সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

৪১ বল, ৬ চার, ১৮ ছক্কা, ১৪৪ রান – ভেঙে গেল টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

আপডেট : ১৭ জুন ২০২৪, ০৯:৩৭ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজে। সেখানে রানের দেখা খুব বেশি ম্যাচে পাওয়া যাচ্ছে না। কিন্তু এর বাইরে এক টি-টোয়েন্টি ম্যাচে আড়ালেই ভেঙে গেল টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড!

টি-টোয়েন্টিকে বিশ্বের সবখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টায় প্রায় সব ম্যাচকেই আন্তর্জাতিক স্বীকৃতি দিচ্ছে আইসিসি, তার প্রভাব এমন যে – টি-টোয়েন্টিতে রেকর্ডের হিসাব রাখা দায় হয়ে পড়ছে। দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটা যেমন, চার মাসও টিকল না।

নামিবিয়ার ইয়ান-নিকোল লফটি ইটন নেপালের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ৩৩ বলে। সে রেকর্ড আজ ভেঙে দিয়েছেন কে? এস্তোনিয়ার সাহিল চৌহান। প্রতিপক্ষ? সাইপ্রাস। মাত্র ২৭ বলে সেঞ্চুরি করেছেন সাহিল, শেষ পর্যন্ত দলকে জেতানোর পথে ৪১ বলে করেছেন অপরাজিত ১৪৪ রান।

শুধু দ্রুততম সেঞ্চুরির রেকর্ডই নয়, ইনিংসে ১৮টি ছক্কা মেরেও রেকর্ড গড়েছেন ৩২ বছর বয়সী সাহিল, আন্তর্জাতিক টি-টোয়েন্টি এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটি।

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সাহিলের ইনিংসের কয়েকটি শটের একটি ক্লিপ শেয়ার করেছে ইউরোপিয়ান ক্রিকেট নামের একাউন্ট। ভিডিওটি দেখলে একটি ব্যাপারই মাথায় আসতে বাধ্য – অফসাইডকে যেন ফুটবলের ‘অফসাইড’ই ভেবে রেখেছেন সাহিল, যা শট সবই খেলেছেন লেগ সাইডে নতুবা লং অন ও লং অফে।

ম্যাচের ধরনটাই বিস্ময়কর। এস্তোনিয়া আর সাইপ্রাসের ছেলেদের ও মেয়েদের দল আলাদা আলাদা সিরিজ খেলছে এই মুহূর্তে, ছেলেদের দলগুলো খেলছে ৬ ম্যাচের সিরিজ। আজ একই দিনে সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুটি ম্যাচ হয়েছে ঘন্টাখানেকের বিরতিতে। সাহিল রেকর্ডটা গড়েছেন দ্বিতীয় ম্যাচে। মজার ব্যাপার, প্রথম ম্যাচে তিনি আউট হয়েছেন গোল্ডেন ডাকে!

দুই ম্যাচেই জিতেছে এস্তোনিয়া। সাহিলের রেকর্ড দেখা দ্বিতীয় ম্যাচে এস্তোনিয়াকে ১৯২ রানের লক্ষ্য দিয়েছিল সাইপ্রাস। জবাবে ইনিংসের প্রথম ৮ বলে ৯ রানের মধ্যেই দুই ওপেনারের বিদায় দেখে এস্তোনিয়া। এরপরই শুরু সাহিলের ঝড়।

মুখোমুখি প্রথম তিন বৈধ ডেলিভারিতেই তাঁর রান ৬, ৪, ৬! মাঝে আরও দুই উইকেট পড়লে সপ্তম ওভারে এস্তোনিয়ার স্কোর দাঁড়ায় ৬০/৪। কিন্তু অন্যপ্রান্তে সাহিলের ঝড় থামার কোনো নামগন্ধ থাকলে তো!

ষষ্ঠ ওভারে চার ছক্কা আর একটি চার মেরে ১৪ বলে ফিফটিতে পৌঁছে যান সাহিল। সেটা অবশ্য রেকর্ড নয়, সে রেকর্ড নেপালের দীপেন্দ্র সিং আয়ারের (৯ বলে)। তা ফিফটিতে পৌঁছানোর পরও ছক্কাতেই যা কাজ সেরে যাচ্ছিলেন সাহিল। অষ্টম ওভারে মারলেন আরও চারটা ছক্কা, নবম ওভারে তিনটি। এর মধ্যে তৃতীয় ছক্কাটিতে হয়ে গেল বিশ্বরেকর্ড – ওই বলটি ছিল সাহিলের ইনিংসের ২৭তম ডেলিভারি, ওই ছক্কাতে হয়ে গেল তাঁর সেঞ্চুরি!

শেষ পর্যন্ত ১৩তম ওভারের মধ্যে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন সাহিল। তাঁর ইনিংসের স্ট্রাইকরেট? অবিশ্বাস্য! ৩৫১.২১! এস্তোনিয়ার দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ২১!

দিনের প্রথম সেশন শেষ করতেই ১১২ রানে ৮ উইকেট নেই, ম্যাচ ছিটকেই গিয়েছিল ভারত। কিন্তু শেষ দুই উইকেটেও ভারতের জয়ের আশা জিইয়ে রেখেছিলেন জাদেজা, সঙ্গী হিসেবে পেয়েছিলেন জাসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে।...
লর্ডসে জমে উঠেছে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। প্রথম ইনিংসে দুদলই সমান ৩৮৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে অলআউট হয়েছে ইংলিশরা। ১৯৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে...
ক্রীড়াঙ্গনে আজ একাধিক বড় ইভেন্ট আছে। একদিকে ক্লাব বিশ্বকাপের ফাইনাল, অন্যদিকে উইম্বলডনে ছেলেদের এককের শিরোপা নির্ধারণী ম্যাচও আজ। আবার শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিও মাঠে গড়াবে...
গতকাল ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৯ উইকেটে হেরেছে ইতালি। এ হারেও প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। আর বড় জয় পাওয়া নেদারল্যান্ডসও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.