বলিউড অভিনেতা ভিকি কৌশলের নতুন চলচ্চিত্র ব্যাড নিউজের গান ‘তওবা তওবা’ বেশ সমাদৃত হয়েছে দর্শকের কাছে। ইউটিউব হয়ে সে গান পৌঁছে গেছে ভারতের ক্রিকেটারদের প্লে-লিস্টেও। এই যেমন, তিন দিন আগে শেষ হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস-এর শিরোপা জিতেও এই গানের সঙ্গেই নেচে উদ্যাপন করেছিলেন যুবরাজ সিং, হরভজন সিং ও সুরেশ রায়নার মতো ক্রিকেটাররা।
কিন্তু তাঁদের সেই নাচ চরম বিতর্কিত হয়েছে। ওই নাচে তিন ক্রিকেটারের বিচিত্র অঙ্গভঙ্গি প্রতিবন্ধীদের প্রতি অপমানজনক বলে সমালোচনা উঠেছে। চারিদিকে সমালোচনার মুখে নিজেদের নাচের ব্যাখ্যা দিয়েছেন হরভজন, ব্যাখ্যায় কেউ সন্তুষ্ট না হলে তাঁদের কাছে ক্ষমাও চেয়ে রেখেছেন।
সাবেক ক্রিকেটারদের ‘বিশ্বকাপ’ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস ইংল্যান্ডে গত জুনে শুরু হয়ে শেষ হয়েছে গত শনিবার। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড – এই ছয় দলকে নিয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি টুর্নামেন্টটির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত।
ম্যাচের পর নিজেদের নাচের ওই ভিডিও শেয়ার করেন যুবরাজ-হরভজন-রায়না। কিন্তু নাচে তাঁরা কোমরে হাত দিয়ে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে নাচের মাধ্যমে যে হাস্যরস তৈরির চেষ্টা করেছিলেন, সেটা বিতর্কের মুখে পড়েছে। বোঝা যাচ্ছিল, এত ম্যাচ খেলার ধকল এখন তাঁদের ৪০ পেরোনো শরীরে কী প্রভাব রাখছে, সেটি বুঝিয়ে মজা করতেই ওভাবে নেচেছিলেন যুবরাজরা। কিন্তু তাঁদের সেই নাচকে প্রতিবন্ধীদের প্রতি অপমান হিসেবেই দেখা হচ্ছে।
প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংগঠন ও নেতারা যুবরাজ-হরভজনদের ধুয়ে দিয়েছেন। ভারতে প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করার জাতীয় প্ল্যাটফর্ম – এনআরপিডি ওই ভিডিও নিয়ে লিখেছে, ‘পুরোপুরি অপমানজনক।’ সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সংগঠনটির একাউন্ট থেকে লেখা হয়েছে, ‘জাতীয় নায়ক ভাবা হয়, এমন মানুষের কাছ থেকে এমন আচরণের প্রতি নিন্দা জানাতে কোনো শব্দই যথেষ্ট নয়। এমন অপমানজনক আচরণ শুধু তাঁদের অসহনশীল ও অভব্য মনোভাবেরই পরিচয় দেয়।’
প্রতিবন্ধীদের চাকরিপ্রাপ্তি নিয়ে কাজ করা ভারতীয় সংগঠনের নির্বাহী পরিচালক আরমান আলী ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে এ ব্যাপারে ব্যবস্থা নিতেও অনুরোধ করেছিলেন। প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করে যাওয়া ব্যক্তি সত্যেন্দ্র সিং আবার যুবরাজ সিংকে উদ্দেশ করে বলেছেন, ক্যানসার থেকে ফিরে আসা যুবরাজের তো এ ব্যাপারে আরও সহানুভূতিশীল হওয়ার কথা ছিল!
চারিদিকের সমালোচনার পর হরভজন সিং এক্স পোস্টে তাঁদের নাচের ব্যাখ্যা দিয়ে লিখেছেন, ‘ভিডিওটা ছিল শুধুই ১৫ দিন ধরে টানা খেলার পর আমাদের শরীরের অবস্থা বোঝাতে। শরীর অসাঢ় হয়ে গেছে! কাউকে অপমান বা অসম্মান করতে চাইনি আমরা। তবু, এখনো যদি কারও মনে হয় আমরা ভুল কিছু করেছি, আমি আমার দিক শুধু সবাইকে বলতে পারি – দুঃখিত। দয়া করে এটা নিয়ে কথা বলা এখানেই বন্ধ করি, সামনে এগিয়ে যাই।’