প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ০৫:২২ পিএমআপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৫:২৩ পিএম
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আফগান মহাতারকা রশিদ খান
শারজাতে আফগানিস্তান ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারানোর পর এবার তাদের সামনে সাকিবের দল। শেষ চারে জায়গা পাকা করতে প্রথম ম্যাচের জয় আত্মবিশ্বাস দিলেও সাকিবদের সমীহ করছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে নারাজ তিনি।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আফগান মহাতারকা রশিদ বললেন, “সাকিব ওদের দলকে নেতৃত্ব দিচ্ছে এখন। ওদের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সে এবং এমন একজনের নেতৃত্বে ফেরা অবশ্যই অনেক সহায়ক হয় দলের জন্য। সাকিব অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারেন।”
দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হবে এই আসর দিয়েই। নতুন শুরুর তাড়না দেখা গেছে দলে। সেই ইতিবাচকতার ছোঁয়া অনুধাবন করতে পারছেন প্রতিপক্ষ দলের রশিদ খানও।
তার সাফ কথা, ‘‘বাংলাদেশকে সহজ ভাবে নেওয়ার কোনও মানেই হয় না। প্রতিপক্ষ শক্তিশালী না দুর্বল, তা ভেবে আমরা মাঠে নামি না। ক্রিকেটে এ ভাবে চিহ্নিত করা যায় না কোনও দলকে। কারণ ম্যাচের ফলাফল আমরা কেউ নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের কাছে সব প্রতিপক্ষই কঠিন। আমরা সব সময় প্রতিপক্ষকে গুরুত্ব দিতে পছন্দ করি। সেই মতো নিজেদের প্রস্তুত করি। হংকং বা ভারতের সঙ্গে খেললেও আমাদের এই মানসিকতার কোনও পরিবর্তন হবে না।’’
আফগান লেগ স্পিনারের মতে সাকিব-সহ বাংলাদেশকে সমীহ না করা বোকামি। রশিদ বলেছেন, ‘‘সাকিবের উপস্থিতিই বাংলাদেশের ক্রিকেটারদের চাঙ্গা করে দেয়। শারজায় আমরা নতুন পরিবেশে খেলব। আমরা অবশ্য নিজেদের ক্রিকেটেই বেশি গুরুত্ব দিচ্ছি। খেলোয়াড়ি মানসিকতা নিয়েই মাঠে নামব। আমাদের কী কাজ, সেটা আমরা জানি। জয়-পরাজয় নিয়ে ভেবে নিজেদের চাপে ফেলতে চাইছি না।’’
দুই দলের ৮ বারের মুখোমুখিতে বাংলাদেশ অনেক পিছিয়ে। পাঁচ জয় আফগানদের, সাকিবদের তিন জয়ের সবগুলো দেশের মাটিতে। শারজা ভেন্যুতে আফগানিস্তান খেলেছে ১৩ ম্যাচ আর বাংলাদেশ দুইটি, যার একটাতেও জয় নেই। আজ কি বাংলাদেশ পারবে ব্যবধান কমাতে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টায় শুরু হবে ম্যাচ।
লা লিগার শিরোপার দৌড়ে বার্সেলোনার সঙ্গে ভালোভাবেই টেক্কা দিচ্ছে রেয়াল মাদ্রিদ। তবে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনা মায়োর্কাকে হারিয়ে গতকাল রাতে নিজেদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। শুধু জয়-ই...
খেলছেন শুধু টেস্ট। সাদা পোশাকেও সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। বাংলাদেশের হয়ে ৯৫টি টেস্ট ম্যাচ খেলা মুশফিক সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসের একটিতেও দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ব্যাট...
পল পগবাকে সর্বশেষ কবে মাঠে দেখা গেছে, সেটা অনেকেই মনে করতে পারবেন না। ২০২৩ সালে সর্বশেষ জুভেন্টাসের হয়ে নেমেছিলেন। এরপর ডোপ টেস্টে ধরা পড়ে নিষিদ্ধ হয়েছেন ১৮ মাসের জন্য। নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত...
অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং সরকারের ডানে-বামে থাকা আওয়ামী লীগের দোসররা ড. ইউনুসকে সঠিক পথে পরিচালিত হতে দেবে না, তাই এসব লোকদের থেকে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ আসামি গ্রেপ্তার করতে পারবে। আজ বুধবার সকালে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট...
ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের পাহেলগামে এক দল বন্দুকধারীর গুলিতে অন্তত ২৮ জন পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত পর্যটন স্পট পহেলগামে...
সাকিব বড় পার্থক্য গড়ে দিতে পারেন: রশিদ
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আফগান মহাতারকা রশিদ বললেন, “সাকিব ওদের দলকে নেতৃত্ব দিচ্ছে এখন। ওদের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সে এবং এমন একজনের নেতৃত্বে ফেরা অবশ্যই অনেক সহায়ক হয় দলের জন্য। সাকিব অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারেন।”
দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হবে এই আসর দিয়েই। নতুন শুরুর তাড়না দেখা গেছে দলে। সেই ইতিবাচকতার ছোঁয়া অনুধাবন করতে পারছেন প্রতিপক্ষ দলের রশিদ খানও।
তার সাফ কথা, ‘‘বাংলাদেশকে সহজ ভাবে নেওয়ার কোনও মানেই হয় না। প্রতিপক্ষ শক্তিশালী না দুর্বল, তা ভেবে আমরা মাঠে নামি না। ক্রিকেটে এ ভাবে চিহ্নিত করা যায় না কোনও দলকে। কারণ ম্যাচের ফলাফল আমরা কেউ নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের কাছে সব প্রতিপক্ষই কঠিন। আমরা সব সময় প্রতিপক্ষকে গুরুত্ব দিতে পছন্দ করি। সেই মতো নিজেদের প্রস্তুত করি। হংকং বা ভারতের সঙ্গে খেললেও আমাদের এই মানসিকতার কোনও পরিবর্তন হবে না।’’
আফগান লেগ স্পিনারের মতে সাকিব-সহ বাংলাদেশকে সমীহ না করা বোকামি। রশিদ বলেছেন, ‘‘সাকিবের উপস্থিতিই বাংলাদেশের ক্রিকেটারদের চাঙ্গা করে দেয়। শারজায় আমরা নতুন পরিবেশে খেলব। আমরা অবশ্য নিজেদের ক্রিকেটেই বেশি গুরুত্ব দিচ্ছি। খেলোয়াড়ি মানসিকতা নিয়েই মাঠে নামব। আমাদের কী কাজ, সেটা আমরা জানি। জয়-পরাজয় নিয়ে ভেবে নিজেদের চাপে ফেলতে চাইছি না।’’
দুই দলের ৮ বারের মুখোমুখিতে বাংলাদেশ অনেক পিছিয়ে। পাঁচ জয় আফগানদের, সাকিবদের তিন জয়ের সবগুলো দেশের মাটিতে। শারজা ভেন্যুতে আফগানিস্তান খেলেছে ১৩ ম্যাচ আর বাংলাদেশ দুইটি, যার একটাতেও জয় নেই। আজ কি বাংলাদেশ পারবে ব্যবধান কমাতে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টায় শুরু হবে ম্যাচ।
/জে পি/