সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ব্যর্থতার বৃত্তে ম্যান ইউনাইটেড

কোচ বললেন, এই দলকে সামলানো হাত পেছনে বেঁধে সাতরানোর মতো

আপডেট : ১৩ মে ২০২৪, ০৯:২৫ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেড যেন কোনোভাবেই গুছিয়ে নিতে পারছে না। একবার মনে হয় এক কদম এগোল, পরমুহূর্তেই মনে হয় দুই কদম পিছিয়ে গেল ক্লাবটা। আয়াক্সকে নিয়ে ইউরোপকে চমকে দেওয়া এরিক টেন হাগের অধীনে দুই মৌসুম শেষেও ঘুরেফিরে সেই ছন্নছাড়াই লাগছে ম্যান ইউনাইটেডকে।

গতকাল আর্সেনালের কাছে নিজেদের মাঠে ১-০ গোলে হেরে গেছে ম্যান ইউনাইটেড। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে আশা তো সম্ভবত মৌসুমের মাঝপথ থেকেই ছেড়ে দিয়েছিলেন ইউনাইটেড সমর্থকেরা, গতকালের হারে লিগের পারফরম্যান্স দিয়ে আগামী মৌসুমের ইউরোপা লিগ, এমনকি কনফারেন্স লিগেও জায়গা করে নেওয়ার আশায় ধাক্কা খেয়েছে ইউনাইটেড।

এদিকে প্রতি ম্যাচে দলের ব্যর্থতার পরই একবার করে টেন হাগকে সরানোর আওয়াজ ওঠে। এর মধ্যে গতকালের হারের পর দলের একের পর এক চোটসমস্যাকে কারণ দেখিয়ে টেন হাগ বললেন, ইউনাইটেডকে কোচিং করানো তাঁর কাছে দুই হাত পেছনে বেঁধে সাতারে নেমে যাওয়ার মতোই মনে হচ্ছে!

এই মৌসুমে ঘরের মাঠে এ নিয়ে রেকর্ড ৯টি ম্যাচে হারল ইউনাইটেড। সর্বশেষ ৯ ম্যাচেও তাদের জয় মাত্র ১টি! ইউনাইটেড সমর্থকেরা তাই খেলোয়াড়দের – আরও বেশি করে টেন হাগের – মুন্ডুপাত করে চলেছেন। তবে টেন হাগ সামনে আনলেন চোটসমস্যার কথা।

একের পর এক চোটের কারণে গতকাল ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোকে সেন্টারব্যাকে খেলাতে বাধ্য হয়েছেন টেন হাগ, যে কাসেমিরো ‘অফসাইড ট্র্যাপে’র অনেক পেছনে থাকাতেই আর্সেনাল গোলটা পেয়ে গেছে! এর বাইরে ব্রুনো ফের্নান্দেস, মার্কাস রাশফোর্ড, হ্যারি ম্যাগুয়ার, ম্যাসন মাউন্টকেও চোটের কারণে কাল পায়নি ইউনাইটেড।

এত এত চোট নিয়ে হতাশা থেকেই টেন হাগ ম্যাচের পর বললেন, ‘যেকোনো কোচই সব সময় আরেকটু ভালো করার সামর্থ রাখেন। কিন্তু আমি এখানে এসেছি দুই বছর হলো, এর মধ্যে মাত্র একবার পুরো স্কোয়াডের সবাইকে ফিট পেয়েছি। এত চোটে জর্জর একটা দলকে নিয়ে এগোনো যায় না। অবস্থাটা অনেকটা হাত পেছনে বেঁধে সাতারে নেমে যাওয়ার মতো। (অমন পরিস্থিতিতেও) আপনাকে মাথাটা পানির ওপরে রাখতে হবে, আমরা সেটাই করার চেষ্টা করছি।’

গতকালের হারের পর ৩৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে আছে ইউনাইটেড। লিগের প্রথম চার দল যাবে চ্যাম্পিয়নস লিগে, পরের দুই দল ইউরোপা লিগে, সপ্তম দল সুযোগ পাবে কনফারেন্স লিগে। পরের দুই ম্যাচে জিতলেই অবশ্য অন্তত কনফারেন্স লিগে খেলার সুযোগ পেয়ে যাবে ইউনাইটেড, পরের দুই ম্যাচের একটি যে এই মুহর্তে তালিকার ছয় নম্বরে থাকা নিউক্যাসলের বিপক্ষে।

এর বাইরে ইউরোপা লিগেই খেলার একটা রাস্তা আছে ইউনাইটেডের সামনে - এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারানো।

 

মার্কাস রাশফোর্ড যাবেন কোথায়? সেটা এখনো নিশ্চিত নয়, তবে স্প্যানিশ ইউটিউবার হাভি রুইসের সঙ্গে আলাপে ২৭ বছর বয়সী ইংলিশ তারকা ফরোয়ার্ড তাঁর ইচ্ছার কথাটা জানিয়ে দিয়েছেন। লামিন ইয়ামালের সঙ্গে খেলার...
গত মাসেই ম্যানচেস্টার ইউনাইটেডকে ইউরোপা লিগের ফাইনালে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ১৭ বছর পর শিরোপা ছুঁয়ে দেখে ক্লাবটি। এমনকি ১৯৮৪ সালের পর এটাই টটেনহ্যামের প্রথম ইউরোপিয়ান ট্রফি। এতদিন পর শিরোপা এনে...
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে লিভারপুল। গতকাল ট্রফি নিয়ে সমর্থকদের সঙ্গে উদ্‌যাপন করতে নেমেছিলেন মো সালাহ, ভার্জিল ফন দাইকরা। কিন্তু ভিক্টরি প্যারেডের এক পর্যায়ে হঠাৎ এক গাড়ি এসে হামলে...
অভিযোগটা মূলত মরগান রজার্সের গোল বাতিল করাকে কেন্দ্র করে। ম্যাচের ৭৩ মিনিটে বল জালে জড়িয়েছিলেন ভিলার এ ইংলিশ রাইট উইঙ্গার। কিন্তু সে গোলটির বৈধতা দেননি রেফারি ব্রামাল। রেফারির মনে হয়েছে, ম্যান...
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিতের দাবি জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র আন্দোলন। ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করছে সংগঠনটি। 
বাংলাদেশের জন্য দুই কিস্তিতে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একইসঙ্গে, দুই কর্মসূচির চলমান ঋণচুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ...
সিরাজগঞ্জের রায়গঞ্জে চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজান গ্রামে এই ঘটনা হয়। সম্প্রতি ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ...
আমেরিকার রাস্তায় দেখা গেল ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা’র চালকবিহীন ট্যাক্সি পরিষেবা ‘রোবোট্যাক্সি’। টেক্সাসের অস্টিন শহরের সাউথ কংগ্রেস এলাকায় গত রোববার (২২ জুন) সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.