বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুতে দারুণ পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ জাতীয় দলে ডাক পান আলিস আল ইসলাম। এ নিয়ে অবশ্য আপত্তি ছিল ফ্র্যাঞ্চাইজি কোচ সালাউদ্দিনের। এত দ্রুত তাঁকে ডাকা উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। তবে রহস্য স্পিনার বলেই জাতীয় দল লোভা সামলাতে পারছেন না, সেটাও বুঝতে পেরেছিলেন তিনি।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলা এই স্পিনার প্রথমবার জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন দেখছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি অভিষেকের ভালো সম্ভাবনাও ছিল। কিন্তু সেই স্বপ্ন অধরা থেকে গেল।
চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ খেলতে পারবেন না ২৭ বছর বয়সী আলিস। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় চোট পেয়েছিলেন আলিস। কুমিল্লা ফাইনাল খেললেও একাদশে ছিলেন না। গত ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পাওয়ার পর থেকেই তাঁকে দেখা যায়নি বিপিএলে।
এ চোটই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা আলিস পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন। বিসিবির এক সূত্রের বরাত দিয়ে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ আলিসের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবির সূত্র জানিয়েছে, ‘আলিসের ফিট হতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। তাই দলের সঙ্গে সিলেটে যাচ্ছে না সে।’
কুমিল্লার হয়ে বিপিএলে এবার ৮ ম্যাচে ৯ উইকেট পেয়েছিলেন আলিস। আগামী ৪ মার্চ সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। ৬ ও ৯ মার্চ সিলেটেই সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে।