো।

ইকার্দি নিষ্প্রভ। নেইমার একাই চেষ্টা চালিয়েছেন। কিন্তু নিশানার খোজ মেলেনি।

আধা ঘন্টা এমবাপে নামায় গতি আসে পিএসজি অ্যাটাকে। সুযোগ এলেও ভাঙেনি ডেডলক।

আটালান্টা যখন ইতিহাস গড়ার খুব কাছে, তখন ম্যাজিকাল কামব্যক পিএসজির, শেষের দিকে ৩ মিনিটের ঝড়ে স্বপ্ন ভাঙে আটালান্টার। প্রথমে নেইমারের অ্যাসিস্টে মার্কুইনিয়োস ফেরান সমতা।

পরেরটায় অবদান এমবাপের। ডি বক্সে এ সুযোগ পেয়ে ভুল করেনি চুপো মোটিং। শেষদিকে বদলি নেমে তার ম্যাচ উইনিং গোল স্মরণীয় তো বটেই।

ক্লাবের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী হতে পারতো হতাশার। লেট কামব্যক ও উপলক্ষটা হয়েছে রঙিন। বিপরীতে তীড়ে এসে তরি ডুবে কেবল আফসোস আটালান্টার।

পিএসজির ফরোয়ার্ড নেইমার বলেন, দলের জয়ে অবদান রাখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। জয়ের জন্য শেষ মুহুর্ত পর্যন্ত লড়েছি। বিশ্বাস ছিল আমরা জিতবোই।

আটালান্টার কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি বলেন, এমবাপের মাঠে নামা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। ওর অন্তর্ভুক্তিতে পিএসজি আত্মবিশ্বাস ফিরে পায়। ফুটবলে অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটে।

পিএসজির সেমিফাইনাল পরীক্ষা ১৮ আগস্ট লাইপজিগ অথবা আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।

/এম-আই/
মিচেল মার্শ, প্যাট কামিন্স, জস হ্যাজলউড ও মার্কাস স্টয়নিস- ছিটকে যাওয়া খেলোয়াড়ের সংখ্যা আগেই ছিল ৪। এবার সে সংখ্যাটা বাড়িয়ে ৫-এ নিয়ে গেছেন মিচেল স্টার্ক। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে ব্যক্তিগত...
তবে প্লে-অফের প্রথম লেগেরে স্কোরলাইন ম্যাচের পুরো গল্পটা ঠিকঠাক তুলে ধরতে পারছে না। বল দখলে কিঞ্চিৎ এগিয়ে ছিল সিটি। তবে ম্যাচে ছড়ি ঘুরিয়েছে মূলত রেয়াল মাদ্রিদই। ম্যাচে ২০টি শট নিয়েছিলেন...
কদিন আগেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান হাসান তিলকারত্নে। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়, স্থানীয় কাউকেই নিগার সুলতানা জ্যোতিদের কোচ করতে যাচ্ছে বিসিবি।
চ্যাম্পিয়নস ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ভারত। ইতিমধ্যে দুটি ওয়ানডে খেলেছেন রোহিত শর্মারা। যার দুটিতেই একতরফাভাবে জিতেছে ভারত। তবে ভারতীয় বোলারদের তোপে দুই ম্যাচে...
সিএনজিচালিত অটোরিকশা চালকেরা মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে মামলা করার অনুরোধ করে এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। গত ১০...
লিবিয়া উপকূলে নৌকা ডুবে ১৬ পাকিস্তানির মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.