সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
Independent Television
 

আয়ারল্যান্ড ফেলল ক্যাচ, বাংলাদেশ ফেলল ম্যাচ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম

বাংলাদেশ ইনিংসের ১২তম ওভার পর্যন্ত মনে হচ্ছিল, ক্রিকেটে যে ক্যাচ বলে কিছু আছে সেটা জানে না আয়ারল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারে দিলারা আক্তার সহজতম এক ক্যাচ তুলেছিলেন, কিন্তু সেটা ফেলে উলটো চার দিয়েছেন আইরিশ ফিল্ডার।

সেই যে শুরু, ১২তম ওভার পর্যন্ত পাঁচটি ক্যাচ ফেলেছে সফরকারীরা, মিস করেছে স্টাম্পিংয়ের একাধিক সুযোগ। বাজে ফিল্ডিংয়ে বাড়তি রান দেওয়া তো আছেই। অবশেষে যখন ক্যাচ ধরার ব্যাপারটা আয়ত্তে এল দলটির, তারপরই বাংলাদেশ হেরে গেল। ১২ রানে হেরে সিরিজে পিছিয়ে গেল স্বাগতিক দল।

১৭০ রানের লক্ষ্যে প্রথম দুই ওভারে ২২ রান এলেও তাতে অতিরিক্ত রানেরই অবদান ছিল বেশি। তৃতীয় ওভারে দিলারা জীবন পেলেন। এক বিরতিতে একটা ছক্কাও মারলেন। পাওয়ার প্লের মধ্যেই আরও একবার জীবন পেলেন দিলারা। পাওয়ার প্লেতেই ৫৬ রান পেয়ে গেছে বাংলাদেশ। 

পাওয়ার প্লের পর রানে একটু রাশ পড়েছিল। কিন্তু ফ্রেয়া সারজেন্ট এর নবম ওভারে সোবহানা মোস্তারি ঝড় তুললেন। দিলারার এক ছক্কার সঙ্গে মোস্তারির দুই চার ও এক ছক্কায় এল ২১ রান। ৯ ওভারেই ৮৮ রান পেয়ে যায় বাংলাদেশ।

পরের ওভারে পরপর দুই বলে দিলারা ও সোবহানার ক্যাচ ফেলেছেন আইরিশ ফিল্ডাররা। দ্বাদশ ওভারে আবার এক্সট্রা কাভারে ক্যাচ পড়ল। অবশেষে দ্বাদশ ওভারের শেষ বলে ওরলা প্রেন্ডেরগাস্টকে কাট করতে গিয়ে উইকেটকিপারের কাছে ক্যাচ দেন সোবহানা। ৩৫ বলে ৪৬ রান করে ফেরেন এই ওপেনার।

এরিয়েন কেলির ওভারে তিন বলের দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। জ্যোতির (৪) পর ক্যাচ দিয়েছেন দিলারাও (৪৯)।

শেষ ৬ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৬০ রান। তাজ নেহার (১৯) রানরেটকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দেননি। কিন্তু জয় থেকে ৩৩ রান দূরে ফিরে যান নেহার। ১৮তম ওভারে শারমিন আক্তার ১৫ রান এনে দিয়েছেন। 

কিন্তু ১৯তম ওভারের প্রথম বলে বোল্ড হয়ে যান স্বর্ণা। ১১ বলে ১৮ রান দরকার বাংলাদেশ। রিতু মনি নেমে ৩ বল নষ্ট করে ফিরে গেছেন শূন্য হাতে। এবং শারমিনকে স্ট্রাইকে আনতে ব্যর্থ হয়েছেন। জান্নাতুল সুলতানা নেমেও দুই বল নষ্ট করেছেন। ১৯তম ওভার করতে এসে ডাবল উইকেট মেডেন প্রেনডেরগাস্টের!

শেষ ওভারে স্ট্রাইকে ১২ বলে ২২ রান করা শারমিন সুপতা। কিন্তু প্রথমেই সিঙ্গেল নিয়ে স্ট্রাইক পাল্টালেন শারমিন। পরের বলে ক্যাচ দিলেন সুলতানা। প্রথম ১২ ওভারে কোনো ক্যাচ ধরতে না পারা আয়ারল্যান্ড পরের ছয়টি ক্যাচ ঠিকই ধরে নিয়েছে। পরের ৪ বলে ৪ রান নিয়েছেন নাহিদা। তাতে আয়ারল্যান্ডের কোনো সমস্যা হয়নি। ৭ উইকেটে ১৫৭ রানে থেমেছে বাংলাদেশ। 

হাথুরুসিংহের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়ে তিনি নাসুম আহমেদকে চড় মেরেছিলেন, যদিও সে অভিযোগ জোরের সঙ্গেই অস্বীকার করেছেন হাথুরুসিংহে। ওদিকে বিসিবির নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ...
এমন দিনে ব্যাটিংয়ের আর কী বিশ্লেষণ করা যায়, কী-ইবা আর ইতিবাচক দিক বের করবেন! একটাই হতে পারে, দুই সেশনে কড়া রোদে জিম্বাবুয়েকে ফিল্ডিং করিয়ে বাংলাদেশ এখন ফিল্ডিংটা করছে শেষ বিকেলের আলতো রোদে।
প্রথমে সেশনে বাংলাদেশ খুব ভালো খেলেছে বলা যায় না। ১ রানের ব্যবধানে ২ ওপেনার বিদায় নিয়ে প্রথম ঘণ্টায় স্বাগতিকদের বিপাকে ফেলে দিয়েছিলেন। অধিনায়ক নাজমুল হোস্নে শান্ত ও মুমিনুল হক সে ধাক্কা সামলে...
পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিয়েছেন, ২০২৫ আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাচ্ছেন না তাঁরা। গতকাল বাছাইপর্ব শেষ হয়েছে ওয়ানডে...
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের...
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
ভারত বাংলাদেশে রেল সংযোগ উদ্যোগের প্রায় পাঁচ হাজার কোটি রুপির তহবিল এবং অন্যান্য নির্মাণ-সম্পর্কিত কাজ স্থগিত করেছে। চলমান রাজনৈতিক অস্থিরতা এবং শ্রম সুরক্ষার কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া...
ব্যবহারকারীদের অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন আনতেই প্রায়শই নিত্যনতুন সব ফিচার নিয়ে আসে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এবারে তাঁরা ‘ফুটনোটস’ নামে নতুন এক ফিচার চালু করার কথা জানিয়েছে। প্রথমে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.