প্রকাশ : ২৯ আগস্ট ২০২০, ১১:১৩ পিএমআপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১১:০১ এএম
পেসার আল আমিন
উইকেট যেমনই হোক, টেস্টে ভালো ফলাফলের জন্য পেসারদের দিকে তাকিয়ে থাকতেই হয়। কারণ নতুন বলে উইকেট নিতে না পারলে ব্যাকফুটে চলে যায় দল। অথচ গেলো কয়েকটি সিরিজে একেবারে নিষ্প্রভ রাহি-এবাদত-আল আমিনরা। ম্যাচ অনুশীলনের ঘাটতি থাকলেও মিরপুরের প্রস্তুতি পর্ব আর লঙ্কা ক্যাম্পের জন্য নিজেকে প্রস্তুত করছেন আল আমিন।
মিরপুরে গেলো একমাসে একই চিত্র, কেউ নেট থেকে বের হচ্ছেন তো কেউ ঢুকছেন। একাডেমি, জিমেও ক্রিকেটারদের বিচরণ সীমিত। ব্যক্তিগত পর্ব শেষ করে শুরু হয়েছে ছোট ছোট গ্রুপে প্রস্তুতি। তাতে অবশ্য চোখে পড়ার মতো কোনো পরিবর্তন নেই।
বাংলাদেশ যখন পরিস্থিতির সাথে ধীর গতিতে মানিয়ে নেয়ার চেষ্টায় সেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা পুরোদমে প্রস্তুতি সারছে। জুন থেকেই শুরু করেছে ক্যাম্প। প্রিমিয়ার লিগেও খেলে ফেলেছেন চান্দিমাল, ম্যাথিউসরা।
পরিসংখ্যান তো আছেই, লঙ্কান ক্রিকেটারদের প্রস্ততি ও পারফর্মেন্স ভয়ের কারণ হতে পারে টাইগারদের। ঘরোয়াতে সবশেষ চার ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন চান্দিমাল। খেলেছেন ৩৫৪ রানের ইনিংস। একটা সেঞ্চুরির সাথে আছে দুই ফিফটিও। কুশাল মেন্ডিস ডাবল'সহ করেছেন তিনটি সেঞ্চুরি। ম্যাথিউস করেছেন একশতক ও এক ফিফটি।
যে মির্ডল অর্ডারে সমস্যা ছিল সেখানে শক্তি বাড়ছে, সাথে টাইগার বোলারদের দায়িত্বও বাড়ছে। বিশেষ করে টেস্টে পেসাররা আর্লি ব্রেকথ্রু না দিলে লঙ্কানদের সামলানো মুশকিল হবে।
শৃঙ্খলাভঙ্গের কারণে তিন বছর দলের বাইরে থাকতে হয়েছে। পেইস ডিপার্টমেন্টে শক্তি কমে যাওয়ায় পরিকল্পনাতে এসেছেন আল আমিন হোসেন। নতুন শুরুর অধ্যায়ে ছয় টি-টোয়েন্টিতে চার উইকেট নিয়েছেন। একটি করে টেস্ট ও ওয়ানডেতে উইকেট সংখ্যা তিন ও এক। শ্রীলঙ্কা মিশনের জন্য স্কিলের চেয়ে ফিটনেসেই বেশি গুরুত্ব এই পেসারের।
ঘরের মাঠে ২০১৪তে লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টেই খেলেছেন আল আমিন। তিন ইসিংসে ৬৪ ওভার বল করে পেয়েছিলেন মাত্র দুই উইকেট।
ইউরোপের ফুটবলে দলবদলবিষয়ক খবরের জন্য বিখ্যাত প্রায় সব সাংবাদিকই জানিয়ে রেখেছিলেন, ফ্লোঘিয়ান ভিয়ের্তশকে পেতে রেয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের আগ্রহ থাকলেও দৌড়ে শেষ পর্যন্ত টিকে ছিল...
যে প্রক্রিয়ায় শান্তর বদলে মিরাজকে ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক করেছে বিসিবি তা নিয়ে গতকাল থেকেই আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, দলের ভেতর এখন ক্রিকেটারদের সম্পর্কের অবনতি হতে পারে। তবে ওয়ানডের নতুন...
অবশ্য এর আগেও ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন মিরাজ। তবে সেসব নিয়মিত অধিনায়ক শান্তর অনুপস্থিতিতে। এবার পাকাপাকি ভাবে দায়িত্ব পাওয়ার পর আজ শুক্রবার প্রথম সংবাদ সম্মেলনে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন ২৭ বছর...
ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এখন এটিই। এ তালিকায় প্রথম দুটি নামই সাউথ আফ্রিকার। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার করা ৪৩৪ তাড়া করে জেতার রেকর্ডটা আছে সবার ওপরে। দুইয়ে থাকা...
