সেকশন

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
Independent Television
 

বাংলাদেশের বিশ্বকাপের দলই দেখেননি মাশরাফি 

আপডেট : ২০ মে ২০২৪, ০৭:২৬ পিএম

আগামীকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতির শেষ পর্ব শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে আইসিসি আয়োজিত দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যদিও বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডই এখনো দেখেননি বলে জানিয়েছেন তিনি!  

আজ সোমবার কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি। 

সেখানে এবারের বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনার প্রশ্নে মাশরাফি শুরুতেই বললেন, ‘(স্কোয়াড) দেখি নাই, জানি না আমি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করে যে বাংলাদেশ ভালো করবে, যেখানেই যায়, যেভাবে যায়। তো আমার প্রত্যাশা অবশ্যই ভিন্ন কিছু হবে না। কমন কিছু খেলোয়াড় দেখেছি, শুনেছি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু পুরো দল এখনো দেখি নাই।’

তবে দল না দেখলেও বাংলাদেশকে নিয়ে উচ্চাশা আছে মাশরাফির। বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশ পাচ্ছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে। এর মধ্যে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে জয় ধরেই নিয়েও দ্বিতীয় পর্বে যেতে দক্ষিণ আফ্রিকা বা শ্রীলঙ্কার কোনো এক দলকে হারাতেই হবে বাংলাদেশের। 

মাশরাফির মনে হচ্ছে, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গেও জেতা উচিত বাংলাদেশের! সংবাদমাধ্যমে আজ তিনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সঙ্গে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকায় গিয়ে একবার সিরিজ জিতে এসেছে, যদিও ওয়ানডে ছিল। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার যে কোনো একটা জিততে হবে মনে হয়। আশা করি, ইনশাল্লাহ ভালো করবে।’

কিন্তু অনেকের তো শঙ্কা বাংলাদেশ না আবার নেদারল্যান্ডস বা নেপালের মতো কোনো দলের কাছেই হেরে বসে! বিশেষ করে গত ওয়ানডে বিশ্বকাপেও যেখানে নেদারল্যান্ডসের কাছে হেরেছে বাংলাদেশ! এ নিয়ে প্রশ্নে মাশরাফি বললেন, ‘ওদের (নেপাল-নেদারল্যান্ডস) সঙ্গে যদি হারার কথা চিন্তা করেন তাহলে তো কঠিন। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার একটা জিতে আর ওগুলাকে হারিয়ে... দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার দুইটাই নয় কেন? দুইটাকেই চিন্তা করা যায় হারাতে পারে কি না।’ 

২০০৭ সাল থেকে অনুষ্ঠিত সবকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন সাকিব আল হাসান। এবার তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে নিয়ে মাশরাফি বলেন, ‘সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নেই… সবসময় সেরা পারফর্মার, সেরা পারফরম্যান্সই আশা করব।’

হাথুরুসিংহের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ফিল সিমন্স। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ক্যারিবিয়ান এই কোচ বাংলাদেশের দায়িত্ব পেলেও এবার পূর্ণ মেয়াদেই...
দুঃস্বপ্নের মতো একটা দিনের পর তামিম ইকবাল এখন গতকালের চেয়ে বেশ ভালো আছেন। আজ প্রেস ব্রিফিংয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন, ‘এক্সট্রিম ক্রিটিক্যাল’ পরিস্থিতিটা কাটিয়ে উঠেছেন তামিম, তবে এখনো আরও...
দুপুরে হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেপিজের পরিচালক ডা. রাজিব হাসান জানিয়েছেন, তামিম সুস্থ আছেন। এখন তিন দিন পর্যবেক্ষণে রাখার পর পরিবারের সিদ্ধান্তে অনুযায়ী তামিমকে ছেড়ে দেওয়া হবে। তবে...
সরাসরি না আসতে পারলেও সতীর্থের সুস্থতা কামনা করতে ভোলেননি সাকিব। প্রথমে দেশীয় একটি গণমাধ্যমে ভিডিওবার্তায় এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিমকে নিয়ে পোস্ট করেছেন সাকিব। সেখানে বাঁহাতি...
বয়স চল্লিশ পেরোলে দাঁতের একটু বেশিই যত্ন নেওয়া প্রয়োজন। এর আগ পর্যন্ত কোনো মাড়ির অসুখ না থাকলে সেভাবে এনামেল ক্ষয় হয় না। তবে ৪০-৪৫ বছরের পর এনামেল দ্রুত ক্ষয় হয় বলে দাঁতের সংবেদনশীলতা বেড়ে যায়। এ...
ইংরেজিতে বলে উইচ, বাংলায় ডাইনি। আরও নানা ভাষাতেও নিশ্চিতভাবেই এই শব্দটির উপযুক্ত পারিভাষিক শব্দ আছে। থাকতেই হবে। কারণ সব ভাষাতেই এই শব্দটিকে ভয়ঙ্কর রূপ দেওয়ার বা ভীতি উৎপাদনকারী বানানোর উদ্দেশ্য...
ঢাকা-ভৈরব রেলপথে ‘নরসিংদী কমিউটার’ নামের নতুন ট্রেন চালু হয়েছে। আজ বুধবার সকালে কমলাপুরে এ ট্রেন দুইটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.