টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বোলারদের হ্যাটট্রিক কয়টি? দুটি। হ্যাটট্রিক দুটিই কোন দলের বিপক্ষে? বাংলাদেশ!
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। ১৭ বছর পর আজ সে কীর্তি ফেরালেন প্যাট কামিন্স।
বাংলাদেশ ইনিংসের ১৮তম ওভারের শেষ দুই বলে মাহমুদউল্লাহ ও শেখ মেহেদিকে আউট করেছিলেন কামিন্স, ২০তম ওভারে এসে প্রথম বলেই আউট করেন তাওহীদ হৃদয়কে। ব্যস হয়ে গেল হ্যাটট্রিক! টি-টোয়েন্টি বিশ্বকাপে সপ্তম, অস্ট্রেলিয়ানদের দ্বিতীয়।
কামিন্সের ওই হ্যাটট্রিকই অ্যান্টিগাতে সুপার এইটের ম্যাচটিতে শেষ পর্যন্ত ১৫০ পেরোতে দেয়নি। মাহমুদউল্লাহ তো ২ রান করেই বুক সমান উচ্চতার বল হুক করতে গিয়ে স্টাম্পে টেনে এনেছেন। পরের বলে শেখ মেহেদি আপার কাট করতে গিয়ে ধরা পড়লেন থার্ডম্যানে। আর ২০তম ওভারের প্রথম বলে কামিন্সের স্লোয়ারটা শর্ট থার্ডম্যানের ওপর দিয়ে উঠিয়ে দিতে গিয়ে শর্ট থার্ডম্যানেই ক্যাচ দিয়ে ফিরলেন ইনিংসে তার আগ পর্যন্ত বেশ আগ্রাসী ব্যাটিং করতে থাকা হৃদয়।
বাংলাদেশের ১৪০ রানের জবাবে বৃষ্টিবিঘ্নিত ইনিংসে অস্ট্রেলিয়া দারুণ শুরু পেলেও বৃষ্টির পর রিশাদ হোসেন এসে দুই ওভারে ট্রাভিস হেড (২১ বলে ৩১) ও মিচেল মার্শকে ফেরানোয় কিছুটা কমেছে অস্ট্রেলিয়ার রানের গতি। এই প্রতিবেদন লেখার সময়ে ১০ ওভারেই ২ উইকেটে ৮০ রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া।