সেকশন

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
Independent Television
 

যুক্তরাষ্ট্র? বাংলাদেশ তো কানাডা-হংকংয়ের কাছেও হেরেছে

আপডেট : ২২ মে ২০২৪, ০৯:৫২ এএম

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হেরে যুক্তরাষ্ট্রের বিমান ধরেছিল বাংলাদেশ। বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে চোখ ছিল নাজমুল হোসেন শান্তদের। পাশাপাশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ারও একটা ব্যাপার ছিল। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। গতকাল হিউস্টনে ৫ উইকেটে হেরেছেন শান্ত-লিটনরা।

যে সিরিজ ছিল বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার, সে সিরিজের প্রথম ম্যাচে যেন বাংলাদেশের দুর্বলতাগুলো আরও প্রকটভাবে বের হয়ে এল। এমন নয় যুক্তরাষ্ট্র খুব শক্তিশালী প্রতিপক্ষ। শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে যোজন যোজন পিছিয়ে দলটি। র‍্যাঙ্কিংও সে কথাই বলছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে ১০ ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র। তারপরেও মাঠের খেলায় এমন ‘পুঁচকে’ দলের সঙ্গে পেরে ওঠেননি শান্ত-সাকিবরা।

গতকালের ম্যাচটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে দুদলের প্রথম মুখোমুখি লড়াই। সে লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে ইতিহাসই গড়লেন মায়াঙ্ক আগারওয়ালরা। অবশ্য এমন পুঁচকে দলের বিপক্ষে প্রথম ম্যাচে হারের অভিজ্ঞতা এটাই প্রথম নয় বাংলাদেশের। এর আগে তো কানাডা, হংকংয়ের সঙ্গেও হেরেছিল বাংলাদেশ।

কানাডা, ২০০৩

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ কানাডার বিপক্ষে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে দুবার। এরমধ্যে ২০০৩ বিশ্বকাপে ডারবানে প্রথমবার উত্তর আমেরিকার দেশটির বিপক্ষে মাঠে নামেন খালেদ মাসুদ পাইলটরা। ডাবলিনে ৫০ ওভারের সে ম্যাচে ইনিংসের শেষ ওভারে ১৮০ রানে অলআউট হয় কানাডা। জবাবে ব্যাটিংয়ে নেমে অস্টিন কডরিংটনের বোলিং তোপে বাংলাদেশ গুটিয়ে যায় ১২০ রানে। সে ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৫ রানের ইনিংস খেলেছিলেন ওপেনার হান্নান সরকার ও সানোয়ার হোসেন। হাবিবুল বাশার-খালেদ মাসুদদের ব্যাটিং ব্যর্থতায় ৬০ রানে হেরে বসে বাংলাদেশ। 

আয়ারল্যান্ড, ২০০৭ ও ২০০৯

কানাডার বিপক্ষে ধাক্কাটা মেনে নেওয়ার পিছনে যুক্তি দাঁড় করানো যায়, বাংলাদেশ তখনো ‘বড়’ দলের তকমা পায়নি। এরপর ধীরে ধীরে উত্থান ঘটতে থাকে দেশীয় ক্রিকেটে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থানও শক্ত হতে থাকে। কিন্তু ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে অপেক্ষাকৃত দুর্বল আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে বসে বাংলাদেশ। সুপার এইটের ম্যাচে ব্রিজটাউনে উইলিয়াম পোর্টারফিল্ডের ৮৫ ও কেভিন ও’ব্রেইনের ৪৮ রানের সুবাদে বাংলাদেশকে ২৪৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় আইরিশরা। জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ গুটিয়ে যায় ১৬৯ রানেই।

কেবল ওয়ানডে নয়, টি-টোয়েন্টিতেও প্রথমবার সাক্ষাতে আইরিশদের বিপক্ষে হেরেছেন মোহাম্মদ আশরাফুলরা। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নটিংহামে নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। সেটাও মাশরাফির ১৬ বলে ৩৩ রানের সুবাদে। অথচ ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। জিতলেই দ্বিতীয় রাউন্ডের সমীকরণ ছিল বাংলাদেশের সামনে। এমন ম্যাচে ১০ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় আইরিশরা।

