আগামীকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতির শেষ পর্ব শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে আইসিসি আয়োজিত দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যদিও বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডই এখনো দেখেননি বলে জানিয়েছেন তিনি!
আজ সোমবার কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি।
সেখানে এবারের বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনার প্রশ্নে মাশরাফি শুরুতেই বললেন, ‘(স্কোয়াড) দেখি নাই, জানি না আমি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করে যে বাংলাদেশ ভালো করবে, যেখানেই যায়, যেভাবে যায়। তো আমার প্রত্যাশা অবশ্যই ভিন্ন কিছু হবে না। কমন কিছু খেলোয়াড় দেখেছি, শুনেছি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু পুরো দল এখনো দেখি নাই।’
তবে দল না দেখলেও বাংলাদেশকে নিয়ে উচ্চাশা আছে মাশরাফির। বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশ পাচ্ছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে। এর মধ্যে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে জয় ধরেই নিয়েও দ্বিতীয় পর্বে যেতে দক্ষিণ আফ্রিকা বা শ্রীলঙ্কার কোনো এক দলকে হারাতেই হবে বাংলাদেশের।
মাশরাফির মনে হচ্ছে, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গেও জেতা উচিত বাংলাদেশের! সংবাদমাধ্যমে আজ তিনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সঙ্গে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকায় গিয়ে একবার সিরিজ জিতে এসেছে, যদিও ওয়ানডে ছিল। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার যে কোনো একটা জিততে হবে মনে হয়। আশা করি, ইনশাল্লাহ ভালো করবে।’
কিন্তু অনেকের তো শঙ্কা বাংলাদেশ না আবার নেদারল্যান্ডস বা নেপালের মতো কোনো দলের কাছেই হেরে বসে! বিশেষ করে গত ওয়ানডে বিশ্বকাপেও যেখানে নেদারল্যান্ডসের কাছে হেরেছে বাংলাদেশ! এ নিয়ে প্রশ্নে মাশরাফি বললেন, ‘ওদের (নেপাল-নেদারল্যান্ডস) সঙ্গে যদি হারার কথা চিন্তা করেন তাহলে তো কঠিন। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার একটা জিতে আর ওগুলাকে হারিয়ে... দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার দুইটাই নয় কেন? দুইটাকেই চিন্তা করা যায় হারাতে পারে কি না।’
২০০৭ সাল থেকে অনুষ্ঠিত সবকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন সাকিব আল হাসান। এবার তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে নিয়ে মাশরাফি বলেন, ‘সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নেই… সবসময় সেরা পারফর্মার, সেরা পারফরম্যান্সই আশা করব।’