সেকশন

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
Independent Television
 

আজ বাংলাদেশকে নতুন কিছু করতেই হবে

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম

ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে পাত্তা পায়নি আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজেও ফেবারিট স্বাগতিক দল। তবু গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, তাঁরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে চান না। 

আজ মাঠেও আয়ারল্যান্ড দেখাল, কেন জ্যোতি অতটা সাবধানী ছিলেন। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৯ রান তুলেছে সফরকারীরা। অর্থাৎ সিরিজের প্রথম ম্যাচে জিততে হলে বাংলাদেশকে ১৭০ করতে হবে। টি-টোয়েন্টিতে পরে ব্যাট করে এত রান তাড়া করে জয় পাওয়া দূরের কথা, এত রান করতেই পারেনি বাংলাদেশ।

তাড়া করতে নেমে এখন পর্যন্ত একবারই দেড় শ পেরিয়েছে বাংলাদেশ। সে ম্যাচেও হেরেছিলেন জ্যোতিরা। আর পরে ব্যাট করে সর্বোচ্চ ১৪৬ রানের লক্ষ্যে যেতে পেরেছিলেন জ্যোতিরা।।
আজ টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা অতটা ভালো হয়নি আইরিশদের। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে মাত্র ৩৫ রান তুলেছিল সফরকারীরা। পাওয়ার প্লের শেষে দ্বিতীয় উইকেটও হারায় আয়ারল্যান্ড (৪৬/২)। এরপরই যেন খাল কেটে কুমির ডাকল বাংলাদেশ। 

গ্যাবি লুইস এতক্ষণে একজন যোগ্য সঙ্গী পেলেন। লিয়াহ পল ও লুইস এরপর রীতিমতো ঝড় তুলেছেন। মাত্র ১৩তম ওভারেই এক শ পেরিয়ে যায় আয়ারল্যান্ড। ৩২ বলে ৬ চার ও ২ ছক্কায় ফিফটি পেয়ে যান লুইস। একটু পর তাঁকেও ছাড়িয়ে যান পল। সমান চার ও ছক্কায় ২৮ বলেই ফিফটি তাঁর। 

মাত্র ৫৯ বলে জুটির সেঞ্চুরি হয়ে যায়। ১০৭ রানের জুটি থামে ফাহিমা তৃষ্ণার বলে। ৪২ বলে ৬০ রান করে ফেরেন লুইস। এরপর রানের গতি কমে যায় আয়ারল্যান্ডের। কিন্তু ৪৫ বলে ৭৯ রানে অপরাজিত পল নিশ্চিত করেছেন রেকর্ড গড়ে জিততে হবে বাংলাদেশকে। ইনিংসে ১০টি চার ও ২টি ছক্কা ছিল তাঁর।

বাংলাদেশের সফলতম বোলার নাহিদা ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন।   

 

বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমে কথা বলেছেন তামিম। সেখানে হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যু নিয়ে তো কথা বলেছেনই, এর পাশাপাশি চলমান ডিপিএলে শাইনপুকুর ও গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচে...
২০২১ সালে আফগানিস্তানের বিপক্ষে ১০ উইকেটে জয়ের পর থেকে চলতে থাকা ৯ টেস্টের জয়খরা জিম্বাবুয়ে কাটিয়েছে সিলেটে বাংলাদেশকে পেয়ে। এমন হারের পর দুই দলের ক্রিকেটারদের বেতন-সুবিধার তুলনাও এসেছে সামনে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে বড় অভিযোগ উঠেছে। দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিবির ১৩০০ কোটি টাকা এফডিআরের একটি বড় অংশ বোর্ড সভাপতির পছন্দের...
ঘরের মাঠে স্পিনিং উইকেট বানিয়ে বাংলাদেশ মাঝে কিছুদিন প্রবল প্রতিপক্ষ হয়ে উঠেছিল। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে নতুন দিনের সূচনা দেখিয়েছিলেন চান্ডিকা হাথুরুসিংহে। ঘরের মাঠে...
গ্রীষ্মের পাহাড়ে বাহারি ফুল। কৃষ্ণচূড়া, লাল সোনাইল, জারুল, সোনালু, কুরচিসহ বিভিন্ন প্রজাতির ফুল ফুটেছে। বসন্তের শেষে প্রকৃতির শূন্যতা পূরণ করে লাল, হলুদ, বেগুনি রঙ ছড়ানো বুনো ফুল। বিবর্ণ পাহাড়ে...
ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ঘিরে দর্শকের কৌতূহলের শেষ নেই—চলচ্চিত্রের পর্দার বাইরেও তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে নানা গুঞ্জন। স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও...
পেহেলগামকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আর তাতে সব সহযোগিতার আশ্বাস দেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের...
এ ঘটনার প্রতিবাদে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলন বয়কট করে মাদ্রিদ। পাশাপাশি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও অংশ নেননি কার্লো আনচেলত্তি ও লুকা মদ্রিদ। লস ব্ল্যাঙ্কোদের এমন কড়া অবস্থানের পর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.