বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান এবারের বিপিএলে যেন ভিন্নরকম এক চরিত্র। ওয়ানডে বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন দেশসেরা অলরাউন্ডার। এখনো সম্পূর্ণ সুস্থ না হওয়ায় বিপিএলে সাকিবের দায়িত্বটাই বদলে গিয়েছে। ক্যারিয়ারে কখনোই যা করেননি এ বছর তা করতে হচ্ছে সাকিবকে। অলরাউন্ডার সাকিব যেন কোথায় হারিয়ে গেল? বোলার পরিচয়ে বিপিএল খেলছেন তিনি, যা আগে কখনো ঘটেনি।
২২ গজে সাকিবের নতুন ভূমিকার ব্যাপারে ক্রিকেটপ্রেমীদের সবকিছুই জানা। তবে এবার সিলেট থেকে শঙ্কা জাগানো খবর এসেছে। গতকাল বিপিএলে মাঠে নেমেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। যে দলের হেড কোচ সাকিবের প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সাকিব বিপিএলে রংপুর রাইডার্সের খেলোয়াড় হলেও কোচ সালাউদ্দিনের চোখের আড়াল হন না।
গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৭ উইকেটের জয়ের পর সংবাদ সম্মেলনে আসা সালাউদ্দিনের কাছে চোখের সমস্যায় ভোগা সাকিব আল হাসানের ব্যাটিংয়ে ফেরার ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। প্রতি উত্তরে সালাউদ্দিন যা শুনিয়েছেন তা সাকিব ভক্তদের চিন্তার ভাজ বাড়িয়ে দিয়েছে।
কয়েকদিন আগে সাকিবের ব্যাটিং অনুশীলনে সহায়তা করেছেন সালাউদ্দিন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ২ নম্বর মাঠে সাকিবের নেট সেশনের পর তাঁকে কেমন দেখলেন সালাউদ্দিন?
সালাউদ্দিন বলেছেন, ‘আমি আর সাকিব কথা বললে বেশির ভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সব সময় আমাদের সমস্যা কী, আমাদের সমাধান কী, সেটা নিয়ে চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে, সেগুলো আসলে আমার খোলাসা করা উচিত হবে না।’
তবে সাকিব ব্যাটিংয়ে ফিরতে পারবেন কি না, এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন জানান, ‘সে যদি না-ই ফিরতে পারে, তাহলে তো ক্রিকেট খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনো মাঠে আছে বলে আমি মনে করি।’
সালাউদ্দিনের এমন মন্তব্যের পর শঙ্কা জেগেছে তবে কি ক্রিকেট থেকে দ্রুতই দূরে চলে যাবেন সাকিব। বিসিবি সাকিবের ব্যাপারে শতভাগ আশাবাদী দ্রুতই তার চোখের সমস্যার স্থায়ী সমাধান হবে। তবে কোচ সালাউদ্দিনের সাকিবকে নিয়ে করা মন্তব্যে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের চিন্তার ভাঁজ কিছুটা হলেও বেড়ে দাঁড়িয়েছে।