টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গতকাল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে সবচেয়ে বড় আলোচনা সম্ভবত পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে পেসার তানজিম হাসান সাকিবের বিশ্বকাপে সুযোগ পাওয়া। এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে প্রশ্ন হলো বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে দুজনের কাছেই। দুজনের ব্যাখ্যাতেই থাকল একই সুর।
সাইফউদ্দিনকে দলে না নেওয়ার ব্যাখ্যায় গতকাল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন ডেথ ওভারে সাইফউদ্দিনের ইয়র্কার দিতে না পারার কথা। পাশাপাশি একাগ্রতা-চেষ্টায় সাকিব এগিয়ে ছিলেন বলেও জানিয়েছেন প্রধান নির্বাচক।
আজ শান্ত-হাথুরু বললেন দুজনের বলের গতিতে পার্থক্যের কথা। হাথুরুসিংহে বলেছেন, ‘…দুজনকেই এই সিরিজে (জিম্বাবুয়ে) বেশ ভালো সুযোগ দিয়েছি আমরা। সাকিবের ক্ষেত্রে যেটা ওর পক্ষে গেছে সেটা হলো ও একটু জোরে বল করতে পারে, সাইফউদ্দিনের চেয়ে ওর বলের গতি বেশি।’
এর বাইরে চাপের মুখে দুজনের পারফরম্যান্সেও সাকিব এগিয়ে বলে জানালেন হাথুরু, ‘এ ছাড়া আমরা ওদের দুজনকে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে বাজিয়ে দেখেছি, শুরুতে-মাঝে-শেষে বোলিং করিয়ে দেখেছি। চাপের মুখে সাকিব ভালো বোলিং করেছে। তাছাড়া ও (সাকিব) অনেকদিন ধরেই দলের সঙ্গে আছে, সেটাও ওর পক্ষে গেছে।’
অধিনায়ক শান্তও একই সুরেই কথা বলেছেন, ‘সাইফউদ্দিন এবং সাকিবের ক্ষেত্রে আসলে সাকিবের বলের পেসটা সাইফউদ্দিনের চেয়ে একটু বেশি। সাইফউদ্দিনের কাছ থেকে আমরা যা আশা করছিলাম সেখানে মনে হয় একটু কমবেশি ছিল। একদম বিস্তারিত বলতে চাই না। দুইজনই (দলে সুযোগ পাওয়ার) খুব কাছে ছিল। সাকিবের উপর আমাদের আত্মবিশ্বাসটা কিছুটা বেশি ছিল। সব মিলিয়ে যদি আমরা চিন্তা করি, কন্ডিশন বিবেচনা করে সব মিলিয়ে আমাদের মনে হয়েছে সাকিব বেটার অপশন হবে।’