পটুয়াখালীর সদর উপজেলার চারাবুনিয়া গ্রামে দাদি কুলসুম বিবি (১০৫) ও সৎ মা সহিদা বেগমকে (৫০) দা দিয়ে জবাই করে হত্যা করেছে মো. আল আমিন (২৫) নামের এক যুবক। শুক্রবার দুপুর ১টার দিকে সদর উপজেলার...
সাভারের চামড়া শিল্পনগরী চালু হয়েছে ৮ বছর আগে। কিন্তু এখনো সেখানে গড়ে ওঠেনি কোনো চিকিৎসাকেন্দ্র কিংবা শ্রমিকদের জন্য আবাসন সুবিধা। ফলে দুর্ঘটনা বা অসুস্থতার সময় শ্রমিকদের ছুটতে হয় দূরের সাভার বা...
ময়মনসিংহের গৌরীপুরে মো. হুমায়ন কবীর (২১) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার সহনাটি গ্রামে এই হত্যাকাণ্ড হয়।
জুলাই সনদ ও নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন করা মানে বিএনপির কাছে আত্মসমর্পণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আজ শুক্রবার লন্ডনে বিএনপির...
ঘাটতি পূরণে তৈরি হচ্ছেন টাইগার পেসাররা
উইকেট যেমনই হোক, টেস্টে ভালো ফলাফলের জন্য পেসারদের দিকে তাকিয়ে থাকতেই হয়। কারণ নতুন বলে উইকেট নিতে না পারলে ব্যাকফুটে চলে যায় দল। অথচ গেলো কয়েকটি সিরিজে একেবারে নিষ্প্রভ রাহি-এবাদত-আল আমিনরা। ম্যাচ অনুশীলনের ঘাটতি থাকলেও মিরপুরের প্রস্তুতি পর্ব আর লঙ্কা ক্যাম্পের জন্য নিজেকে প্রস্তুত করছেন আল আমিন।
মিরপুরে গেলো একমাসে একই চিত্র, কেউ নেট থেকে বের হচ্ছেন তো কেউ ঢুকছেন। একাডেমি, জিমেও ক্রিকেটারদের বিচরণ সীমিত। ব্যক্তিগত পর্ব শেষ করে শুরু হয়েছে ছোট ছোট গ্রুপে প্রস্তুতি। তাতে অবশ্য চোখে পড়ার মতো কোনো পরিবর্তন নেই।
বাংলাদেশ যখন পরিস্থিতির সাথে ধীর গতিতে মানিয়ে নেয়ার চেষ্টায় সেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা পুরোদমে প্রস্তুতি সারছে। জুন থেকেই শুরু করেছে ক্যাম্প। প্রিমিয়ার লিগেও খেলে ফেলেছেন চান্দিমাল, ম্যাথিউসরা।
পরিসংখ্যান তো আছেই, লঙ্কান ক্রিকেটারদের প্রস্ততি ও পারফর্মেন্স ভয়ের কারণ হতে পারে টাইগারদের। ঘরোয়াতে সবশেষ চার ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন চান্দিমাল। খেলেছেন ৩৫৪ রানের ইনিংস। একটা সেঞ্চুরির সাথে আছে দুই ফিফটিও। কুশাল মেন্ডিস ডাবল'সহ করেছেন তিনটি সেঞ্চুরি। ম্যাথিউস করেছেন একশতক ও এক ফিফটি।
যে মির্ডল অর্ডারে সমস্যা ছিল সেখানে শক্তি বাড়ছে, সাথে টাইগার বোলারদের দায়িত্বও বাড়ছে। বিশেষ করে টেস্টে পেসাররা আর্লি ব্রেকথ্রু না দিলে লঙ্কানদের সামলানো মুশকিল হবে।
শৃঙ্খলাভঙ্গের কারণে তিন বছর দলের বাইরে থাকতে হয়েছে। পেইস ডিপার্টমেন্টে শক্তি কমে যাওয়ায় পরিকল্পনাতে এসেছেন আল আমিন হোসেন। নতুন শুরুর অধ্যায়ে ছয় টি-টোয়েন্টিতে চার উইকেট নিয়েছেন। একটি করে টেস্ট ও ওয়ানডেতে উইকেট সংখ্যা তিন ও এক। শ্রীলঙ্কা মিশনের জন্য স্কিলের চেয়ে ফিটনেসেই বেশি গুরুত্ব এই পেসারের। ঘরের মাঠে ২০১৪তে লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টেই খেলেছেন আল আমিন। তিন ইসিংসে ৬৪ ওভার বল করে পেয়েছিলেন মাত্র দুই উইকেট।
/ইএ/