২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মুশির খান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। জাতীয় দলের ক্রিকেটার সরফরাজ খানের ছোটভাইয়ের সঙ্গে এ সময় তাঁদের বাবাও ছিলেন। মুশিরের বড়ভাই সরফরাজ কানপুর টেস্টের স্কোয়াডে আছেন। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচের একাদশেও নেই তিনি। তবে প্রথম ম্যাচে বদলি নামতে দেখা গেছে তাঁকে।
ইরানি কাপের জন্য লক্ষ্ণৌতে যাচ্ছিলেন মুশির, তাঁর বাবা নওশাদ খান। টাইমস অব ইন্ডিয়া বলছে উত্তর প্রদেশ দিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন তাঁরা।
তবে দুর্ঘটনা কীভাবে হয়েছে, বা আর কেউ হতাহত হয়েছে কিনা, এ সম্পর্কে কিছু জানা যায়নি এখনো। দুর্ঘটনায় মুশিরের বাবা কাম কোচ নওশাদ আহত হয়েছেন কিনা, সেটাও জানায়নি টাইমস অব ইন্ডিয়া। শুধু বলা হচ্ছে, আহত হওয়ায় ইরানি কাপে খেলা হচ্ছে না মুশিরের। এমনকি রঞ্জি ট্রফির শুরুতেও হয়তো থাকবেন না। তবে অন্য কিছু সূত্র বলছে, দুজনকেই হাসপাতালে নেওয়া হয়েছে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর থেকেই আলোচনায় মুশির। বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ স্কোরার ছিলেন। এরপর ঘরোয়া ক্রিকেটেও দুর্দান্ত ফর্মে আছেন। মুম্বাইয়ের হয়ে নয়টি প্রথম শ্রেণীর ম্যাচেই ৭১৬ রান করেছেন। পেয়েছেন ৮ উইকেট।
সম্প্রতি দুলীপ ট্রফিয়ে ভারত বি দলের হয়ে ১৮১ রানের ইনিংসে জাতীয় পর্যায়েও তাঁকে নিয়ে ভাবতে বাধ্য করেছিলেন মুশির। কয়েকদিন পরই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত এ দল। রঞ্জি ট্রফিতে গত মৌসুমের পারফরম্যান্স ও দুলিপ ট্রফির সাম্প্রতিক পারফরম্যান্সে সে দলে থাকার দৌড়ে ছিলেন মুশির। কিন্তু হঠাৎ এমন দুর্ঘটনা মুশিরকে একটু পিছিয়ে দিচ্ছে।