সেকশন

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
Independent Television
 

ফিনিশার মাহমুদউল্লাহ-য় ‘ফিনিশ’ মিলারের রাজত্ব 

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০২:২৭ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে ২০২২ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপের ম্যাচটির পর বড় একটা বড় প্রশ্ন যোগ হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের নামের পাশে। মধ্য ত্রিশের কোটা পেরোনো এ অভিজ্ঞ ব্যাটসম্যানকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর খেলতে দেখা যাবে তো?

তামিম ইকবাল ও মুশফিকুর রহিম অবসর নিলেও সে পথে হাঁটেননি মাহমুদউল্লাহ। কিন্তু সেটা তাঁর দল থেকে বাদ পড়া ঠেকাতে পারেনি। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শক হয়ে ছিলেন মাহমুদউল্লাহ। বাদ পড়েছিলেন ওয়ানডে দল থেকেও।

ফর্ম, ফিটনেস কিংবা দলের কম্বিনেশন- এ বিষয়গুলো সামনে এসেছে বারবার। তিনি নীরবে সব মেনে নিয়েছেন। তবে হাল ছাড়েননি। নিঃসঙ্গ লড়াইয়ে নিজেকে প্রস্তুত করে সামর্থ্যের প্রমাণ দিয়ে আবারও ফিরেছেন। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সাত ইনিংসে সুযোগ পেয়ে ছিলেন দলের সেরা পারফর্মার। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে ফিরেছেন টি-টোয়েন্টির দলেও।

যে শ্রীলঙ্কার বিপক্ষেই তাঁর শেষ বলে ধরে নেওয়া হচ্ছিল একসময়, সেই লঙ্কানদের সামনেই হলো তাঁর টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তন। ১৭ মাস পর নেমেই নিজের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছেন। ২০৬ রান তাড়া করতে নেমে মাত্র ৩০ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ।

এমন অবস্থাতেই প্রতি-আক্রমণে মাহমুদউল্লাহ খেলেছেন ৩১ বলে ৫৪ রানের ইনিংস। এতে দারুণ একটি রেকর্ডে উঠেছে তাঁর নাম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচ বা এর নিচে ব্যাটিংয়ে নেমে সবচেয়ে বেশি রানের মালিক এখন বাংলাদেশি ব্যাটসম্যান।

কাল প্রথম বলে অ্যাঞ্জেলো ম্যাথুসকে বিশাল ছক্কা মেরে ইনিংস শুরু করেছিলেন। এরপর যারাই বোলিংয়ে এসেছেন, কাউকে ছাড় দেননি ৩৮ বছর বয়সী ব্যাটসম্যান। ২৭ বলে তুলে নিয়েছেন ফিফটি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১১৪ ইনিংসের মধ্যে ১০৩ বার পাঁচ বা তার পর ব্যাটিংয়ে নেমেছেন মাহমুদউল্লাহ। ‘ফিনিশার’ ভূমিকায় গতকালের পর ২৩.১০ গড়ে করেছেন ১৮৯৫ রান। ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেভিড মিলারকে। পাঁচ বা তার পরে নেমে ৮৪ ইনিংস খেলা মিলারের রান ১৮৭৭। অবশ্য গড় ও স্ট্রাইকরেটে যোজন যোজন এগিয়ে প্রোটিয়া ব্যাটসম্যান। মাহমুদউল্লার ১১৮ স্ট্রাইকরেটের বিপরীতে মিলারের স্ট্রাইকরেট ১৪৩, গড় ৩৪.৭৫!

কেবল ফিনিশার হিসেবে নয়, রানের হিসেবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সফল ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। সব পজিশন মিলে ১১৪ ইনিংস খেলা এ ব্যাটসম্যানের রান ২১৭৬। অন্যদিকে ১১৫ ইনিংসে ২৩.৮২ গড়ে ১২২ স্ট্রাইকরেটে ২৩৮২ রান নিয়ে সবার ওপরে সাকিব আল হাসান। শ্রীলঙ্কা সিরিজে যেহেতু সাকিব খেলছেন না, তাই মাহমুদউল্লাহর সুযোগ আছে ব্যবধানটা কমিয়ে আনার।

সিলেটে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। বাংলাদেশ-জিম্বাবুয়ে এই টেস্টের মাঝপথেই বিসিবির নিরাপত্তা কর্মকর্তা মো. ইকরাম চৌধুরী মারা গেছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি...
বৃষ্টির কারণে প্রায় ঘণ্টাখানেক পর খেলা শুরু হতে দেখা চতুর্থ দিনে আজ বাংলাদেশ যেমন ব্যাটিং করল, তাতে মনে হচ্ছে, ‘অতিথিপরায়ন’ বাংলাদেশ অতিথি জিম্বাবুয়ের চাওয়াটাই পূরণ করেছে! এমনই ব্যাটিং করেছে যে,...
খেলছেন শুধু টেস্ট। সাদা পোশাকেও সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। বাংলাদেশের হয়ে ৯৫টি টেস্ট ম্যাচ খেলা মুশফিক সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসের একটিতেও দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ব্যাট...
সিলেটে আজ তৃতীয় দিনে বৃষ্টির কারণে খেলা শুরু হতে হতে প্রথম সেশনের নির্ধারিত সময় পেরিয়ে গেছে। এরপর শেষভাগে আলোকস্বল্পতার কারণে দিনের খেলা শেষও হয়েছে আগেভাগে। এর মধ্যে পুরো দিনে খেলা হয়েছে ৪৪ ওভারের।
এশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আয়োজন ‘জাপান আইটি উইক ২০২৫’। টোকিও বিগসাইটে আজ থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার...
ইউক্রেনের একটি শ্রমিকবাহী বাসে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলের প্রধান...
লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোররাতে ঢাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের...
কেবল লিখিত পরীক্ষা পেছানো নয়, পুরো পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সংস্কার চেয়ে ৮ দফা দাবিতে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ‘লং ওয়াক টু...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.