প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ০২:০৫ পিএমআপডেট : ২২ আগস্ট ২০২২, ০২:২৪ পিএম
এশিয়া কাপের আগে সংবাদ সম্মেলনে সাকিব
নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করতে পারলে টি-টোয়েন্টিতে জয়ের ধারায় ফেরা সম্ভব বলে মনে করেন সাকিব আল হাসান। দুপুরে সংবাদ সম্মেলনে টাইগার ক্যাপ্টেন আরো বলেন, এশিয়া কাপকে বিশ্বকাপ প্রস্তুতির আদর্শ মঞ্চ হিসেবে দেখছেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব বলেন, এশিয়া কাপের ফাইনাল খেলাটা বাংলাদেশের জন্য কঠিন হবে।
সাকিব জানান, '(ফাইনাল) আমাদের জন্য কঠিন। বাস্তবিকভাবে আমরা যদি দুইটা ম্যাচ ভালো করতে পারি বা আগের যে দুই বছর যেমন ক্রিকেট খেলেছি বা শেষ কয়েকটা সিরিজ খেলছি, তাতে উন্নতির ছাপ রাখতে পারলে সেটা এ টুর্নামেন্টে আমাদের জন্য অর্জন।'
সাকিব বলেন, 'আমাদের যে খেলোয়াড় আছে সেটাকে যেন আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি। আমি বিশ্বাস করি, আমরা ভালো দল। আর এমন না যে আমরা করে দেখাইনি। আমরা যদি একবার-দুইবার করে থাকি তার মানে আমাদের ওই সক্ষমতা আছে।
বলেন, 'আমাদের রিসোর্স ভালোভাবে ব্যবহার করতে পারলে আমরা এমন একটা দলে পরিণত হব যারা নিয়মিত ভালো ম্যাচ খেলে। জেতা শুরু করব। যদি হেরেও যাই তাহলে শেষ ওভারে গিয়ে হারব। যেটা দেখে বোঝা যাবে যে আমাদের উন্নতি হচ্ছে।'
টেস্টের পর টি-টোয়েন্টির দায়িত্ব নেয়া নিয়ে জানতে চাইলে মুখে হাসিয়ে ফুটিয়ে সাকিব জবাব দিলেন, 'একটা হতে পারে, পাপন ভাই আমাকে চাপে রাখে। এটা (অধিনায়কের দায়িত্ব) থাকলে একটা চাপে রাখার সুযোগ থাকে। আমার কাছে মনে হয়, যেহেতু এগুলো চ্যালেঞ্জিং জায়গা এবং বোর্ড মনে করেছে, এই চ্যালেঞ্জিং জায়গাগুলোতে আমি তাদের জন্য সম্ভাব্য সেরা বিকল্প, সেকারণে হয়তো তারা আমাকে বেছে নিয়েছে।'
সাকিব বোর্ড সভাপতির প্রসঙ্গ টানার পর দ্বায়িক্ত গ্রহনের আগ্রহ সম্পর্কে জানতে চাওয়া হলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা তারকা বলেন, 'উত্তর দেওয়ার জন্য কঠিন প্রশ্ন। আমি জানি না কতটুকু আগ্রহী ছিলাম তবে আমি এখন অনেক অনুপ্রাণিত। আমার যে অভিজ্ঞতা আছে, সেটা দিয়ে যতটুকু দলের ভালোর জন্য চেষ্টা করা যায়।'
এশিয়া কাপ খেলতে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে ২৩ আগস্ট। এর ৭ দিন পর আফগানিস্তানের সঙ্গে ম্যাচ দিয়ে নিজেদের টুর্নামেন্ট শুরু করবে টাইগাররা। এদিকে, বাংলাদেশের ক্যাম্পে রোববার যোগ দিয়েছেন টি-টোয়েন্টির নতুন টেকনিক্যাল কোচ এস শ্রীরাম। সাকিব সংবাদ সম্মেলনে জানান, আজই নতুন কোচের সঙ্গে এশিয়া কাপ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে।
মিচেল মার্শ, প্যাট কামিন্স, জস হ্যাজলউড ও মার্কাস স্টয়নিস- ছিটকে যাওয়া খেলোয়াড়ের সংখ্যা আগেই ছিল ৪। এবার সে সংখ্যাটা বাড়িয়ে ৫-এ নিয়ে গেছেন মিচেল স্টার্ক। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে ব্যক্তিগত...
তবে প্লে-অফের প্রথম লেগেরে স্কোরলাইন ম্যাচের পুরো গল্পটা ঠিকঠাক তুলে ধরতে পারছে না। বল দখলে কিঞ্চিৎ এগিয়ে ছিল সিটি। তবে ম্যাচে ছড়ি ঘুরিয়েছে মূলত রেয়াল মাদ্রিদই। ম্যাচে ২০টি শট নিয়েছিলেন...
