নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামছে বাংলাদেশ। এরই মধ্যে টস হয়ে গেছে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সৌম্য সরকারের জায়গায় দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার জাকের আলী। অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে আগের ম্যাচে জয় পাওয়া একাদশ নিয়েই মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে এর আগে পাঁচটি ম্যাচ হয়েছে বিশ্বকাপের। গতকাল ভারত-পাকিস্তানের ম্যাচসহ পাঁচ ম্যাচের মধ্যে শুধু কানাডা-আয়ারল্যান্ডের ম্যাচেই আয়ারল্যান্ড ১২০-এর ঘরে গেছে, কানাডা গেছে ১৩০-এর ঘরে। এর বাইরে কোনো দল ১২০ রানও করতে পারেনি।
দক্ষিণ আফ্রিকা এই মাঠে নিজেদের আগের দুটি ম্যাচই খেলেছে। বাংলাদেশ এই মাঠে শুধু বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলেছে।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ,জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন,ত্রিস্তান স্টাবস, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ওটনেইল বার্টম্যান, এনরিখ নরকিয়া।