অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স। টি-টোয়েন্টিতে কেন নন, সে প্রশ্ন বরং ওঠা উচিত। এবারের আইপিএলে তাঁর দুর্দান্ত অধিনায়কত্বই সানরাইজার্স হায়দরাবাদকে ফাইনালে তুলেছিল। ওয়ানডে বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বই ভারতকে ঘরের মাঠে শিরোপা জিততে দেয়নি।
সে দুঃখ এখনো তাজা ভারত সমর্থকদের মনে। হায়দরাবাদকে ফাইনালে তুলে অবশ্য সে ক্ষত একটু ঢেকে দিয়েছিলেন কামিন্স। কিন্তু নতুন করে ছড়িয়ে পড়া এক ভিডিও আবার ভারত সমর্থকদের ক্ষেপিয়ে তুলেছে। বহু আগের এক পডকাস্টে কামিন্স দাবি করেছিলেন, ভারতীয় সমর্থকেরা তাঁর কাছে ভিক্ষা চেয়েছিলেন!
ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টসক্রীড়া ও পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি বলছে, ২০১৩ সালের একটি ভিডিও আবার নতুন করে ছড়িয়েছে। বিজনেস অব স্পোর্টস পডকাস্টে এক পর্যায়ে এমন এক দাবি করেছেন কামিন্স।
সে ভিডিওতে ভারতীয় ক্রিকেট ভক্তদের নিয়ে এক মন্তব্যে কামিন্স হাসতে হাসতে বলেছেন, ‘দেখুন, কিছু ভারতীয় সমর্থক আছে যারা আপনার বারির ঠিকানা খুঁজে বের করে এবং হাসপাতালের বিল পাঠিয়ে দেয়। অনুরোধ করে এই সার্জারির খরচ প্লিজ দিয়ে দিন অথবা বলে কিছু টাকা পাঠান। আমি বেশ কয়েকবার এমন পেয়েছি।’
এমন কথা শুনে পডকাস্টের উপস্থাপক অবাক হয়ে যান। ব্যাপারটাকে অদ্ভুত বলে জানান তাঁরা। এতে সায় দেন কামিন্সও। যদিও কামিন্স এমন মন্তব্য করে ভারতকে অপমান করতে চাননি। কারণ, ভারত প্রসঙ্গে প্রায়ই ইতিবাচক কথা বলেন। ২০২০ সালে করোনাকালে যখন প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে অর্থ সহযোগিতা চাওয়া হয়েছিল, কামিন্স ৫০ হাজার ডলার সাহায্য করেছিলেন।