পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস এবারের আইপিএল ভুলে যেতেই চাইবে। ১৪ ম্যাচের মাত্র ৪টিতে জয়, হার ১০ ম্যাচে। এমন ফলাফলের পর ভিন্ন কারণে আলোচনায় মুম্বাই ইন্ডিয়ানসের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলে নিজ দলের মৌসুম শেষ না হতেই রোহিত গুরুতর অভিযোগ তুলেছেন সম্প্রচার প্রতিষ্ঠান স্টার স্পোর্টসের বিরুদ্ধে। তবে ভারতীয় অধিনায়কের অভিযোগ রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারতীয় টিভি চ্যানেলটি।
স্টার স্পোর্টসের বিরুদ্ধে গোপনীয়তা ভঙ্গের অভিযোগ এনে রোহিত শর্মা নিজের এক্স (সাবেক টুইটার) একাউন্টে একটি পোস্ট করেন। মাঠে রোহিত গোপনীয় আলাপ করছিলেন, সে মুহূর্তের ভিডিও করে স্টার স্পোর্টস – এমনই অভিযোগ রোহিতের। ভিডিওটা প্রকাশ না করতে অনুরোধ করলেও স্টার স্পোর্টস অনুরোধ রাখেনি বলেই অভিযোগ তাঁর।
এ নিয়ে টুইটারে ক্ষোভ জানিয়ে রোহিত বলেছেন, ভিউ পাওয়ার জন্য, দর্শকের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কন্টেন্ট বানানোর এই প্রতিযোগিতাই ক্রিকেটে খেলোয়াড়, দর্শক, আর ক্রিকেটের মধ্যে দূরত্ব তৈরি করে দেবে।
রোহিতের সেই পোস্টের জবাবে আজ স্টার স্পোর্টস এক বিবৃতিতে জানিয়েছে, তাঁরা রোহিতের গোপনীয় কিছুই প্রচার করেনি, বরং যা করেছে তার অনুমতি তাদের ছিল।
বিবৃতিতে স্টার স্পোর্টস লিখেছে, ‘গতকাল থেকে একজন সিনিয়র খেলোয়াড়ের ক্লিপ এবং তাঁর সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট অনেক আলোচনার জন্ম দিয়েছে। গত ১৬ মে ওয়াংখেড়েতে অনুশীলনের সময় সেই ক্লিপটি নেওয়া হয়েছিল, যার জন্য স্টার স্পোর্টসের কর্তৃপক্ষের অনুমতি ছিল।’
রোহিতদের আলাপের অডিও তারা প্রচার করেনি জানিয়ে স্টার স্পোর্টস লিখেছে, ‘সেই মুহূর্তে সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে সাইডলাইনে তাঁর বন্ধুর কথোপকথন দেখানো হয়েছিল। সেই কথোপকথনের কোনো অডিও রেকর্ড কিংবা সম্প্রচার করা হয়নি। স্টার স্পোর্টসের ম্যাচের শুরুর আগে সরাসরি সম্প্রচারে দেখানো ক্লিপটিতে শুধু এতটুকুই দেখানো হয়েছে যে ওই সিনিয়র খেলোয়াড় তাঁর কথোপকথন রেকর্ড না করতে অনুরোধ করছেন। এর বাইরের কিছু (ভিডিওতে রোহিতের অভিযোগ-গোপনীয়তা ভঙ্গ করার মতো কিছু) দেখানো আমাদের সম্পাদকীয় নীতির পরিপন্থী।’
স্টার স্পোর্টসের এমন বিবৃতির পর রোহিত শর্মা এখনো কোনো প্রতিক্রিয়া দেননি। তবে রোহিতের অভিযোগের পর স্টার স্পোর্টসকে রীতিমতো একহাত নিয়েছেন সমর্থকরা।