সেকশন

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১
Independent Television
 

নিজেরা ‘সেঞ্চুরি’ করলেও কামিন্দুদের সেঞ্চুরি আটকেছেন সাকিব-মিরাজ-তাইজুলরা

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৪:২১ পিএম

৫৩১ রানে অলআউট হওয়ার পথে চট্টগ্রামে শ্রীলঙ্কার ১১ জন ব্যাটসম্যানই নেমেছেন ব্যাট করতে, ছয়জন পঞ্চাশ পেরিয়েছেন। কুশল মেন্ডিস ৯৩ রান করে থেমেছেন, দিমুথ করুনারত্নে আটকে গেছেন ৮৬তে। অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাও আটকে গেছেন ৭০ রানে।

শ্রীলঙ্কা ইনিংসের শেষদিকে তাই একটু উত্তেজনা ছড়াল। কামিন্দু মেন্ডিস ৭০ পেরিয়ে গেছেন, কিন্তু অন্য প্রান্তে শেষ ব্যাটসম্যান আসিথা ফার্নান্দো। কামিন্দু কি পারবেন?

তাইজুল ইসলামকে দুই ছক্কা মেরে খুব কাছে চলে গেলেন। কিন্তু ওভারের শেষ বলে রান নিতে চেয়েও পারলেন না, বল বোলার তাইজুলের কাছে। অন্যদিকে আসিথা বেরিয়ে যাওয়ায় হয়ে গেলেন রানআউট। ৯২ রানে অপরাজিত থাকলেন কামিন্দু। প্রতিপক্ষের কাউকে সেঞ্চুরি করতে না দেওয়ার কোনো পরিকল্পনা থাকলে, তাতে সফল বাংলাদেশ।

প্রতিপক্ষের কারও সেঞ্চুরি না হলেও, বাংলাদেশের তিন স্পিনারের অবশ্য ‘সেঞ্চুরি’ হয়েছে। কোনো উইকেট না পাওয়া তাইজুল দিয়েছেন ১০৬ রান। দশম ব্যাটসম্যান লাহিরু কুমারা মারতে গিয়ে বোল্ড হয়েছেন মিরাজের বলে। এর আগে বাংলাদেশি অফ স্পিনার দিয়েছেন ১৪৬ রান। একমাত্র স্পিনার হিসেবে টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানদের আউট করতে পারা সাকিব ১১০ রানে পেয়েছেন ৩ উইকেট।

চট্টগ্রামে এমনই রানবন্যা হয়েছে। তাতে উইকেটের যেমন অবদান আছে, বাংলাদেশের ধারহীন স্পিনারদের যেমন ভূমিকা আছে, দায় আছে ফিল্ডারদেরও। দুই দিনে ছয়টি ক্যাচ ফেলেছেন ফিল্ডাররা। শ্রীলঙ্কান দুই ব্যাটসম্যান রানআউট না হলে হয়তো দ্বিতীয় দিনেও ব্যাট করার সৌভাগ্য হতো না বাংলাদেশের।
ফিল্ডারদের কারণেই, ভালো বল করেও মাত্র ১ উইকেট নিয়ে মাঠ ছেড়েছেন খালেদ আহমেদ। হাসান মাহমুদ পেয়েছেন দুই উইকেট।

ওদিকে আসিথা রানআউট হয়ে যয়ায় একটি বিশ্বরেকর্ড একেবারে নিজস্ব করে পেলেন না কামিন্দু। টেস্টে এখন পর্যন্ত চার ইনিংস ব্যাট করে পঞ্চাশের নিচে থামেননি তিনি। ৪ ইনিংস শেষে টেস্টে তাঁর রান ৪১৯। টেস্টে এর আগে নিজের প্রথম ৪ ইনিংসে ৪১৯ রান তুলে রেকর্ড গড়েছিলেন জাভেদ মিয়াঁদাদ। আজ থেকে সে রেকর্ডে থাকছেন কামিন্দু মেন্ডিসও। 

কদিন আগেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান হাসান তিলকারত্নে। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়, স্থানীয় কাউকেই নিগার সুলতানা জ্যোতিদের কোচ করতে যাচ্ছে বিসিবি।
টেস্টে ভারতের এ দুঃসময়ে খোঁচা দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুন রানাতুঙ্গা। তিনি জানিয়েছেন, টেস্টে ভারতের বর্তমান দলকে হেসেখেলেই হারাত তাঁর সময়ের শ্রীলঙ্কা। লঙ্কান কিংবদন্তি এটাও জানিয়েছেন,...
চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি
আজ খবর ছড়িয়ে পড়ে, চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলের সঙ্গে দুবাই যাচ্ছেন দলে না থাকা দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে চার পেসার তো আছেনই, আরও দুই পেসারকে নিয়ে...
বাংলাদেশের পরবর্তী ওয়ানডে ম্যাচ চ্যাম্পিয়নস ট্রফিতে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। এর আগে জাতীয় দলের কোনো ওয়ানডে নেই। তবে ম্যাচ না খেলেও বাংলাদেশের বর্তমান দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মেহেদী...
স্থানীয় প্রশাসন জানিয়েছে, চলতি বছরের জানুয়ারির শেষ দিকে বোমাগুলোর অস্তিত্ব সম্পর্কে প্রথম তথ্য পায় উলার প্যারিশ কাউন্সিল। এরপর ফেব্রুয়ারির শুরুতে আনুষ্ঠানিকভাবে খননকাজ শুরু হয়। মাটির নিচে এখনো অনেক...
নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টদের বিভিন্ন চক্রান্ত প্রতিরোধের দাবিতে বিএনপির ডাকা কর্মসূচি শুরু হচ্ছে আজ। আজ...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.