যুব এশিয়া কাপে গতকাল নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে শেষ দিকের নাটকীয়তায় ৭ রানে হেরেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। আজ আরেক গ্রুপের শেষ দুই ম্যাচে ভারত-পাকিস্তান নিজেদের শক্তির জানান দিয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে।
নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ১০ উইকেটে হারিয়েছে ভারত। আগে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। ৪৪ ওভারে মাত্র ১৩৭ রানেই অলআউট হয়ে যায় আমিরাত। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ বছর বয়সে আইপিএল দল পাওয়া বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ৭৬ রান ও আরেক ওপেনার আয়ুশ মাত্রের ৬৭ রানের ইনিংসে ২০৩ বল হাতে রেখেই ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।
আইপিএলে বৈভব সূর্যবংশীকে দলে রাজস্থান রয়্যালস যে ভুল করেনি তাঁর প্রমাণ দেখা মিলেছে আজকের ৪৬ বলে ৭৬ রানের ইনিংসে, যেখানে বাউন্ডারি ছিল ৩টি চার ও ৬টি ছক্কা।
অপরদিকে জাপানকে ১৮০ রানের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। জাপানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৩ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দাঁড়াতেই পারেনি জাপানের যুবারা। ২৯তম ওভারে মাত্র ৬৩ রানে অলআউট হয়ে যায় জাপান অনূর্ধ্ব-১৯। তাতেই ১৮০ রানের জয়ে ৩ ম্যাচে ৩ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে গিয়েছে পাকিস্তান।
আগামী ৬ ডিসেম্বর দুবাইয়ে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান। একই দিনে শারজাতে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে ভারত।