সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
Independent Television
 

বললেন সালাউদ্দিন

‘ব্যাটিংয়ে ফিরতে না পারলে সাকিব ক্রিকেট খেলবে না’

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৯ এএম

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান এবারের বিপিএলে যেন ভিন্নরকম এক চরিত্র। ওয়ানডে বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন দেশসেরা অলরাউন্ডার। এখনো সম্পূর্ণ সুস্থ না হওয়ায় বিপিএলে সাকিবের দায়িত্বটাই বদলে গিয়েছে। ক্যারিয়ারে কখনোই যা করেননি এ বছর তা করতে হচ্ছে সাকিবকে। অলরাউন্ডার সাকিব যেন কোথায় হারিয়ে গেল? বোলার পরিচয়ে বিপিএল খেলছেন তিনি, যা আগে কখনো ঘটেনি। 

২২ গজে সাকিবের নতুন ভূমিকার ব্যাপারে ক্রিকেটপ্রেমীদের সবকিছুই জানা। তবে এবার সিলেট থেকে শঙ্কা জাগানো খবর এসেছে। গতকাল বিপিএলে মাঠে নেমেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। যে দলের হেড কোচ সাকিবের প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সাকিব বিপিএলে রংপুর রাইডার্সের খেলোয়াড় হলেও কোচ সালাউদ্দিনের চোখের আড়াল হন না।  

গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৭ উইকেটের জয়ের পর সংবাদ সম্মেলনে আসা সালাউদ্দিনের কাছে চোখের সমস্যায় ভোগা সাকিব আল হাসানের ব্যাটিংয়ে ফেরার ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। প্রতি উত্তরে সালাউদ্দিন যা শুনিয়েছেন তা সাকিব ভক্তদের চিন্তার ভাজ বাড়িয়ে দিয়েছে।
 
কয়েকদিন আগে সাকিবের ব্যাটিং অনুশীলনে সহায়তা করেছেন সালাউদ্দিন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ২ নম্বর মাঠে সাকিবের নেট সেশনের পর তাঁকে কেমন দেখলেন সালাউদ্দিন?
 
সালাউদ্দিন বলেছেন, ‘আমি আর সাকিব কথা বললে বেশির ভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সব সময় আমাদের সমস্যা কী, আমাদের সমাধান কী, সেটা নিয়ে চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে, সেগুলো আসলে আমার খোলাসা করা উচিত হবে না।’

তবে সাকিব ব্যাটিংয়ে ফিরতে পারবেন কি না, এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন জানান, ‘সে যদি না-ই ফিরতে পারে, তাহলে তো ক্রিকেট খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনো মাঠে আছে বলে আমি মনে করি।’

সালাউদ্দিনের এমন মন্তব্যের পর শঙ্কা জেগেছে তবে কি ক্রিকেট থেকে দ্রুতই দূরে চলে যাবেন সাকিব। বিসিবি সাকিবের ব্যাপারে শতভাগ আশাবাদী দ্রুতই তার চোখের সমস্যার স্থায়ী সমাধান হবে। তবে কোচ সালাউদ্দিনের সাকিবকে নিয়ে করা মন্তব্যে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের  চিন্তার ভাঁজ কিছুটা হলেও বেড়ে দাঁড়িয়েছে। 

গতকাল বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দল পাকিস্তানের উদ্দেশ্যে আগামী ৩ এপ্রিল দেশ ছাড়া কথা। আজ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের এই বাছাইপর্বের...
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’-এ বাংলাদেশের ক্রিকেটাররা আগের কোনো মৌসুমেই দল পাননি। সেই ধারাবাহিকতা এবারও অব্যাহত আছে। গতকাল অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে...
অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলের ক্রিকেটের পরের জীবনটা সমালোচনায় ভরা। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ টেস্ট খেলা এই স্পিনার ৪ বছর ধরে মাদক পাচারের মামলায় আইনিভাবে লড়ছেন।
বাংলাদেশের ক্রিকেটে পাঁচজন আলাদা হয়ে আছেন। সবার আগে আবির্ভাব হয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। তারপর মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এরপর জাতীয় দলে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আনুষ্ঠানিক...
বিশ্বের ৪৩টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মৃত্যুতে আগামীকাল রোববার বিশ্ববিদ্যালয়ে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেওয়াজ অনুযায়ী তাঁর প্রতি...
বগুড়ার কাহালুতে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুর ইসলাম নামে এক দিনমজুরের বিরুদ্ধে মামলা হয়েছে। কাহালু উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.