টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আর দিন দশেক পরেই। ২০ দলের বিশ্বকাপে প্রায় সব দেশই নিজেদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের জার্সি উন্মোচনের ভিডিও দিয়ে পুরো ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে।
রশিদ খানদের জার্সির অভিনব উন্মোচনকে আলিফ লায়লার জাদুর সঙ্গে অনেকেই তুলনা করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন পথে হাঁটছে শান্ত-সাকিবদের জার্সি উন্মোচনের ক্ষেত্রে?
বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে দ্বিপাক্ষিক সিরিজের জন্য। তিন ম্যাচের সিরিজ শেষে সেখানেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ। কিন্তু কোন জার্সিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, সেটাই এখনো জানা যায়নি।
আজ জার্সি নিয়ে সব প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেসন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। গণমাধ্যমে আলাপকালে জার্সি উন্মোচন দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমাদের জার্সি অনেক আগেই রেডি হয়ে গেছে। আমাদের নিজস্ব একটা প্ল্যান থাকে। আমরা প্ল্যানটা করেছিলাম এভাবে, যেহেতু জাতীয় দল যাওয়ার আগে আমাদের অনেক খেলা ছিল, সিরিজ চলছিল।’
বাংলাদেশের জার্সিতে বিশেষ কী থাকছে তা জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজের পর দল যখন চলে যাবে, তখন শুধু আনভেইল না পাশাপাশি কিছু শুভেচ্ছাবাণী থাকবে (এমন পরিকল্পনা করা হয়েছে)। আমি এখন ডিসক্লোজ করছি না। এই শুভেচ্ছাবাণীটা এক সাথে করে এইটা আনভেইল করার কথা ছিল।’
খুব দ্রুত বাংলাদেশের জার্সি দেখানো হবে জানানো হয়েছে, ‘এইজন্য আমরা চেয়েছিলাম ইউএস সিরিজ শুরু হওয়ার আগে... হয়তো অন্যান্য দেশের নিজস্ব একটা পরিকল্পনা থাকে সেভাবে দিয়েছে। আমাদেরও একটা প্ল্যান ছিল, সেজন্য আমরা অপেক্ষা করছিলাম। আশা করি আপনারা কিছু দিনের মধ্যে আপনার দেখতে পাবেন।’