ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার নিয়মিত পরিবর্তনের দৃশ্য সবারই জানা। সামনে আরেকটি বিশ্বকাপ, ফরম্যাটটা ভিন্ন হলেও আলোচনায় আবারো বাংলাদেশের ব্যাটিং অর্ডার। নাজমুল হোসেন শান্তরা যুক্তরাষ্ট্রে পাড়ি দিলেও বিশ্বকাপের আগে সেই প্রশ্ন ঘুরে ফিরে আলোচনায়। তবে এবার বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
রাজধানীর ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসে বাংলাদেশ দলের বিশ্বকাপ ব্যাটিং অর্ডারে কে কোথায় ব্যাট করবেন তা জানিয়েছেন বিসিবি সভাপতি।
বাংলাদেশের বিশ্বকাপ দলে তিনজন ওপেনার, এর মধ্যে কোন দুইজন নিয়মিত ওপেনার হিসেবে খেলবেন তা খোলাসা করেননি নাজমুল হাসান পাপন। ব্যাটিংয়ে রদবদলের ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘ব্যাটিং অর্ডার পরিবর্তনের আমি কোনো সুযোগই দেখি না। কীভাবে করবে, আমি তো দেখি না।’
পাপন আরো বলেন, ‘ওপেনিংয়ে তিনজনের মধ্যে দুজন খেলবে। কিন্তু কোন দুজন খেলব এটা আমি এখন বলতে পারছি না। তিনে শান্ত (নাজমুল হোসেন), চারে তাওহিদ হৃদয়, পাঁচে সাকিব, ছয়ে মাহমুদ উল্লাহ রিয়াদ, সাতে অনিক (জাকের আলী) যদি আমরা সাত জন ব্যাটার খেলাই।’
‘এরপর স্পিনার আসবেন একজন। সেটা রিশাদ আসবে নাকি শেখ মেহেদী সেটা আমি জানি না। প্রতিপক্ষে দেখে ঠিক করবে। বাকি তিন পেসার খেলবে। এর মাঝে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয়।’