সেকশন

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
Independent Television
ad
ad
 

শুরুর আগেই রহস্য হারিয়ে ফেলল বাংলাদেশ

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০১:৫৭ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুতে দারুণ পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ জাতীয় দলে ডাক পান আলিস আল ইসলাম। এ নিয়ে অবশ্য আপত্তি ছিল ফ্র্যাঞ্চাইজি কোচ সালাউদ্দিনের। এত দ্রুত তাঁকে ডাকা উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। তবে রহস্য স্পিনার বলেই জাতীয় দল লোভা সামলাতে পারছেন না, সেটাও বুঝতে পেরেছিলেন তিনি।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলা এই স্পিনার প্রথমবার জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন দেখছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি অভিষেকের ভালো সম্ভাবনাও ছিল। কিন্তু সেই স্বপ্ন অধরা থেকে গেল।

চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ খেলতে পারবেন না ২৭ বছর বয়সী আলিস। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় চোট পেয়েছিলেন আলিস। কুমিল্লা ফাইনাল খেললেও একাদশে ছিলেন না। গত ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পাওয়ার পর থেকেই তাঁকে দেখা যায়নি বিপিএলে।

এ চোটই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা আলিস পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন। বিসিবির এক সূত্রের বরাত দিয়ে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ আলিসের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবির সূত্র জানিয়েছে, ‘আলিসের ফিট হতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। তাই দলের সঙ্গে সিলেটে যাচ্ছে না সে।’

কুমিল্লার হয়ে বিপিএলে এবার ৮ ম্যাচে ৯ উইকেট পেয়েছিলেন আলিস। আগামী ৪ মার্চ সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। ৬ ও ৯ মার্চ সিলেটেই সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

দেশের বাইরে বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিপাক্ষিক সিরিজে প্রায়ই সম্প্রচার নিয়ে বিপত্তি দেখা যায়। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে আয়োজিত সিরিজ বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে দেখা যায়নি।...
পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস এবারের আইপিএল ভুলে যেতেই চাইবে। ১৪ ম্যাচের মাত্র ৪টিতে জয়, হার ১০ ম্যাচে। এমন ফলাফলের পর ভিন্ন কারণে আলোচনায় মুম্বাই ইন্ডিয়ানসের সাবেক অধিনায়ক রোহিত শর্মা।...
আগামীকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতির শেষ পর্ব শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে আইসিসি আয়োজিত দুটি...
ভারতের জাতীয় দলকে বিদায় জানিয়েছেন চার বছর পার হয়েছে। তবে আইপিএলে নিয়মিত খেলে যাচ্ছেন মাহেন্দ্র সিং ধোনি। চলমান আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হারের পর প্লে-অফের দৌড় থেকে ছিটকে...
আগামীকাল বুধবারের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই লঘুচাপটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।
আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্টের রিসার্চের ফলাফলে দেখা যায়, গর্ভাবস্থার প্রথম ৩ মাসে (1st trimester) মা ও শিশু উভয়ের সুস্থতার জন্য ফোলেট, আয়রন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড,...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.