সেকশন

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
Independent Television
 

ধর্ষণের মামলা থেকে মুক্তি লামিচানের

বিশ্বকাপে বাংলাদেশের কাজটা আরেকটু কঠিন হয়ে যাচ্ছে? 

আপডেট : ১৫ মে ২০২৪, ০৬:৪০ পিএম

কদিন আগেই বিশ্বকাপের দল ঘোষণা করেছে নেপাল। যেখানে অনুমিতভাবেই জায়গা হয়নি নেপাল ক্রিকেটের পোস্টারবয় সন্দীপ লামিচানের। কারণটাও সবার জানা - ধর্ষণের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা চলছিল। তবে এবার বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগে বড় সুসংবাদ পেয়েছেন লামিচানে। 

২০২৩ সালের জানুয়ারিতে কাঠমুন্ডুর এক আদালত ধর্ষণের মামলায় লামিচানেকে দোষী সাব্যস্ত করেন এবং ৮ বছরের জেলের শাস্তি দেন। সেই মামলায় জামিন পেলেও লামিচানে তখন নির্দোষ প্রমাণিত হননি। কিন্তু আজ নেপালের হাইকোর্টের রায় এসেছে, লামিচানে নির্দোষ! তাঁকে এই মামলা থেকে মুক্তি দিয়েছেন হাইকোর্ট। 

লামিচানে নির্দোষ প্রমাণিত হওয়াটা বাংলাদেশ দলের মাথাব্যথা বাড়াতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস আর নেপালই তো বাংলাদেশের গ্রুপসঙ্গী। এর মধ্যে দুটি দল যাবে পরের রাউন্ডে। বাংলাদেশ তাই নেপাল আর নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পাবে ধরে নিয়ে দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার কোনো এক দলকে অন্তত হারাতে পারলেই পরের পর্বে যাবে – এমন আশায়ই আছেন এ দেশের অনেক ক্রিকেটপ্রেমী। এর মধ্যে লামিচানের মুক্তি পাওয়ার খবর নেপালকে আরও শক্তিশালী করার সম্ভাবনা জাগিয়েছে।  

লামিচানে এখন নির্দোষ প্রমাণিত হওয়ায় জোর গুঞ্জন উঠেছে, বিশ্বকাপ দলে ফেরানো হবে এই লেগ স্পিনারকে। নেপাল ১৫ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে ঠিকই, কিন্তু আইসিসিতে জমা দেওয়া সেই তালিকায় অদলবদলের অবারিত সুযোগ তো আছে! আইসিসির নিয়মানুযায়ী, ২৫ মে পর্যন্ত যেকোনো দেশ তাদের বিশ্বকাপ স্কোয়াডে পরির্তন আনতে পারবে।
 
নেপাল ক্রিকেটের সাধারণ সম্পাদক পরশ খাড়কা তাদের বিশ্বকাপ দল ঘোষণার পর জানিয়েছিলেন, লামিচানে নির্দোষ প্রমাণিত হলে তাঁকে অবশ্যই নেপাল বিশ্বকাপের জন্য বিবেচনা করবে। এমনিতে নেপাল টি-টোয়েন্টিতে অনেক পিছিয়ে থাকলেও লামিচানে দলে ঢুকলে তাদের বোলিংকে আর একেবারে হেলায় উড়িয়ে দেওয়া যাবে না। টি-টোয়েন্টিতে নেপালের হয়ে ৫২ ম্যাচে ৯৮ উইকেট নিয়েছেন লামিচানে, গড় ১২.৫৮, ইকোনমি ৬.২৯।  

আগামী ৪ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে নেপাল। বাংলাদেশের বিপক্ষে নেপালের ম্যাচ আগামী ১৭ জুন সেন্ট ভিনসেন্টে।

হাথুরুসিংহের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ফিল সিমন্স। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ক্যারিবিয়ান এই কোচ বাংলাদেশের দায়িত্ব পেলেও এবার পূর্ণ মেয়াদেই...
দুঃস্বপ্নের মতো একটা দিনের পর তামিম ইকবাল এখন গতকালের চেয়ে বেশ ভালো আছেন। আজ প্রেস ব্রিফিংয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন, ‘এক্সট্রিম ক্রিটিক্যাল’ পরিস্থিতিটা কাটিয়ে উঠেছেন তামিম, তবে এখনো আরও...
দুপুরে হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেপিজের পরিচালক ডা. রাজিব হাসান জানিয়েছেন, তামিম সুস্থ আছেন। এখন তিন দিন পর্যবেক্ষণে রাখার পর পরিবারের সিদ্ধান্তে অনুযায়ী তামিমকে ছেড়ে দেওয়া হবে। তবে...
সরাসরি না আসতে পারলেও সতীর্থের সুস্থতা কামনা করতে ভোলেননি সাকিব। প্রথমে দেশীয় একটি গণমাধ্যমে ভিডিওবার্তায় এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিমকে নিয়ে পোস্ট করেছেন সাকিব। সেখানে বাঁহাতি...
বয়স চল্লিশ পেরোলে দাঁতের একটু বেশিই যত্ন নেওয়া প্রয়োজন। এর আগ পর্যন্ত কোনো মাড়ির অসুখ না থাকলে সেভাবে এনামেল ক্ষয় হয় না। তবে ৪০-৪৫ বছরের পর এনামেল দ্রুত ক্ষয় হয় বলে দাঁতের সংবেদনশীলতা বেড়ে যায়। এ...
ইংরেজিতে বলে উইচ, বাংলায় ডাইনি। আরও নানা ভাষাতেও নিশ্চিতভাবেই এই শব্দটির উপযুক্ত পারিভাষিক শব্দ আছে। থাকতেই হবে। কারণ সব ভাষাতেই এই শব্দটিকে ভয়ঙ্কর রূপ দেওয়ার বা ভীতি উৎপাদনকারী বানানোর উদ্দেশ্য...
ঢাকা-ভৈরব রেলপথে ‘নরসিংদী কমিউটার’ নামের নতুন ট্রেন চালু হয়েছে। আজ বুধবার সকালে কমলাপুরে এ ট্রেন দুইটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.