স্কটল্যান্ড, ২০১২

স্কটল্যান্ডের বিপক্ষেও প্রথম দেখায় কাবু হয়েছিল বাংলাদেশ। ২০১২ সালে রিচি বেরিংটনের সেঞ্চুরিতে ১৬২ রান তোলে স্কটিশরা। জবাবে ২ ওভার আগেই ১২৮ রানে গুটিয়ে যায় মুশফিকুর রহিমরা। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে কেবল তামিম (২৬), সাকিব (৩১) ও মাশরাফি (১৫) দুই অঙ্ক ছুঁতে পেরেছিলেন এ ম্যাচে।

হংকং, ২০১৪

স্কটল্যান্ডের পর হংকংয়ের বিপক্ষে প্রথম দর্শনেও হেরে যায় বাংলাদেশ। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ঘরের মাঠ চট্টগ্রামে প্রথমে ব্যাটিংয়ে নেমে কোনো রান করার আগেই তামিম ইকবাল (০) আউট হয়ে যান। একই ওভারে ড্রেসিংরুমে ফেরেন সাব্বির রহমানও (২)। এরপর বিজয়-সাকিবে বিপর্যয় সামলে ওঠে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৩৪ রান করা সাকিব যখন ১১তম ওভারে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হলেন, বাংলাদেশের রান তখন ৮৫। সে দল ১০৮ রানে অলআউট হয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়ার সম্ভাবনা জাগিয়েছিল। সাকিবের ৪ ওভারে মাত্র ৯ রানে ৩ উইকেট নেওয়ার পরেও বাংলাদেশ হার এড়াতে পারেনি। তবে ম্যাচটা ২০তম ওভারে নিতে পারায় দ্বিতীয় পর্বে যায় বাংলাদেশ।

আফগানিস্তান ২০১৯

বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান তখন নবীনতম দল। টেস্ট সংস্করণ বিবেচনায় নিলে শক্তির বিচারে যোজন যোজন পিছিয়ে আফগানরা। অথচ এমন খর্ব শক্তির আফগানদের বিপক্ষেই কিনা প্রথমবার দেখায় টেস্টে হেরেছিল বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের একমাত্র টেস্টে রহমত শাহের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৪২ রানের সংগ্রহ পেয়েছিল আফগানিস্তান। অন্যদিকে মুমিনুল হকের ফিফটিতে (৫২) বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২০৫ রানে। আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে ২৬০ রান করলে বাংলাদেশের সামনে ৩৯৮ রানের লক্ষ্য দাঁড়ায়। কিন্তু বাংলাদেশ অলআউট হয় ১৭৩ রানেই। ২২৪ রানের এ হারে লজ্জার একটা রেকর্ডে নাম ওঠে সাকিব-মুশফিকদের। প্রথম দল হিসেবে টেস্টে ভিন্ন ভিন্ন দশটি দলের বিপক্ষে প্রথম দর্শনেই হারে বাংলাদেশ। 

দেশের সার্বিক পরিস্থিতিতে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলে ধরে নিয়েছেন অনেকেই। বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞার পর সেই ধারণা আরও তীব্র হয়েছে। তবে কাগজে-কলমে ওয়ানডে ক্রিকেটকে বিদায় না জানানো...
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে রিকি পন্টিং
ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপিকা সানজানা গানেশানের (জাসপ্রীত বুমরার স্ত্রী) সঙ্গে আলাপকালে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে পন্টিং বলেছেন, ‘সত্যি কথা বলতে, আমার মনে হয়, ওরা (চ্যাম্পিয়নস...
কদিন আগেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান হাসান তিলকারত্নে। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়, স্থানীয় কাউকেই নিগার সুলতানা জ্যোতিদের কোচ করতে যাচ্ছে বিসিবি।
বাংলাদেশের মেয়েদের দলের ক্রিকেটার সোহেলী আক্তারকে ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। আজ এক বিবৃতি দিয়ে আইসিসি জানিয়েছে, আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার ৫টি ধারা ভাঙার কারণে ৩৬...
এয়ার কোয়ালিটি ইনডেক্স সূচকে ২২৯ স্কোর নিয়ে তালিকায় শীর্ষে আছে পাকিস্তানের করাচি। মিয়ানমারের ইয়াঙ্গুন আছে তালিকায় দুই নম্বরে। ভারতের নয়াদিল্লি তালিকায় নবম। 
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান হিসেবে অনুমোদন পেয়েছেন তুলসি গ্যাবার্ড। স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে ৫২-৪৮ ভোটে জয়ী হন সাবেক ডেমোক্র্যাট এই কংগ্রেসওম্যান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.