ম্যানচেস্টার ইউনাইটেড যেন কোনোভাবেই গুছিয়ে নিতে পারছে না। একবার মনে হয় এক কদম এগোল, পরমুহূর্তেই মনে হয় দুই কদম পিছিয়ে গেল ক্লাবটা। আয়াক্সকে নিয়ে ইউরোপকে চমকে দেওয়া এরিক টেন হাগের অধীনে দুই মৌসুম শেষেও ঘুরেফিরে সেই ছন্নছাড়াই লাগছে ম্যান ইউনাইটেডকে।
গতকাল আর্সেনালের কাছে নিজেদের মাঠে ১-০ গোলে হেরে গেছে ম্যান ইউনাইটেড। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে আশা তো সম্ভবত মৌসুমের মাঝপথ থেকেই ছেড়ে দিয়েছিলেন ইউনাইটেড সমর্থকেরা, গতকালের হারে লিগের পারফরম্যান্স দিয়ে আগামী মৌসুমের ইউরোপা লিগ, এমনকি কনফারেন্স লিগেও জায়গা করে নেওয়ার আশায় ধাক্কা খেয়েছে ইউনাইটেড।
এদিকে প্রতি ম্যাচে দলের ব্যর্থতার পরই একবার করে টেন হাগকে সরানোর আওয়াজ ওঠে। এর মধ্যে গতকালের হারের পর দলের একের পর এক চোটসমস্যাকে কারণ দেখিয়ে টেন হাগ বললেন, ইউনাইটেডকে কোচিং করানো তাঁর কাছে দুই হাত পেছনে বেঁধে সাতারে নেমে যাওয়ার মতোই মনে হচ্ছে!
এই মৌসুমে ঘরের মাঠে এ নিয়ে রেকর্ড ৯টি ম্যাচে হারল ইউনাইটেড। সর্বশেষ ৯ ম্যাচেও তাদের জয় মাত্র ১টি! ইউনাইটেড সমর্থকেরা তাই খেলোয়াড়দের – আরও বেশি করে টেন হাগের – মুন্ডুপাত করে চলেছেন। তবে টেন হাগ সামনে আনলেন চোটসমস্যার কথা।
একের পর এক চোটের কারণে গতকাল ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোকে সেন্টারব্যাকে খেলাতে বাধ্য হয়েছেন টেন হাগ, যে কাসেমিরো ‘অফসাইড ট্র্যাপে’র অনেক পেছনে থাকাতেই আর্সেনাল গোলটা পেয়ে গেছে! এর বাইরে ব্রুনো ফের্নান্দেস, মার্কাস রাশফোর্ড, হ্যারি ম্যাগুয়ার, ম্যাসন মাউন্টকেও চোটের কারণে কাল পায়নি ইউনাইটেড।
এত এত চোট নিয়ে হতাশা থেকেই টেন হাগ ম্যাচের পর বললেন, ‘যেকোনো কোচই সব সময় আরেকটু ভালো করার সামর্থ রাখেন। কিন্তু আমি এখানে এসেছি দুই বছর হলো, এর মধ্যে মাত্র একবার পুরো স্কোয়াডের সবাইকে ফিট পেয়েছি। এত চোটে জর্জর একটা দলকে নিয়ে এগোনো যায় না। অবস্থাটা অনেকটা হাত পেছনে বেঁধে সাতারে নেমে যাওয়ার মতো। (অমন পরিস্থিতিতেও) আপনাকে মাথাটা পানির ওপরে রাখতে হবে, আমরা সেটাই করার চেষ্টা করছি।’
গতকালের হারের পর ৩৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে আছে ইউনাইটেড। লিগের প্রথম চার দল যাবে চ্যাম্পিয়নস লিগে, পরের দুই দল ইউরোপা লিগে, সপ্তম দল সুযোগ পাবে কনফারেন্স লিগে। পরের দুই ম্যাচে জিতলেই অবশ্য অন্তত কনফারেন্স লিগে খেলার সুযোগ পেয়ে যাবে ইউনাইটেড, পরের দুই ম্যাচের একটি যে এই মুহর্তে তালিকার ছয় নম্বরে থাকা নিউক্যাসলের বিপক্ষে।
এর বাইরে ইউরোপা লিগেই খেলার একটা রাস্তা আছে ইউনাইটেডের সামনে - এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারানো।