সেকশন

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
Independent Television
 

বাংলাদেশের ব্যাটিং কোচ ম্যাকেঞ্জির পদত্যাগ

আপডেট : ২১ আগস্ট ২০২০, ০৯:০৬ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন নিল ম্যাকেঞ্জি। বৃহস্পতিবার বিসিবিকে এক চিঠির মাধ্যমে নিজের সিদ্ধান্ত জানান দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান। পারিবারিক কারণে এই সিদ্ধান্ত, জানিয়েছেন তিনি।

শুক্রবার ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করে ম্যাকেঞ্জি বলেছেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। আসলে পরিবারকে সময় দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। এই করোনাকালে শিডিউল, সব ফরম্যাট নিয়ে কাজ করা এবং পরিবার থেকে দূরে থাকা সবমিলিয়ে আমার জন্য কঠিন হয়ে যাচ্ছিল। আমি টাইগারদের অংশ হওয়াটা খুব উপভোগ করেছি এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার মনে সবসময় বিশেষ জায়গা থাকবে। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, কারণ অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছি।’

তবে শ্রীলঙ্কা সফর নিশ্চিত হবার পর পালটে যায় প্রেক্ষাপট। এই সফরে ম্যাকেঞ্জিকে ব্যাটিং কোচ হিসেবে পাওয়ার ইচ্ছা পোষণ করেছিল বিসিবি। তবে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার শ্রীলঙ্কা সফরে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেন। অবশেষে পদত্যাগই করে ফেললেন তিনি। করোনার এই সময়টাতে পরিবার থেকে দূরে থাকতে চাইছেন না এই প্রোটিয়া ব্যাটিং বিশেষজ্ঞ।

ইতিমধ্যে তার বিকল্প খোঁজার কাজ শুরু করেছে বিসিবি। এরই মধ্যে দু-তিনজনের সঙ্গে আলোচনা করেছে বোর্ড। তার মধ্যে ক্রেইগ ম্যাকমিলানের সাথে আলোচনা অনেকদূর এগিয়েছে।

২০১৮ এর জুলাইয়ে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ব্যাটিং কনসাল্টেন্ট হিসেবে টাইগারদের সাথে যুক্ত হন ম্যাকেঞ্জি। এরপর ২০১৯ বিশ্বকাপের পর বাড়ানো হয় চুক্তির মেয়াদ। করোনার সময়টাতে অনলাইনে যুক্ত ছিলেন টাইগারদের সাথে।

বাংলাদেশে আসার আগে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে অভিষেকের পর দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন নিল ম্যাকেঞ্জি।

//আরএইচ//
বৃষ্টির কারণে প্রায় ঘণ্টাখানেক পর খেলা শুরু হতে দেখা চতুর্থ দিনে আজ বাংলাদেশ যেমন ব্যাটিং করল, তাতে মনে হচ্ছে, ‘অতিথিপরায়ন’ বাংলাদেশ অতিথি জিম্বাবুয়ের চাওয়াটাই পূরণ করেছে! এমনই ব্যাটিং করেছে যে,...
একের পর এক বোলাররা আসছেন, বল করছেন আর বাউন্ডারি খেয়েই যাচ্ছেন। দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি থেকে শুরু করে হারিস রউফ-জামান খান কেউই মুলতান সুলতানসের ব্যাটসম্যানদের পিটুনি থেকে বাদ যাননি। তবে লাহোর...
সিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্টের চতুর্থ দিন। ডিপিএলে মাঠে গড়াচ্ছে তিনটি ম্যাচ। রাতে প্রিমিয়ার লিগে নামবে আর্সেনাল, লা লিগায় থাকছে রেয়াল মাদ্রিদের ম্যাচ। 
খেলছেন শুধু টেস্ট। সাদা পোশাকেও সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। বাংলাদেশের হয়ে ৯৫টি টেস্ট ম্যাচ খেলা মুশফিক সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসের একটিতেও দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ব্যাট...
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সারা থেকে ঈদের পোশাক কিনে রয়েল এনফিল্ড বাইক জিতে নিয়েছেন ঢাকার মো. মজিবর রহমান। এক সংবাদ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘ঈদ উল ফিতর ২০২৫ উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ র‌্যাফেল...
রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী শাহজাহান খানসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে ঢাকার সিএমএম আদালত এ...
ইংরেজি সালের সঙ্গে আমাদের সম্পর্ক যতটা গভীর, বাংলা সনের সঙ্গে তেমনটা দেখা যায় না। কেন বলছি এ কথা? কারো কাছে যদি জানতে চাওয়া হয়, আজ বৈশাখের কত তারিখ? তখন আমরা চট করে তারিখের কথা বলতে পারি না। আমরা...
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এবং কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.