মাত্র ১৫ রানেই নেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ে ত্রাণকর্তা হিসেবে হাজির হন মাহমুদউল্লাহ রিয়াদ। দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম ফিফটি। মাহমুদউল্লাহার এমন ব্যাটিংয়ে ভর করে ইনিংসের ১৪তম ওভারে দলীয় শত রান পেরিয়েছে বাংলাদেশ।
ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তাওহীদ হৃদয় যখন আউট হলেন, বাংলাদেশের স্কোরবোর্ডে তখন মাত্র ১৫ রান। ব্রায়ান বেনেটের ওভারের পরের বলটি একটু দেখে শুনে খেললেন মাহমুদউল্লাহ। পরের তিন বলে টানা তিন চার মেরে বাংলাদেশি ব্যাটসম্যান আকমনাত্মক মেজাজে খেলার আভাস দেন।
উইকেটের আরেক প্রান্ত থেকে মাহমুদউল্লাহকে যোগ্য সঙ্গ দিতে থাকেন নাজমুল হোসেন শান্ত। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান তোলে বাংলাদেশ। দলীয় ৫০ রান পেরিয়ে যায় ইনিংসের অষ্টম ওভারে। মাহমুদউল্লাহ-শান্তর চতুর্থ উইকেট জুটিতে ৩২ বলে ৫০ রান পায় বাংলাদেশ।
কিন্তু দলীয় ৮৪ রানে আউট হয়ে যান শান্ত। ইনিংসের ১২তম ওভারের তৃতীয় ডেলিভারিতে টেনে লং অফ দিয়ে ছক্কা হাঁকিয়েছিলেন শান্ত। মাসাকাদজার পরের বলে সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক। এতে থেমে যায় শান্ত-মাহমুদউল্লাহ জুটির ৪৫ বলে ৬৯ রানের ইনিংস। শান্ত ২৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৬ রান করেছেন।
শান্ত আউট হলেও অপর প্রান্তে সাবলীলভাবে খেলে যান মাহমুদউল্লাহ। এরপর জুটি গড়েন সাকিব আল হাসানের সঙ্গে। ইনিংসের ১৪তম ওভারে দলীয় শত রান পেরিয়ে যায় বাংলাদেশ। কিছুক্ষণ পরে ৩৬ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নেন মাহমুদউল্লাহ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ১১৭ রানে ব্যাট করছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ৫১ রানে ও সাকিব ১৮ রানে ব্যাট করছেন।