কদিন আগেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান হাসান তিলকারত্নে। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়, স্থানীয় কাউকেই নিগার সুলতানা জ্যোতিদের কোচ করতে যাচ্ছে বিসিবি।
চ্যাম্পিয়নস ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ভারত। ইতিমধ্যে দুটি ওয়ানডে খেলেছেন রোহিত শর্মারা। যার দুটিতেই একতরফাভাবে জিতেছে ভারত। তবে ভারতীয় বোলারদের তোপে দুই ম্যাচে...
তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বৃহস্পতিবার দিবাগত...
স্থানীয় প্রশাসন জানিয়েছে, চলতি বছরের জানুয়ারির শেষ দিকে বোমাগুলোর অস্তিত্ব সম্পর্কে প্রথম তথ্য পায় উলার প্যারিশ কাউন্সিল। এরপর ফেব্রুয়ারির শুরুতে আনুষ্ঠানিকভাবে খননকাজ শুরু হয়। মাটির নিচে এখনো অনেক...
টি-টোয়েন্টিতে দলকে জয়ের ধারায় ফেরাতে চান সাকিব
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব বলেন, এশিয়া কাপের ফাইনাল খেলাটা বাংলাদেশের জন্য কঠিন হবে।
সাকিব জানান, '(ফাইনাল) আমাদের জন্য কঠিন। বাস্তবিকভাবে আমরা যদি দুইটা ম্যাচ ভালো করতে পারি বা আগের যে দুই বছর যেমন ক্রিকেট খেলেছি বা শেষ কয়েকটা সিরিজ খেলছি, তাতে উন্নতির ছাপ রাখতে পারলে সেটা এ টুর্নামেন্টে আমাদের জন্য অর্জন।'
সাকিব বলেন, 'আমাদের যে খেলোয়াড় আছে সেটাকে যেন আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি। আমি বিশ্বাস করি, আমরা ভালো দল। আর এমন না যে আমরা করে দেখাইনি। আমরা যদি একবার-দুইবার করে থাকি তার মানে আমাদের ওই সক্ষমতা আছে।
বলেন, 'আমাদের রিসোর্স ভালোভাবে ব্যবহার করতে পারলে আমরা এমন একটা দলে পরিণত হব যারা নিয়মিত ভালো ম্যাচ খেলে। জেতা শুরু করব। যদি হেরেও যাই তাহলে শেষ ওভারে গিয়ে হারব। যেটা দেখে বোঝা যাবে যে আমাদের উন্নতি হচ্ছে।'
টেস্টের পর টি-টোয়েন্টির দায়িত্ব নেয়া নিয়ে জানতে চাইলে মুখে হাসিয়ে ফুটিয়ে সাকিব জবাব দিলেন, 'একটা হতে পারে, পাপন ভাই আমাকে চাপে রাখে। এটা (অধিনায়কের দায়িত্ব) থাকলে একটা চাপে রাখার সুযোগ থাকে। আমার কাছে মনে হয়, যেহেতু এগুলো চ্যালেঞ্জিং জায়গা এবং বোর্ড মনে করেছে, এই চ্যালেঞ্জিং জায়গাগুলোতে আমি তাদের জন্য সম্ভাব্য সেরা বিকল্প, সেকারণে হয়তো তারা আমাকে বেছে নিয়েছে।'
সাকিব বোর্ড সভাপতির প্রসঙ্গ টানার পর দ্বায়িক্ত গ্রহনের আগ্রহ সম্পর্কে জানতে চাওয়া হলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা তারকা বলেন, 'উত্তর দেওয়ার জন্য কঠিন প্রশ্ন। আমি জানি না কতটুকু আগ্রহী ছিলাম তবে আমি এখন অনেক অনুপ্রাণিত। আমার যে অভিজ্ঞতা আছে, সেটা দিয়ে যতটুকু দলের ভালোর জন্য চেষ্টা করা যায়।'
এশিয়া কাপ খেলতে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে ২৩ আগস্ট। এর ৭ দিন পর আফগানিস্তানের সঙ্গে ম্যাচ দিয়ে নিজেদের টুর্নামেন্ট শুরু করবে টাইগাররা। এদিকে, বাংলাদেশের ক্যাম্পে রোববার যোগ দিয়েছেন টি-টোয়েন্টির নতুন টেকনিক্যাল কোচ এস শ্রীরাম। সাকিব সংবাদ সম্মেলনে জানান, আজই নতুন কোচের সঙ্গে এশিয়া কাপ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে।
/আর.এম/