বাংলাদেশ ইনিংসের ১২তম ওভার পর্যন্ত মনে হচ্ছিল, ক্রিকেটে যে ক্যাচ বলে কিছু আছে সেটা জানে না আয়ারল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারে দিলারা আক্তার সহজতম এক ক্যাচ তুলেছিলেন, কিন্তু সেটা ফেলে উলটো চার দিয়েছেন আইরিশ ফিল্ডার।
সেই যে শুরু, ১২তম ওভার পর্যন্ত পাঁচটি ক্যাচ ফেলেছে সফরকারীরা, মিস করেছে স্টাম্পিংয়ের একাধিক সুযোগ। বাজে ফিল্ডিংয়ে বাড়তি রান দেওয়া তো আছেই। অবশেষে যখন ক্যাচ ধরার ব্যাপারটা আয়ত্তে এল দলটির, তারপরই বাংলাদেশ হেরে গেল। ১২ রানে হেরে সিরিজে পিছিয়ে গেল স্বাগতিক দল।
১৭০ রানের লক্ষ্যে প্রথম দুই ওভারে ২২ রান এলেও তাতে অতিরিক্ত রানেরই অবদান ছিল বেশি। তৃতীয় ওভারে দিলারা জীবন পেলেন। এক বিরতিতে একটা ছক্কাও মারলেন। পাওয়ার প্লের মধ্যেই আরও একবার জীবন পেলেন দিলারা। পাওয়ার প্লেতেই ৫৬ রান পেয়ে গেছে বাংলাদেশ।
পাওয়ার প্লের পর রানে একটু রাশ পড়েছিল। কিন্তু ফ্রেয়া সারজেন্ট এর নবম ওভারে সোবহানা মোস্তারি ঝড় তুললেন। দিলারার এক ছক্কার সঙ্গে মোস্তারির দুই চার ও এক ছক্কায় এল ২১ রান। ৯ ওভারেই ৮৮ রান পেয়ে যায় বাংলাদেশ।
পরের ওভারে পরপর দুই বলে দিলারা ও সোবহানার ক্যাচ ফেলেছেন আইরিশ ফিল্ডাররা। দ্বাদশ ওভারে আবার এক্সট্রা কাভারে ক্যাচ পড়ল। অবশেষে দ্বাদশ ওভারের শেষ বলে ওরলা প্রেন্ডেরগাস্টকে কাট করতে গিয়ে উইকেটকিপারের কাছে ক্যাচ দেন সোবহানা। ৩৫ বলে ৪৬ রান করে ফেরেন এই ওপেনার।
এরিয়েন কেলির ওভারে তিন বলের দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। জ্যোতির (৪) পর ক্যাচ দিয়েছেন দিলারাও (৪৯)।
শেষ ৬ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৬০ রান। তাজ নেহার (১৯) রানরেটকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দেননি। কিন্তু জয় থেকে ৩৩ রান দূরে ফিরে যান নেহার। ১৮তম ওভারে শারমিন আক্তার ১৫ রান এনে দিয়েছেন।
কিন্তু ১৯তম ওভারের প্রথম বলে বোল্ড হয়ে যান স্বর্ণা। ১১ বলে ১৮ রান দরকার বাংলাদেশ। রিতু মনি নেমে ৩ বল নষ্ট করে ফিরে গেছেন শূন্য হাতে। এবং শারমিনকে স্ট্রাইকে আনতে ব্যর্থ হয়েছেন। জান্নাতুল সুলতানা নেমেও দুই বল নষ্ট করেছেন। ১৯তম ওভার করতে এসে ডাবল উইকেট মেডেন প্রেনডেরগাস্টের!
শেষ ওভারে স্ট্রাইকে ১২ বলে ২২ রান করা শারমিন সুপতা। কিন্তু প্রথমেই সিঙ্গেল নিয়ে স্ট্রাইক পাল্টালেন শারমিন। পরের বলে ক্যাচ দিলেন সুলতানা। প্রথম ১২ ওভারে কোনো ক্যাচ ধরতে না পারা আয়ারল্যান্ড পরের ছয়টি ক্যাচ ঠিকই ধরে নিয়েছে। পরের ৪ বলে ৪ রান নিয়েছেন নাহিদা। তাতে আয়ারল্যান্ডের কোনো সমস্যা হয়নি। ৭ উইকেটে ১৫৭ রানে থেমেছে বাংলাদেশ।