সেকশন

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
Independent Television
 

১২০ তুলতে পারেনি ভারত-পাকিস্তান, বাংলাদেশ আজ কত করবে?

আপডেট : ১০ জুন ২০২৪, ০৪:০১ পিএম

নিউইয়র্কের উইকেট বোকা বানিয়েছে সবাইকে। অ্যাডিলেইড থেকে মাটি আনা হয়েছে, উইকেট বানানো হয়েছে ফ্লোরিডাতে, আবহাওয়া অ্যাডিলেইডের মতো, মাঠের ঘাসও ক্রিকেটে সবচেয়ে ব্যবহৃত জাতের- সবকিছু বিবেচনায় ভাবা হয়েছিল নাসাউ কাউন্টি স্টেডিয়ামে রানবন্যা হবে।

কিন্তু বিশ্বকাপ শুরু হতেই দৃশ্যপট পাল্টে গেছে। নিউইয়র্কে রান তোলা সবচেয়ে কঠিন কাজ মনে হচ্ছে। গতকাল ভালো অবস্থানে থেকেও ১১৯ রানে গুটিয়ে গেছে ভারত, ওদিকে ১১৩ রান করতে হাঁপিয়ে উঠেছে পাকিস্তান। আজ একই স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

নিউইয়র্কের উইকেট কেমন, তার স্বাদ বাংলাদেশ এরই মধ্যে পেয়েছে। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১২২ রান তুলতে পেরেছিল বাংলাদেশ। এখন বিশ্বকাপ শুরু হওয়ার পর সে উইকেটকেই অনেক বেশি ব্যাটিং সহায়ক মনে হচ্ছে। কারণ, বিশ্বকাপে নিউইয়র্কের উইকেটে প্রথম ইনিংসের গড় এখন পর্যন্ত ১০৩!

বাংলাদেশ কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললেও দক্ষিণ আফ্রিকা দুটি ম্যাচ খেলেছে এবং তারাও ভালোভাবে টের পেয়েছে এই উইকেটে রান তোলা কত কঠিন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭৭রানে গুটিয়ে দিয়েও জয় পেতে কষ্ট হয়েছে দলটির। আর নেদারল্যান্ডসের বিপক্ষে তো হারতেই বসেছিল দলটি।

ডেভিড মিলারের দুর্দান্ত ফিফটি সেদিন রক্ষা করেছিল প্রোটিয়াদের। না হলে ১০৪ রানের লক্ষ্যে নেমে হারের লজ্জা পেতে হতো মিলারদের।

এখন পর্যন্ত যে চারটি ম্যাচ হয়েছে, তাতে সর্বোচ্চ ১৩৭ রান তুলেছে কানাডা। তাড়া করতে নেমে সবচেয়ে বেশি রানও একই ম্যাচে, সেদিন ১২৫ করেছিল আয়ারল্যান্ড। সফল রান তাড়ার ক্ষেত্রে সর্বোচ্চ স্কোর ১০৬।

এখন পর্যন্ত যে খবর মিলেছে, তাতে আজকের ম্যাচেও খুব বেশি রান দেখার আশা না করাই ভালো। পাওয়ার প্লে কাজে লাগিয়ে শুরুতে রান তুলতে না পারলে ইনিংস শেষে রানরেট ৬-এর নিচে থাকার সম্ভাবনাই বেশি।

উইকেটের বাউন্স বিভ্রান্তিকর, নতুন বলে সুইংও পাওয়া যায় বলে পেসারদের সামলানো কঠিন। আবার মাঝের ওভারে স্পিনারের বলে টার্ন পাচ্ছেন। ঝামেলা বাড়িয়ে দিচ্ছে আউটফিল্ডও। তাড়াহুড়া করে বানানো বলে ঘাস এখনো ঠিকমতো বসেনি। মাঠে বালির আধিক্য বেশ, ফলে বল সহজে সীমানা পার হচ্ছে না। এটাও রান তোলার কাজটা কঠিন করে তুলেছে।

নিউইয়র্কের এই উইকেটে নর্কিয়া, বার্টমানদের পেস আজ বাংলাদেশের বড় পরীক্ষা নেবে। কাগিসো রাবাদা এখনো ছন্দে ফেরেননি, এটাই যা একটু সান্ত্বনা। তবে একটি স্বস্তি পাওয়া যাচ্ছে, কঠিন উইকেট বলে কুইন্টন ডি কক, স্টাবস ও হেনরিখ ক্লাসেনদের পক্ষে স্বভাবজাত আগ্রাসন দেখানো সম্ভব হচ্ছে না।

দেশের সার্বিক পরিস্থিতিতে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলে ধরে নিয়েছেন অনেকেই। বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞার পর সেই ধারণা আরও তীব্র হয়েছে। তবে কাগজে-কলমে ওয়ানডে ক্রিকেটকে বিদায় না জানানো...
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে রিকি পন্টিং
ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপিকা সানজানা গানেশানের (জাসপ্রীত বুমরার স্ত্রী) সঙ্গে আলাপকালে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে পন্টিং বলেছেন, ‘সত্যি কথা বলতে, আমার মনে হয়, ওরা (চ্যাম্পিয়নস...
বুমরার চোট নিয়ে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, বেঙ্গালুরুতে বুমরার পিঠে করানো সর্বশেষ স্ক্যানে তেমন অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। তবে বোলিংয়ে ফেরার মতো প্রস্তুত নন এ...
কদিন আগেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান হাসান তিলকারত্নে। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়, স্থানীয় কাউকেই নিগার সুলতানা জ্যোতিদের কোচ করতে যাচ্ছে বিসিবি।
ট্রাম্প ছাড়াও ইলন মাস্ক ও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন মোদি। এতে উঠে আসবে পারষ্পারিক বাণিজ্য ও অভ্যন্তরীণ সম্পর্কের নানা দিক।
২০২৪ সালে বিশ্বের রেকর্ডসংখ্যক সাংবাদিক হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। বুধবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 
স্বাস্থ্য অধিদপ্তর থেকে অ্যাম্বুলেন্স মিললেও চালক না থাকায় সেবা বঞ্চিত রোগীরা। প্রায় অর্ধকোটি টাকায় কেনা এক একটি অ্যাম্বুলেন্স পড়ে আছে বছরের পর বছর। চাঁদপুরের তিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.