প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ১২:০৬ পিএমআপডেট : ১১ আগস্ট ২০২২, ০৫:০৯ পিএম
বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট অধিনায়ক তামিম ইকবাল । ফাইল ছবি
২৭০-২৮০ রানের জন্য খেলে লাভ নেই। এখন থেকে সাড়ে তিনশর টার্গেট নিয়ে খেলতে হবে। জিম্বাবুয়ে সফরে এসে নতুন করে বুঝতে পারছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ২০২৩ বিশ্বকাপ ভাবনায়, মানসিকতায় পরিবর্তন আনার তাগিদ তার। আফিফকে কোন ট্যাগ না দিয়ে, নিজের মতো খেলতে দেয়ার আহ্বান তামিমের।
টি-টোয়েন্টির প্রভাব পড়েছে বাকি দুই ফরম্যাটেও। এখন ৩৮০ থেকে ৪০০ টার্গেট করে নামে ওয়ানডের পরাশক্তিরা। বাংলাদেশ সেই পুরনো ধাচেই খেলছে। এই জিম্বাবুয়ে সফর নতুন করে ভাবতে বাধ্য করছে টাইগারদের।
অধিনায়ক তামিম ইকবাল বলেন, অবশ্যই এমন উইকেটে ৩০০ রান যথেষ্ট নয়। আমাদের দলীয় লক্ষ্য এটি, আমরা ৩৫০ করতে চাই। আমাদের মাথায় আছে সেটি। আগে কখনো করিনি। দলের লক্ষ্য এটিই। পরের ম্যাচেই করব তা নয়, তবে করতে চাই।
আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ আন্ডারডগ হয়ে যাবে ভারত মিশনে। সেখানকার কন্ডিশনে জায়ান্টদের সাথে পাল্লা দিতে এখন থেকেই মানসকিতায় বদল আনার তাগিদ তামিমের।
তামিমের ভাষ্যে, যদি ভারতে হতে যাওয়া বিশ্বকাপের কথা ভাবি, ওখানে ৩০০ রানই ‘পার স্কোর’ হবে। খেলা বদলাচ্ছে। মিরপুর বা ভারতের কিছু মাঠে হয়তো ২৬০-২৭০ করে জিততে পারি। তবে বেশির ভাগ ভেন্যুতেই ২৯০-৩০০-৩১০ এমন করতে হবে, আমরা জানি। সামনের দিনগুলোতে আপনারা আমাদেরও সেখানে পৌঁছাতে দেখবেন, যেখানে অন্যরা যাচ্ছে।
মাহমুদউল্লাহর ইনিংস যেমন প্রশ্নের জন্ম দেয়, বিপরীতে আফিফের অ্যাপ্রোচেও ভবিষ্যতের ফিনিশার খুঁজে নিচ্ছে অনেকেই। যদিও তামিম, তাকে কোন ট্যাগ না দেয়ার পক্ষে। আফিফও নিজের কাজটা ঠিকঠাক করে যেতে চান।
টাইগার টিম অধিনায়ক আরো বলেন, তাকে এখনোই কোনো নাম দেবেন না। সেটা একটু দ্রুতই হয়ে যায়। তার মধ্যে এমন অনন্য গুণ আছে, যা খুব বেশি মানুষের মধ্যে নেই। বুধবারের ম্যাচ কিংবা দ্বিতীয় ম্যাচটাই যদি দেখেন, আমরা চাপে ছিলাম। কিন্তু সে ব্যাটিংয়ে এসেই ম্যাচটা প্রতিপক্ষের মুঠো থেকে ছিনিয়ে নিয়েছে।
ওয়ানডে থেকে বিরতি, এখন টি-টোয়েন্টির মিশন বাংলাদেশ দলের। তারপরও ওয়ানডেতে যে শিক্ষা হলো জিম্বাবুয়েতে, তা নিশ্চয়ই সতর্কবার্তা তামিমদের জন্য।
ইউরোপের ফুটবলে দলবদলবিষয়ক খবরের জন্য বিখ্যাত প্রায় সব সাংবাদিকই জানিয়ে রেখেছিলেন, ফ্লোঘিয়ান ভিয়ের্তশকে পেতে রেয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের আগ্রহ থাকলেও দৌড়ে শেষ পর্যন্ত টিকে ছিল...
যে প্রক্রিয়ায় শান্তর বদলে মিরাজকে ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক করেছে বিসিবি তা নিয়ে গতকাল থেকেই আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, দলের ভেতর এখন ক্রিকেটারদের সম্পর্কের অবনতি হতে পারে। তবে ওয়ানডের নতুন...
অবশ্য এর আগেও ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন মিরাজ। তবে সেসব নিয়মিত অধিনায়ক শান্তর অনুপস্থিতিতে। এবার পাকাপাকি ভাবে দায়িত্ব পাওয়ার পর আজ শুক্রবার প্রথম সংবাদ সম্মেলনে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন ২৭ বছর...
ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এখন এটিই। এ তালিকায় প্রথম দুটি নামই সাউথ আফ্রিকার। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার করা ৪৩৪ তাড়া করে জেতার রেকর্ডটা আছে সবার ওপরে। দুইয়ে থাকা...
পটুয়াখালীর সদর উপজেলার চারাবুনিয়া গ্রামে দাদি কুলসুম বিবি (১০৫) ও সৎ মা সহিদা বেগমকে (৫০) দা দিয়ে জবাই করে হত্যা করেছে মো. আল আমিন (২৫) নামের এক যুবক। শুক্রবার দুপুর ১টার দিকে সদর উপজেলার...
সাভারের চামড়া শিল্পনগরী চালু হয়েছে ৮ বছর আগে। কিন্তু এখনো সেখানে গড়ে ওঠেনি কোনো চিকিৎসাকেন্দ্র কিংবা শ্রমিকদের জন্য আবাসন সুবিধা। ফলে দুর্ঘটনা বা অসুস্থতার সময় শ্রমিকদের ছুটতে হয় দূরের সাভার বা...
ময়মনসিংহের গৌরীপুরে মো. হুমায়ন কবীর (২১) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার সহনাটি গ্রামে এই হত্যাকাণ্ড হয়।
জুলাই সনদ ও নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন করা মানে বিএনপির কাছে আত্মসমর্পণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আজ শুক্রবার লন্ডনে বিএনপির...
২৭০-২৮০ নয়, টার্গেট থাকবে সাড়ে তিনশ রানের
টি-টোয়েন্টির প্রভাব পড়েছে বাকি দুই ফরম্যাটেও। এখন ৩৮০ থেকে ৪০০ টার্গেট করে নামে ওয়ানডের পরাশক্তিরা। বাংলাদেশ সেই পুরনো ধাচেই খেলছে। এই জিম্বাবুয়ে সফর নতুন করে ভাবতে বাধ্য করছে টাইগারদের।
অধিনায়ক তামিম ইকবাল বলেন, অবশ্যই এমন উইকেটে ৩০০ রান যথেষ্ট নয়। আমাদের দলীয় লক্ষ্য এটি, আমরা ৩৫০ করতে চাই। আমাদের মাথায় আছে সেটি। আগে কখনো করিনি। দলের লক্ষ্য এটিই। পরের ম্যাচেই করব তা নয়, তবে করতে চাই।
আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ আন্ডারডগ হয়ে যাবে ভারত মিশনে। সেখানকার কন্ডিশনে জায়ান্টদের সাথে পাল্লা দিতে এখন থেকেই মানসকিতায় বদল আনার তাগিদ তামিমের।
তামিমের ভাষ্যে, যদি ভারতে হতে যাওয়া বিশ্বকাপের কথা ভাবি, ওখানে ৩০০ রানই ‘পার স্কোর’ হবে। খেলা বদলাচ্ছে। মিরপুর বা ভারতের কিছু মাঠে হয়তো ২৬০-২৭০ করে জিততে পারি। তবে বেশির ভাগ ভেন্যুতেই ২৯০-৩০০-৩১০ এমন করতে হবে, আমরা জানি। সামনের দিনগুলোতে আপনারা আমাদেরও সেখানে পৌঁছাতে দেখবেন, যেখানে অন্যরা যাচ্ছে।
মাহমুদউল্লাহর ইনিংস যেমন প্রশ্নের জন্ম দেয়, বিপরীতে আফিফের অ্যাপ্রোচেও ভবিষ্যতের ফিনিশার খুঁজে নিচ্ছে অনেকেই। যদিও তামিম, তাকে কোন ট্যাগ না দেয়ার পক্ষে। আফিফও নিজের কাজটা ঠিকঠাক করে যেতে চান।
টাইগার টিম অধিনায়ক আরো বলেন, তাকে এখনোই কোনো নাম দেবেন না। সেটা একটু দ্রুতই হয়ে যায়। তার মধ্যে এমন অনন্য গুণ আছে, যা খুব বেশি মানুষের মধ্যে নেই। বুধবারের ম্যাচ কিংবা দ্বিতীয় ম্যাচটাই যদি দেখেন, আমরা চাপে ছিলাম। কিন্তু সে ব্যাটিংয়ে এসেই ম্যাচটা প্রতিপক্ষের মুঠো থেকে ছিনিয়ে নিয়েছে।
ওয়ানডে থেকে বিরতি, এখন টি-টোয়েন্টির মিশন বাংলাদেশ দলের। তারপরও ওয়ানডেতে যে শিক্ষা হলো জিম্বাবুয়েতে, তা নিশ্চয়ই সতর্কবার্তা তামিমদের জন্য।
/এম.এস/