বলিউড অভিনেত্রীদের সঙ্গে ভারতের ক্রিকেটারদের প্রেম-বিয়ের ঘটনা নিয়মিতই দেখা যায়। তবে মাঠে ভারত-পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী হলেও বলিউডের নায়িকাদের প্রেমে মজে যেতে দেখা গেছে পাকিস্তানের ক্রিকেটারদেরও। তেমনই একজন, পাকিস্তানের সাবেক পেস বোলিং সুপারস্টার শোয়েব আখতার। ভারতের নব্বই দশকের জনপ্রিয় নায়িকা সোনালি বেন্দ্রেকে এতটাই ভালো লাগত শোয়েবের যে, তাঁকে অপহরণই করতে চেয়েছিলেন শোয়েব! এমন এক খবরের শিরোনামে আলোচনায় পাকিস্তানের এই পেসার।
ভারতের জনপ্রিয় এক সাংবাদিকের পডকাস্টে এসেছিলেন সোনালি বেন্দ্রে। সেখানে তাঁকে প্রশংসায় ভাসানো একাধিক ব্যক্তির নাম উঠে আসে। তার মধ্যে ছিলেন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুনীল শেট্টি, ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না ও পাকিস্তানের শোয়েব আক্তার।
নব্বই দশকের এই অভিনেত্রীকে অনেকেই বিয়ে করতে চেয়েছিলেন বলে জানান পডকাস্টের উপস্থাপক। সেখানে এক পর্যায়ে উপস্থাপক জানান , 'সে সময় শোয়েব আখতার আপনার জন্য অনেক পাগল ছিল এবং এমনটাও শোনা গিয়েছিল যে তিনি মজা করে বলেছিলেন, আপনাকে বিয়ের প্রস্তাব দেবেন, আর (আপনি) যদি প্রস্তাব প্রত্যাখ্যান করেন তাহলে আপনাকে অপহরণ করবেন!'
উপস্থাপকের এমন কথা শুনে হাসি আটকে রাখতে পারেননি সোনালি বেন্দ্রে। তাঁকে প্রশংসায় ভাসানোর জন্য শোয়েব আক্তারকে ধন্যবাদ জানান বেন্দ্রে এবং বলেন এই ব্যাপারে আগে তিনি জানতেন না।