সেকশন

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১
Independent Television
 

শারজায় সাকিবের নতুন অধ্যায়

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০১:১৪ পিএম
আজ শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয়া আফগানিস্তান। ম্যানেজমেন্টকে তাই ভাবতে হচ্ছে একাদশ নিয়ে। ওপেনিংয়ে বিজয় ও নাঈমকে দেখা যেতে পারে। একাদশে থাকতে পারেন দুই পেসার ও তিন স্পিনার। নানা পরিবর্তনের পর নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। সাকিব-শ্রীরামের হাত ধরে জয় দিয়ে শুরুর প্রত্যাশা বাংলাদেশের। শারজায় খেলা শুরু রাত ৮টায়।

যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আফগান ভয়ে বাংলাদেশ যখন কোণঠাসা তখন শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজে রাশীদ-নাবীরা। তাতে বাংলাদেশের ভয় বেড়ে গেছে কয়েকগুন।

তিন স্পিনার নাবী, রাশীদ, মুজিবকে নিয়ে রাজ্যের ভয়। পেসার ফারুকী, নাভিনের ফর্ম ভাবনা বাড়িয়েছে। পাঁচ বোলারের কাকে দেখে আর কাকে অ্যাটাক করে খেলবে, বাংলাদেশ ব্যাটারদের সেটা বেছে নেওয়াই কঠিন।

জয়ের জন্য বাংলাদেশের বড় মন্ত্র হতে পারে নির্ভার থেকে খেলা। বিসিবি ক্রিকেটারদের বলে দিয়েছে, খারাপ কিছু হলে চাপ নেয়ার কিছু নেই। সাকিবের অধীনে দায়িত্ব নিতে হবে অভিজ্ঞ মুশফিক-মাহমুদউল্লাহ-মুস্তাফিজকে।

বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলেন, আমরা আফগানদের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি। নাবী, রাশীদ অথবা মুজিবের বিপক্ষে না। ওদের বেশ কিছু ভাল ক্রিকেটার আছে। আমাদের সামর্থ্য আছে। আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে।

দুই দলের ৮ বারের মুখোমুখিতে বাংলাদেশ অনেক পিছিয়ে। পাঁচ জয় আফগানদের, সাকিবদের তিন জয়ের সবগুলো দেশের মাটিতে। শারজা ভেন্যুতে আফগানিস্তান খেলেছে ১৩ ম্যাচ আর বাংলাদেশ দুইটি, যার একটাতেও জয় নেই।

পরিসংখ্যান আর ফর্মের বিচার ছাড়াও কন্ডিশন পক্ষে থাকবে আফগানদের। উইকেট থেকে সুবিধা পাবেন স্পিনাররা। যেখানে ২৫ ম্যাচের ১৬টাতেই জিতেছে আগে ব্যাট করা দল। প্রতিপক্ষের চেয়েও বাংলাদেশের বড় চ্যালেঞ্জে একাদশ ঠিক করা। ওপেনিংয়ে বিজয়-নাঈম, আর মিডল অর্ডারে দেখা যেতে পারে সৈকতকে।

আফগানিস্তান টিমের স্পিনার রশিদ খানের ভাষ্যে, একটা নতুন ম্যাচ খেলতে নামবো। সাকিব ওদের অধিনায়ক, এটা বড় একটা পার্থক্য গড়ে দিতে পারে। আমরা আমাদের দায়িত্ব জানি, মাঠে ১০০ ভাগ দেয়ার চেষ্টা করবো।

শুধু ব্যাটিং নয়, বাংলাদেশকে ভাবতে হবে বোলিং নিয়েও। মুস্তাফিজ-তাসকিন-নাসুমদের ধারাবাহিকতার অভাব চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর গুরবাজ-জাজাই, নাজিবউল্লাহদের যে ফর্ম তাতে কেউ সেট হয়ে গেলে ম্যাচ ফসকে যেতে পারে হাত থেকে।

/এম.এস/
মিচেল মার্শ, প্যাট কামিন্স, জস হ্যাজলউড ও মার্কাস স্টয়নিস- ছিটকে যাওয়া খেলোয়াড়ের সংখ্যা আগেই ছিল ৪। এবার সে সংখ্যাটা বাড়িয়ে ৫-এ নিয়ে গেছেন মিচেল স্টার্ক। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে ব্যক্তিগত...
তবে প্লে-অফের প্রথম লেগেরে স্কোরলাইন ম্যাচের পুরো গল্পটা ঠিকঠাক তুলে ধরতে পারছে না। বল দখলে কিঞ্চিৎ এগিয়ে ছিল সিটি। তবে ম্যাচে ছড়ি ঘুরিয়েছে মূলত রেয়াল মাদ্রিদই। ম্যাচে ২০টি শট নিয়েছিলেন...
কদিন আগেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান হাসান তিলকারত্নে। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়, স্থানীয় কাউকেই নিগার সুলতানা জ্যোতিদের কোচ করতে যাচ্ছে বিসিবি।
চ্যাম্পিয়নস ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ভারত। ইতিমধ্যে দুটি ওয়ানডে খেলেছেন রোহিত শর্মারা। যার দুটিতেই একতরফাভাবে জিতেছে ভারত। তবে ভারতীয় বোলারদের তোপে দুই ম্যাচে...
লিবিয়া উপকূলে নৌকা ডুবে ১৬ পাকিস্তানির মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। 
জাতিসংঘের প্রতিবেদনের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে গত দেড় বছরে গাজা এতটাই বিধ্বস্ত হয়েছে, এটির প্রাথমিক পুনর্গঠন কাজ করতে প্রথম তিন বছরে ২০০ কোটি ডলার প্রয়োজন হবে। আর...
তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বৃহস্পতিবার দিবাগত...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.