গত বছর মহেন্দ্র সিং ধোনির একটা ছবি নেট দুনিয়ায় বেশ সাড়া ফেলেছিল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফ কোর্টে গলফ খেলছেন ধোনি।
ধোনির যুক্তরাষ্ট্র প্রীতি নতুন নয়। সুযোগ পেলেই ছুটি কাটাতে দেশটিতে উড়াল দেন ধোনি। এমনিতে এ উইকেটকিপার ব্যাটসম্যানকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের সীমা নেই। সেটা এবারের আইপিএলে আরও ভালোভাবে টের পাওয়া যাচ্ছে। ভক্তদের অনেকের মনেই প্রশ্ন থাকে, কেন তিনি ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে যান।
এ প্রশ্নের জবাব নিজ মুখেই দিয়েছেন চেন্নাই সুপার কিংস তারকা। ধোনি জানিয়েছেন, তিনি সেখানে বন্ধুদের সঙ্গে গলফ খেলতে পছন্দ করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের খাবার খুব ভালো লাগে তাঁর।
চেন্নাইয়ের একটি প্রমোশনাল ইভেন্ট চলাকালে ধোনি জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এক বন্ধুর বাসায় গিয়েছিলেন। সেখানে ঘণ্টার পর ঘণ্টা ধরে গলফ খেলেছেন। খেলার ফাঁকে বিভিন্ন ধরনের খাবার উপভোগ করেছেন।
ধোনি বলেছেন, ‘এমন নয় যে আমরা প্রচুর গলফ খেলি সে জন্য নিউ জার্সি এলাকায় যাই। মূলত আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম। আর সেখান থেকে গলফ কোর্ট মাত্র আড়াই মিনিটের পথ।’
ইভেন্টের একজন মজা করে জানতে চান, সেই বন্ধুটা কে, যার সঙ্গে গলফ খেলেন। জবাবে রহস্যই রেখে দিলেন বিশ্বকাপজয়ী সাবেক ভারতীয় অধিনায়ক। হাসতে হাসতে ধোনি বলেছেন, ‘আমার বন্ধুর সঙ্গে। যাকে খুব বেশি মানুষ চেনে না।’
ক্রিকেটের ব্যস্ত সূচির বাইরে শান্ত-উপভোগ্য জায়গা খুঁজেন ধোনি। এ কারণে সময় পেলে ওঠেন যুক্তরাষ্ট্রের বিমানে। ছুটিতে বেশি কিছু করেন না। কেবল বন্ধুদের সঙ্গে গলফ খেলে ও নানা পদের খাবার খেয়ে সময়টা পার করেন তিনি।
ধোনির ভাষায়, ‘আমরা সাড়ে চার ঘণ্টা গলফ খেল। এরপর বসে খাবার খাই। পরের দিন আবার একই রুটিন। আর কিচ্ছু করিনি। ১৫-২০ দিন ধরে গলফ খেলেছি আর খাবার খেয়েছি। এছাড়া ক্লাবের সদস্যদের মধ্যে টুর্নামেন্ট হয়েছিল সেখানে। আমরা ওই টুর্নামেন্টে অংশ নিয়েছিলাম। এরপর (দেশে) ফিরে আসি। আমার কাছে সেটা ছিল জীবনের সেরা ১৫-২০ দিন। গলফ খেলা, খাবার খাওয়া ছাড়া আর কিচ্ছু করিনি।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা আছে ধোনির।